সপ্তম শ্রেণি, বাওবি সপ্তম অধ্যায় (বাংলাদেশের জলবায়ু) || Class Seven, BGS Chapter 7 (Climate of Bangladesh)

 জ্ঞানমূলক প্রশ্ন:
১. আবহাওয়া কী?
উত্তর: আবহাওয়া হচ্ছে কোনো একটি অঞ্চলের একদিন বা কয়েকদিনের কোনো বিশেষ সময়ের বাতাসের চাপ, তাপ ও আর্দ্রতা।

২. গ্রিন হাউস গ্যাস কী?
উত্তর:
কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড , ক্লোরো ফ্লোরো কার্বন প্রভৃতি গ্যাসকেই একসাথে গ্রিন হাউস গ্যাস বলা হয়।

৩. সিডর ও আইলা কী?
উত্তর:
সিডর ও আইলা হলো সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুটি বড় ঘূর্ণিঝড়।

৪. বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর:
বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে।
সপ্তম শ্রেণি, বাওবি সপ্তম অধ্যায় (বাংলাদেশের জলবায়ু)

৫. আবহাওয়া কী? 
উত্তর:
আবহাওয়া হলো কোনো একটি অঞ্চলের একদিন বা কয়েক দিনের কোনো বিশেষ সময়ের বাতাসের চাপ, তাপ ও আর্দ্রতা।

৬. বাংলাদেশের জলবায়ুর নাম কী? 
উত্তর:
বাংলাদেশের জলবায়ুর নাম হচ্ছে— ক্রান্তীয় মৌসুমি জলবায়ু।

৭. বাংলাদেশের জলবায়ু কেমন? 
উত্তর:
বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ।

৮. নাতিশীতোষ্ণ মানে কী? 
উত্তর:
নাতিশীতোষ্ণ মানে হচ্ছে খুব শীতও না খুব গরমও না।

৯. কোন মাস থেকে বাংলাদেশে গ্রীষ্ম ঋতু শুরু হয়? 
উত্তর: বৈশাখ মাস থেকে বাংলাদেশে গ্রীষ্ম ঋতু শুরু হয়।

১০. বাংলাদেশে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বেশি হয় কখন? 
উত্তর:
বাংলাদেশে এপ্রিল - মে ও অক্টোবর - নভেম্বর মাসে মৌসুমি বায়ুর প্রভাবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বেশি হয়।

১১. শীতকালে বাংলাদেেশর তাপমাত্রা কত থাকে? 
উত্তর:
শীতকালে বাংলাদেেশর তাপমাত্রা ১১ ° -২৯° ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে।

১২. কোন বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়? 
উত্তর:
মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়।

১৩. কখন নদীভাঙনের পরিমাণ বেড়ে যায়? 
উত্তর:
বর্ষাকালে নদীভাঙনের পরিমাণ বেড়ে যায়।

১৪. বাংলাদেশ কোন ধরনের দেশ? 
উত্তর:
বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ।

১৫. সারা পৃথিবীতেই জলবায়ু পরিবর্তনের মূল কারণ কী? 
উত্তর:
সারা পৃথিবীতেই জলবায়ু পরিবর্তনের মূল কারণ বৈশ্বিক উষ্ণায়ন।

১৬. কবে বাংলাদেশে সিডর হয়? 
উত্তর:
২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশে সিডর হয়।

১৭. বাংলাদেশে আইলা হয় কবে? 
উত্তর:
বাংলাদেশে আইলা হয় ২০০৯ সালের ৫ মে।

১৮. বাংলাদেশের প্রায় সব নদীর উৎস কোথায়? 
উত্তর: বাংলাদেশের প্রায় সব নদীর উৎস হচ্ছে ভারতে।

১৯. শীতকালে উত্তর দিক থেকে আসা হিমপ্রবাহ থেকে বাংলাদেশকে রক্ষা করে কোন পর্বতমালা? 
উত্তর: শীতকালে উত্তর দিক থেকে আসা হিমপ্রবাহ থেকে বাংলাদেশকে রক্ষা করে হিমালয় পর্বতমালা।

২০. মানুষের তৈরি গ্রিনহাউস গ্যাসের মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর:
মানুষের তৈরি গ্রিনহাউস গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি।

২১. ২০০৭ সালের ১৫ ই নভেম্বর সিডরে কত লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল? 
উত্তর:
২০০৭ সালের ১৫ ই নভেম্বর সিডরে প্রয় ৩০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

২২. মৌসুমি বায়ু কী? 
উত্তর:
বর্ষাকালে বাংলাদেশে বঙ্গোপসাগর হতে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিমে যে বায়ু প্রবাহিত হয় তাই মৌসুমি বায়ু।

২৩. কিসের প্রভাবে বাংলাদেশে বেশি বৃষ্টিপাত হয়? 
উত্তর:
মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে বেশি বৃষ্টিপাত হয়।

২৪. বাংলাদেশের জলবায়ুকে কী বলা হয়? 
উত্তর:
বাংলাদেশের জলবায়ুকে সমভাবাপন্ন বলা হয়।

২৫. আইলা হয়েছিল কত সালে? 
উত্তর:
আইলা হয়েছিল ২০০৯ সালের ২৫ শে মে।

২৬. টর্নেডো কী? 
উত্তর:
টর্নেডো হলো একটি প্রচণ্ড গতিসম্পন্ন এক ধরনের ঘূর্ণিঝড়।

২৭. খরা পরিস্থিতি মোকাবিলায় কী করতে হবে? 
উত্তর:
খরা পরিস্থিতি মোকাবিলা করার জন্য পর্যাপ্ত বনায়ন এবং ভূগর্ভস্থ পানির স্তর পরীক্ষা করে মাটির নিচ থেকে পানি উত্তোলন বন্ধ করতে হবে।

২৮. অল্প সময়ে বেশি বৃষ্টি হলে কোন কোন দুর্যোগ ঘটার সম্ভাবনা থাকে? 
উত্তর: 
অল্প সময়ে বেশি বৃষ্টি হলে বন্যা ও নদীভাঙন ঘটার সম্ভাবনা থাকে।

২৯. বর্তমান ফসলের ব্যাপক ক্ষতির কারণ কী? 
উত্তর:
জলবায়ু পরিবর্তনের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়।

বহুনির্বাচনি প্রশ্ন:
১. স্থানান্তর কয়টি পর্যায়ে হতে পারে?
ক. ১                  খ. ২
গ. ৩                  ঘ. ৪
২. আইন বা অনুমতি প্রয়োজন হয় না কোন ক্ষেত্রে?
ক. আন্তর্জাতিক স্থানান্তরের ক্ষেত্রে
খ. দেশ ত্যাগের ক্ষেত্রে
গ. অভ্যন্তরীণ স্থানান্তরের ক্ষেত্রে
ঘ. বিদেশ গমনের ক্ষেত্রে
৩. এক স্বাধীন দেশ থেকে অন্য একটি স্বাধীন দেশে গমন করাকে বলে-
ক. অভ্যন্তরীণ স্থানান্তর                  খ. বৈদেশিক স্থানান্তর
গ. আঞ্চলিক স্থানান্তর                     ঘ. আন্তর্জাতিক স্থানান্তর
৪. আন্তর্জাতিক স্থানান্তরের ফলে কী বৃদ্ধি পায়?
ক. উৎপাদন বৃদ্ধি পায়             খ. জনসংখ্যা বৃদ্ধি পায়
গ. মর্যাদা বৃদ্ধি পায়                   ঘ. জীবনের গতি বৃদ্ধি পায়
৫. জনসংখ্যার স্থানান্তরকে অন্য কী নামে অভিহিত করা হয়?
ক. অভিগমন                      খ. আন্তঃগমন
গ. বহির্গমন                         ঘ. অবনমন
৬. দেশের ভিতরে যখন মানুষ একস্থান হতে অন্যস্থানে গমন করে তখন তাকে কী বলা হয়?
ক. আন্তর্জাতিক স্থানান্তর             খ. অভ্যন্তরীণ স্থানান্তর
গ. বহির্গমন                                  ঘ. বহিরাগমন
৭. অভ্যন্তরীণ স্থানান্তর মূলত কেন ঘটে?
ক. ধর্মীয় উদ্দেশ্যে                       খ. সামাজিক উদ্দেশ্যে
গ. রাজনৈতিক উদ্দেশ্যে              ঘ. অর্থনৈতিক উদ্দেশ্যে
৮. বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে কেন?
ক. বর্ধিত জনসংখ্যার চাপে
খ. শিল্প কারখানা প্রতিষ্ঠার ফলে
গ. সরকারি স্থাপনা তৈরির কারণে
ঘ. স্কুল-কলেজ প্রতিষ্ঠার ফলে
৯. কিছু লোক গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হতে বাধ্য হয়-
ক. রাজনৈতিক কারণে                  খ. বেকারত্বের কারণে
গ. দারিদ্র্যের কারণে                       ঘ. প্রাকৃতিক দুর্যোগের কারণে
১০. অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে কাদের সবচেয়ে বেশি উপকার হয়েছে?
ক. কৃষি শ্রমিক                       খ. ক্ষুদ্র ব্যবসায়ী
গ. শিল্প শ্রমিক                        ঘ. গ্রামীণ দরিদ্র নারী
১১. মানিকগঞ্জ শহরে বাড়ি কিনে রফিক সাহেব গ্রাম ছেড়ে সপরিবারে সেখানে চলে এসেছেন। রফিক সাহেবের বিষয়টিকে কী বলে অভিহিত করা যায়?
ক. আন্তর্জাতিক স্থানান্তর                খ. অভ্যন্তরীণ স্থানান্তর
গ. আন্তঃগমন                                  ঘ. বহির্গমন
১২. গ্রাম থেকে শহরে স্থানান্তরের গুরুত্বপূর্ণ কারণ হলো শহরের-
i. উন্নত শিক্ষা
ii. উন্নত চিকিৎসা ব্যবস্থা
iii. উন্নত স্বাস্থ্যসেবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii                     খ. i ও iii
গ. ii ও iii                    ঘ. i, ii ও iii
১৩. শহরে স্থানান্তরিত সদস্যদের পাঠানো টাকা দিয়ে গ্রামে বসবাসকারী পরিবারের সদস্যরা-
i. ভরণপোষণের কাজ চালাচ্ছে
ii. কৃষিকাজে বিনিয়োগ করছে
iii. অকৃষি খাতে বিনিয়োগ করছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii                    খ. i ও iii
গ. ii ও iii                   ঘ. i, ii ও iii
১৪. গ্রাম থেকে জনসংখ্যা শহরে স্থানান্তরের কারণে শহরের-
i. অর্থনীতি উন্নত হচ্ছে
ii. জিনিসপত্রের চাহিদা বেড়ে যাচ্ছে
iii. জনসংখ্যা বাড়ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii                  খ. i ও iii
গ. ii ও iii                ঘ. i, ii ও iii
১৫. জনসংখ্যার স্থানান্তর হতে পারে-
i. দেশের অভ্যন্তরে
ii. আন্তঃআঞ্চলিক পর্যায়ে
iii. আন্তর্জাতিক পর্যায়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii                     খ. i ও iii
গ. ii ও iii                    ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
জাহানারার বাবা সরকারি চাকরি করেন। তারা কুমিলাতে থাকে। কিন্তু হঠাৎ তার বাবাকে ঢাকা বদলি করে দেওয়া হলো। এ কারণে তারা সপরিবারে ঢাকা চলে গেল।
১৬. উদ্দীপকে উল্লিখিত কুমিলা ছেড়ে ঢাকা যাওয়ার ঘটনাটি নিচের কোনটিকে নির্দেশ করে?
ক. বহির্গমন                        খ. বহিরাগমন
গ. আন্তঃ স্থানান্তর              ঘ. বহিঃস্থানান্তর
১৭. উক্ত বিষয়টি সম্পর্কে বলা যায়-
i. দেশের মোট জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না
ii. দেশের মোট জনসংখ্যা বেড়ে যায়
iii. দেশের ভিতরে এক এলাকার লোক অন্য এলাকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii                  খ. i ও iii
গ. ii ও iii                 ঘ. i, ii ও iii
১৮. জন্মের কত দিনের মধ্যে শিশু মারা গেলে তাকে শিশু মৃত্যু বলে?
ক. ৩ মাসের মধ্যে                   খ. ১২ মাসের মধ্যে
গ. ৬ মাসের মধ্যে                    ঘ. ১৮ মাসের মধ্যে
১৯. শিশু মৃত্যুর হার গণনা করা হয়-
ক. প্রতি শতকে                      খ. প্রতি হাজারে
গ. প্রতি লক্ষে                          ঘ. প্রতি কোটিতে
২০. কোন অঞ্চলে শিশু মৃত্যুর হার বেশি?
ক. শহরাঞ্চলে                    খ. গ্রামাঞ্চলে
গ. পৌরাঞ্চলে                     ঘ. পার্বত্যাঞ্চলে
২১. পোলিও, ধনুষ্টংকার, ডিপথেরিয়া, যক্ষ্মা প্রভৃতি রোগের মাধ্যমে শিশু মৃত্যুর হার কমেছে কেন?
ক. ভালো ওষুধ ব্যবহারের ফলে
খ. প্রতিষেধক টিকা আবিষ্কারের ফলে
গ. বিদেশি ওষুধ আমদানির জন্য
ঘ. উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য
২২. নিচের কোনটি সংক্রামক রোগ?
ক. জ্বর                      খ. পোলিও
গ. হাম                       ঘ. ম্যালেরিয়া
২৩. কোনটির ফলে মানুষের গড় আয়ুষ্কাল বৃদ্ধি পাচ্ছে?
ক. বিজ্ঞানের অগ্রগতি                   খ. চিকিৎসা শাস্ত্রের উন্নতি
গ. মানুষের সচেতনতা                   ঘ. ডাক্তারের সংখ্যা বৃদ্ধি
২৪. বাংলাদেশে প্রসূতি মায়ের মৃত্যুহার কমে গেছে কেন?
ক. মাতৃমঙ্গল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে
খ. নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে বলে
গ. চিকিৎসা ভালো দেওয়া হয়েছে বলে
ঘ. জন্মহার কমে যাচ্ছে বলে
২৫. বাংলাদেশে ১৯৮০ সালে জীবন্ত শিশু জন্ম দেওয়ার সময় মাতৃমৃত্যুর সংখ্যা কত ছিল?
ক. ৬৪৮ জন                      খ. ৬৪৯ জন
গ. ৬৫০ জন                       ঘ. ৬৫১ জন
২৬. ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে প্রতি ১০০০ জীবন্ত জন্মে শিশুমৃত্যু ঘটে কত?
ক. ২০                     খ. ৩০
গ. ৪০                      ঘ. ৫০
২৭. ২০০১ সালে বাংলাদেশে জীবন্ত শিশু জন্ম দেওয়ার সময় মাতৃমৃত্যুর সংখ্যা কত ছিল?
ক. ৩১৯ জন                     খ. ৩২০ জন
গ. ৩২১ জন                     ঘ. ৩২২ জন
২৮. কোন দেশে বাল্যবিবাহের কারণে নারীরা অল্প বয়সে গর্ভধারণ করে?
ক. জাপান                     খ. চীন
গ. যুক্তরাষ্ট্র                     ঘ. বাংলাদেশ
২৯. কত সালের ইউনিসেফ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০০৬ সালে বাংলাদেশে শিশুমৃত্যুর হার ৬৯ জন ছিল?
ক. ২০০৫                       খ. ২০০৬
গ. ২০০৭                        ঘ. ২০০৮
৩০. ২০১৬ সালে বাংলাদেশে শিশুমৃত্যুর হার হ্রাস পেয়ে কতজন হয়?
ক. ৫০ জন                   খ. ৫১ জন
গ. ২৮ জন                    ঘ. ৫৩ জন

অনুধাবনমূলক প্রশ্ন:
১. মৌসুমি বায়ু সম্পর্কে কী জান?
উত্তর:
বর্ষাকালে বঙ্গোপসাগরে দক্ষিণ দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ যে বাতাস বয়ে যায় তাকে মৌসুমি বায়ু বলা হয়। এ বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। তবে দেশের সব এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ সমান হয় না।

২. গ্রিন হাউস প্রতিক্রিয়া ব্যাখ্যা কর।
উত্তর: গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলে অতিরিক্ত মাত্রায় সঞ্চারিত হয়ে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তোলে। এ গ্যাস জলবায়ু পরিবর্তন বা পরিবেশের বিপর্যয়ের জন্য বহুলাংশে দায়ী। গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়ে প্রকৃতিতে খরার সৃষ্টি করে । ফলে ফসল উৎপাদন কমে যায়।

৩. বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলো বর্ণনা কর। 
উত্তর: বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এদেশে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে। এসব দুর্যোগের মধ্যে উল্লেখযোগ্য হলো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন, খরা, শৈত্যপ্রবাহ, টর্নেডো, কালবৈশাখী প্রভৃতি। এছাড়াও বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে।

৪. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কেন?
উত্তর: অগ্ন্যুৎপাতের ফলে নির্গত গ্যাস, লাভা, ছাই প্রভৃতি বায়ুমণ্ডলে মিশে যে বাধার সৃষ্টি করে তাতে সূর্যরশ্মি থেকে আসা তাপ পৃথিবীপৃষ্ঠে আটকে থাকে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। এছাড়া বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাস অতিরিক্ত মাত্রায় সঞ্চারিত হয়েও পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে।

৫. আবহাওয়া বলতে কী বোঝ? 
উত্তর: আবহাওয়া হলো কোনো একটি অঞ্চলের একদিন বা দিনের কোনো বিশেষ সময়ের বাতাসের তাপ, চাপ, আর্দ্রতা। তাপমাত্রা , বায়ুর চাপ ও গতি, বাতাসের আর্দ্রতা এবং বৃষ্টিপাতের পরিমাণ হিসাব করে এটা নির্ধারণ করা হয়।

৬. জলোচ্ছ্বাস বলতে কী বোঝ? 
উত্তর: সমুদ্রে সৃষ্ট নিম্নচাপ ও ঝড়ের ফলে সমুদ্রের লোনা পানি বিশাল উচ্চতা নিয়ে তীব্রবেগে উপকূলে আছড়ে পড়ে স্থলভাগকে প্লাবিত করাকে জলোচ্ছ্বাস বলে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এ পর্যন্ত কয়েকবার জলোচ্ছ্বাস মারাত্মকভাবে আঘাত হেনেছে। এতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে।

৭. শীতকাল এখানে দীর্ঘ হয় না কেন? 
উত্তর: হিমালয় পর্বতমালা যদিও বাংলাদেশের সীমান্তবর্তী নয়; তবুও তা শীতকালে বাংলাদেশকে সাইবেরীয় হিমপ্রবাহ থেকে রক্ষা করে। আর তাই শীতকাল এখানে দীর্ঘ হয় না।

৮. খরা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: খরা বাংলাদেশের একটি প্রাকৃতিক দুর্যোগ। সাধারণভাবে বলতে গেলে প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেলে খরা হয়। কিন্তু বিশেষভাবে বলতে গেলে বৃষ্টিপাতের অভাব ছাড়াও বিভিন্ন নদীর উজানে রাঁধ নির্মাণ, পরিবেশ দূষণ ইত্যাদি কারণে খরা দেখা দিয়ে থাকে।

৯. কালবৈশাখীর ব্যাখ্যা দাও।
উত্তর: কালবৈশাখী হলো এক ধরনের ক্ষণস্থায়ী ও স্থানীয়ভাবে সৃষ্ট প্রচণ্ড ঝড়। বৈশাখ মাসেই এ জাতীয় ঝড় বেশি হয় বলে একে কালবৈশাখী বলা হয়। সাধারণত উত্তর - পশ্চিম দিক থেকে এ ঝড়টি আসে।

১০. বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: বর্ষাকালে বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের ওপর দিয়ে আসার সময় প্রচুর জলীয় বাষ্প সমৃদ্ধ থাকে। এ জলীয় বাষ্প হিমালয় পর্বতমালা ও বাংলাদেশের পাহাড় এলাকায় বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বছরের মোট বৃষ্টিপাতের প্রায় ৮০ ভাগ এ সময়ে হয়।

১১. পরিবেশ বিপর্যয়ের জন্য উন্নত দেশগুলোকে দায়ী করা হয় কেন? 
উত্তর: পৃথিবীর উন্নত দেশগুলোর মতো উন্নয়নশীল দেশগুলোরও জলবায়ুর পরিবর্তনের কারণ প্রায় একই। তবে পৃথিবীর শিল্পোন্নত দেশগুলো যে পরিমাণ জ্বালানি ব্যবহার করে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো ততটা করে না। সুতরাং পরিবেশ বিপর্যয়ের জন্য উন্নত দেশগুলোই বেশি দায়ী। যদিও তার ফলটা উন্নয়নশীল দশগুলোরই বেশি ভোগ করতে হয়।

১২. ঘূর্ণিঝড়ের সময় আমাদের করণীয় উল্লেখ কর। 
উত্তর: ঘূর্ণিঝড়ের আগে সাধারণত আবহাওয়া বিভাগ থেকে এ সংক্রান্ত পূর্বাভাস ও সতর্ক বাণী প্রচার করা হয়। আমরা যদি সে সতর্ক বাণী মেনে আগে থেকে সাবধান হই, তবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় প্রাণহানি এড়ানো যায়। এ সময় দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র বা নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে।

১৩. খরা কৃষির জন্য বিরাট হুমকি কেন? 
উত্তর: খরার কারণে মাটির উপরের পানি শুকিয়ে যেতে থাকে। খরার সময়ে খুব জোরে যখন বাতাস বইতে থাকে তখন উপরের মাটি সরে যায়। শস্যের উপযোগী উপরিভাগের এ মাটি সরে যাওয়ার ফলে চাষাবাদে দারুণ অসুবিধা হয়। তাই খরাকে কৃষির জন্য একটি বিরাট হুমকি বলা হয়।

সৃজনশীল প্রশ্ন:
১. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা
১৯৬১—৫.৫২ কোটি
১৯৭৪—৭.৬৪ কোটি
১৯৯১—১১.১৫ কোটি
২০০১—১২.৯৩ কোটি
২০০৭—১৪.০৬ কোটি
২০১১—১৪.৯৭ কোটি
ক. বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত?
খ. বসতি স্থানান্তর কীভাবে জনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে—ব্যাখ্যা কর।
গ. ১৯৬১ সালের তুলনায় ২০০৭ সালের জনসংখ্যা তিনগুণ বৃদ্ধির কারণ ব্যাখ্যা কর।
ঘ. ‘১৯৯১ সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে’—পাঠ্যপুস্তকের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।

২. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ঘটনা-১: সফল ব্যবসায়ী হিসেবে চৌধুরী পরিবার ও হালদার পরিবার সিলেটের কুলাউড়া এলাকার অনেকের কাছেই পরিচিত। অথচ চৌধুরীদের আদিনিবাস কিশোরগঞ্জে এবং হালদার পরিবারের মূলবাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

ঘটনা-২: সৈয়দপুর, সোহাগীসহ পাশাপাশি তিন-চারটি গ্রামের অনেক লোক পরিবারসহ প্রায় ১৫ বছর যাবৎ মধ্যপ্রাচ্যে বসবাস করছেন। তাদের ছেলেমেয়েদের অনেকেই এখনও পূর্ব পুরুষদের জন্মস্থান দেখেনি।
ক. স্থূল জন্মহার কাকে বলে?
খ. বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির একটি কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনা-১ কোন ধরনের স্থানান্তরকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. ‘ঘটনা-২’ এ উল্লিখিত স্থানান্তরটি দেশের জনসংখ্যা হ্রাসের মুখ্য কারণ’—বক্তব্যটিকে তুমি কি সমর্থন কর? উত্তরের পক্ষে যুক্তি দাও।

৩. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
প্রেক্ষাপট-১: ষোল বছর বয়সি রুবিনা বিয়ের এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হয়। দেখতে দেখতে তার সন্তান প্রসবের সময় হয়ে আসে। সন্তান প্রসবকালে তার মৃত্যু হয়। ডাক্তার জানায়, অপরিণত বয়সে সন্তান ধারণ এবং পুষ্টির অভাবেই তার এরূপ পরিণতি হয়েছে।
প্রেক্ষাপট-২: প্রত্যন্ত গ্রামাঞ্চলের রহমত মিয়ার মেয়ে সালমা বাবার বাড়ি আসে সন্তান প্রসবের জন্য। হঠাৎ এক রাতে তার প্রসব বেদনা ওঠে। এ সময় প্রক্ষিণহীন এক ধাত্রীর সহায়তায় সালমা একটি পুত্র সন্তান প্রসব করে। কিন্তু দুঃখজনক হলো সন্তানটি ছিল মৃত।
ক. হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর কতজন লোক মৃত্যুবরণ করছে?
খ. কোন স্থানান্তরের ফলে দেশে মোট জনসংখ্যার কোনো পরিবতন হয় না? ব্যাখ্যা কর।
গ. প্রেক্ষাপট-১ এ পাঠ্যবইয়ের কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর প্রেক্ষাপট-২ এ সালমার মৃত সন্তান প্রসবের ক্ষেত্রে প্রশিক্ষণহীন ধাত্রীই এককভাবে দায়ী? মতামত দাও।

৪. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ঝালকাঠির আসমাদের পরিবারের সদস্যসংখ্য গত বছর ছিল সাত জন। বর্তমানে মাত্র তিনজন। আসমার দাদা মারা গিয়েছেন। বড় ভাই কিছুদিন আগে সিঙ্গাপুরে কাজের উদ্দেশ্যে গমন করেন। বড় বোনের বিয়ে হয়ে গেছে। সে এখন স্বামী নিয়ে ঢাকায় বসবাস করে। আরেক ভাই আরমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র।
ক. জনসংখ্যা হ্রাস-বৃদ্ধির মুখ্য কারণ কোনটি?
খ. বাংলাদেশে নানা সময়ে জনসংখ্যা দ্বিগুণ হতে কত বছর লেগেছে? বর্ণনা কর।
গ. আসমার বড় বোন ও ভাই আরমান কী ধরনের স্থানান্তর করেছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত স্থানান্তরে এলাকার জনসংখ্যার পরিবর্তন ঘটলেও দেশের জনসংখ্যার পরিবর্তন ঘটে না—কারণ বিশ্লেষণ কর।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url