সপ্তম শ্রেণি, বাওবি ষষ্ঠ অধ্যায় (বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা) || Class Seven, BGS Chapter 6 (Election system of Bangladesh)

জ্ঞানমূলক প্রশ্ন:
১. দেশে বর্তমানে কতটি ইউনিয়ন পরিষদ আছে?
উত্তর: দেশে বর্তমানে ৪৫৫৪ টি ইউনিয়ন পরিষদ আছে।

২. গণতন্ত্রের ভিত্তি কী? 
উত্তর :
গণতন্ত্রের ভত্তি হলো নির্বাচন।

৩. প্রতিটি উপজেলা পরিষদে কত জন ভাইস চেয়ারম্যান থাকেন?
উত্তর:
প্রতিটি উপজেলা পরিষদে দুই জন ভাইস চেয়ারম্যান থাকেন।

৪. জেলা পরিষদের কার্যকাল কত বছর? 
উত্তর:
জেলা পরিষদের কার্যকাল পাঁচ বছর।

৫. নির্বাচন কোন ধরনের প্রক্রিয়া? 
উত্তর:
নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া।
সপ্তম শ্রেণি, বাওবি ষষ্ঠ অধ্যায় (বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা)

৬. আধুনিক রাষ্ট্রে কিসের বিকল্প নেই? 
উত্তর:
আধুনিক রাষ্ট্রে নির্বাচনের কোনো বিকল্প নেই।

৭. নির্বাচন কী? 
উত্তর:
নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে দেশের ভোটাধিকারপ্রাপ্ত নাগরিকরা তাদের প্রতিনিধি বাছাই করে।

৮. কিসের মাধ্যমে গণতন্ত্রের প্রাথমিক শর্ত পূরণ হয়? 
উত্তর:
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উপযুক্ত প্রতিনিধি নির্বাচিত করা হলে গণতন্ত্রের প্রাথমিক শর্ত পূরণ হয়।

৯. কোনটি ছাড়া গণতন্ত্র চলতে পারে না? 
উত্তর:
নির্বাচন ছাড়া গণতন্ত্র চলতে পারে না।

১০. কাদেরকে তাদের প্রতিনিধি নির্বাচন করতে হয়? 
উত্তর:
জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করতে হয়।

১১. প্রচলিত শাসনব্যবস্থার মধ্যে কোনটি সর্বোত্তম? 
উত্তর:
প্রচলিত শাসনব্যবস্থার মধ্যে গণতন্ত্রই সর্বোত্তম।

১২. গণতন্ত্রের অর্থ কী? 
উত্তর:
গণতন্ত্রের অর্থ হলো জনগণের শাসন।

১৩.গণতন্ত্রের মূলকথা কী? 
উত্তর:
গণতন্ত্রের মূলকথা হলো নাগরিক বা জনসাধারণের মতামতে সিদ্ধান্ত গ্রহণ।

১৪. বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যরা কোন পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকেন? 
উত্তর:
বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যরা প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকেন।

১৫. প্রত্যক্ষ নির্বাচন কী? 
উত্তর:
নাগরিকরা যখন সরাসরি ভোটে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলা হয়

১৬. প্রতিটি ইউনিয়ন পরিষদে মোট কতজন সদস্য থাকে? 
উত্তর:
প্রতিটি ইউনিয়ন পরিষদে মোট ১৩ জন সদস্য থাকে।

১৭. প্রতিটি ইউনিয়ন পরিষদে মহিলা সদস্য সংখ্যা কত জন? 
উত্তর:
প্রতিটি ইউনিয়ন পরিষদে মহিলা সদস্য সংখ্যা ৩ জন।

১৮. ইউনিয়ন পরিষদের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? 
উত্তর: ইউনিয়ন পরিষদের সদস্যরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

১৯. বর্তমানে দেশে কতটি উপজেলা আছে? 
উত্তর:
বর্তমানে দেশে ৪৯২ টি উপজেলা আছে।

২০. পৌরসভা কী? 
উত্তর:
পৌরসভা হলো শহরভিত্তিক সরকার কাঠামো।

২১. দেশে বর্তমানে কতটি পৌরসভা আছে? 
উত্তর:
দেশে বর্তমানে ৩২৭ টি পৌরসভা আছে।

২২. পৌরসভার সদস্যরা কয় বছরের জন্য নির্বাচিত হন? 
উত্তর: পৌরসভার সদস্যরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

২৩. বাংলাদেশে বর্তমানে কতটি সিটি কর্পোরেশন আছে? 
উত্তর:
বাংলাদেশে বর্তমানে ১২ টি সিটি কর্পোরেশন আছে।

২৪. প্রতিটি সিটি কর্পোরেশন কীসে বিভক্ত থাকে? 
উত্তর:
প্রতিটি সিটি কর্পোরেশন কয়েকটি ওয়ার্ডে বিভক্ত থাকে।

২৫. সিটি কর্পোরেশনের প্রধান কে? 
উত্তর:
সিটি কর্পোরেশনের প্রধান হলেন মেয়র।

২৬. প্রতিনিধি নির্বাচনের উত্তম উপায় কোনটি?
উত্তর:
প্রতিনিধি নির্বাচনের উত্তম উপায় ভোট গ্রহণ।

২৭. রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? 
উত্তর:
রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

২৮. বাংলাদেশে পার্বত্য জেলা কয়টি? 
উত্তর:
বাংলাদেশে পার্বত্য জেলা তিনটি।

২৯. নির্বাচন কমিশনের একটি অন্যতম কাজ কী? 
উত্তর:
নির্বাচন কমিশনের একটি অন্যতম কাজ হলো ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদ করা।

৩০. একজন নির্বাচন কমিশনারের কাজ কী?
উত্তর:
একজন নির্বাচন কমিশনারের কাজ হলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রকার নির্বাচন পরিচালনা করা।

৩১. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত কোনটি? 
উত্তর:
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো স্বাভাবিক ও শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি।

৩২. নির্বাচন কমিশন কাকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করে? 
উত্তর:
ভোট গণনায় সবচেয়ে বেশি সংখ্যক ভোটপ্রাপ্ত ব্যক্তিকে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করে।

৩৩. নির্বাচনি এলাকা কাকে বলে? 
উত্তর:
প্রতিনিধি নির্বাচনের জন্য পুরো দেশকে কয়েকটি নির্দিষ্ট এলাকায় বিভক্ত করা হয়। এরূপ প্রতিটি নির্দিষ্ট এলাকাকে এক একটি নির্বাচনি এলাকা বলা হয়।

৩৪. বাংলাদেশের জাতীয় নির্বাচনে পুরো দেশকে কয়টি নির্বাচনি এলাকায় বিভক্ত করা হয়? 
উত্তর:
বাংলাদেশের জাতীয় নির্বাচনে পুরো দেশকে ৩০০ টি নির্বাচনি এলাকায় বিভক্ত করা হয়।


বহুনির্বাচনি প্রশ্ন:
১. পরিবার কীভাবে সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখে?
ক. অর্থনৈতিক চাহিদা পূরণের মাধ্যমে
খ. সামাজিক রীতি-নীতি পালনের মাধ্যমে
গ. মানবজাতির বিকাশের মাধ্যমে
ঘ. ধর্মীয় রীতি-নীতি পালনের মাধ্যমে
২. রহিম স্ত্রী ও সন্তান নিয়ে শহরে বসবাস করে। তার পরিবারটি কোন ধরনের পরিবার?
ক. একক পরিবার               খ. যৌথ পরিবার
গ. বর্ধিত পরিবার                ঘ. দলগত পরিবার
৩. বাংলাদেশের শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি হওয়ার কারণ-
i. উন্নত জীবনমান
ii. পেশাগত পরিবর্তন
iii. জীবন ধারণের জন্য খরচ কম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii            খ. i ও iii
গ. ii ও iii           ঘ. i, ii ও iii
৪. পরিবার হলো-
i. কয়েকজন ব্যক্তির সমষ্টিগত বসবাস
ii. চিরস্থায়ী সামাজিক সংগঠন
iii. বংশ রক্ষার কেন্দ্রস্থল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii              খ. i ও iii
গ. ii ও iii             ঘ. i, ii ও iii
৫. পরিবারের ভূমিকা রয়েছে-
i. মানবজাতির বিকাশে
ii. সমাজের অগ্রগতি সাধনে
iii. বিশৃঙ্খলা সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii             খ. i ও iii
গ. ii ও iii            ঘ. i, ii ও iii
৬. পরিবারের সদস্যদের মধ্যে থাকে-
i. স্নেহ, মায়া-মমতার সম্পর্ক
ii. ভালোবাসা এবং আবেগীয় সম্পর্ক
iii. বৈরী সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii               খ. i ও iii
গ. ii ও iii             ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
তারানা ও দীপা সহপাঠী। তারানা তার বাবা-মায়ের সাথে থাকে। আর দীপা তার বাবা-মা, ভাই-বোন ও দাদা-দাদির সাথে থাকে।
৭. উদ্দীপকে তারানার পরিবার কী ধরনের পরিবার?
ক. একক          খ. যৌথ
গ. সুখী             ঘ. বর্ধিত
৮. দীপার পরিবারটি কোন ধরনের পরিবারের অন্তর্ভুক্ত?
ক. একক            খ. যৌথ
গ. ক্ষুদ্র               ঘ. পিতৃপ্রধান
নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
শান্তাদের পরিবারের যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার দাদার সিদ্ধান্তই চূড়ান্ত। তাদের পরিবারের পারস্পরিক সম্প্রীতি অত্যন্ত দৃঢ়।
৯. শান্তাদের পরিবারটি কোন ধরনের?
ক. একক পরিবার                 খ. যৌথ পরিবার
গ. পরিবর্তনশীল পরিবার         ঘ. সামাজিক পরিবার
১০. শান্তাদের পরিবারটি যৌথ পরিবার হওয়ার কারণ-
i. প্রধান কর্তা দাদা
ii. সকলের সম্মিলিত বসবাস
iii. পারস্পরিক ফয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii                 খ. i ও iii
গ. ii ও iii               ঘ. i, ii ও iii
১১. বাংলাদেশের অধিকাংশ লোক কোথায় বাস করে?
ক. গ্রামে                     খ. শহরে
গ. নদী তীরবর্তী স্থানে      ঘ. উপকূলীয় অঞ্চলে
১২. গ্রামের অধিকাংশ লোক কিসের উপর নির্ভরশীল?
ক. কৃষিকাজ              খ. ব্যবসায়
গ. চাকরি                  ঘ. সরকারি প্রতিষ্ঠান
১৩. সামাজিকীকরণ বলতে কোনটিকে বোঝায়?
ক. সামাজিক মানুষ হিসেবে গড়ে ওঠা
খ. সামাজিক পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো
গ. সামাজিক কার্য-কারণে ভূমিকা রাখা
ঘ. সমাজের নিয়ম-নীতি অমান্য করা
১৪. কোন ধরনের পরিবারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বামীরা স্ত্রীর মতামতের উপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন?
ক. নিম্নবিত্ত পরিবারে              খ. শহরের শিক্ষিত পরিবারে
গ. যৌথ পরিবারে                  ঘ. বর্ধিত ও অনু পরিবারে
১৫. ধরন পরিবর্তন হয়ে যে পরিবার সৃষ্টি হয় সে পরিবারকে কোন ধরনের পরিবার বলে?
ক. বর্ধিত পরিবার               খ. একক পরিবার
গ. যৌথ পরিবার                ঘ. পরিবর্তনশীল পরিবার
১৬. গ্রামীণ যৌথ পরিবার ভেঙে কোন পরিবারের সৃষ্টি হয়?
ক. বর্ধিত পরিবার                   খ. একক পরিবার
গ. পিতৃতান্ত্রিক পরিবার             ঘ. মাতৃতান্ত্রিক পরিবার
১৭. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে কোন প্রক্রিয়া?
ক. সামাজিকীকরণ               খ. খাদ্যাভ্যাস
গ. সাংস্কৃতিক                      ঘ. সহনশীলতা
১৮. গ্রামের অধিকাংশ লোকের পেশা কী?
ক. চাকরি                  খ. ব্যবসা
গ. কৃষিকাজ               ঘ. মৎস্য আহরণ
১৯. গ্রামীণ সমাজে কোন ধরনের পরিবারের সংখ্যা বেশি?
ক. একক পরিবার                    খ. যৌথ পরিবার
গ. পরিবর্তনশীল পরিবার            ঘ. সামাজিক পরিবার
২০. গ্রামীণ সমাজের যৌথ পরিবারে ভাঙন দেখা দিয়েছে কেন?
ক. পেশাগত পরিবর্তন           খ. বাল্য বিবাহের আধিক্য
গ. বিবাহ বিচ্ছেদ                 ঘ. পারিবারিক কলহ
২১. বাংলাদেশের গ্রামীণ সমাজে পরিবারের ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?
ক. মায়ের                 খ. পিতার
গ. দাদার                  ঘ. বড় ছেলের
২২. মা-বাবা, চাচা-চাচি, দাদা-দাদি মিলে কোন পরিবার গঠিত হয়?
ক. একক পরিবার                খ. যৌথ পরিবার
গ. সামাজিক পরিবার             ঘ. পরিবর্তনশীল পরিবার
২৩. শিশুর প্রাথমিক শিক্ষা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
ক. সমাজ                  খ. রাষ্ট্র
গ. বিদ্যালয়                ঘ. পরিবার
২৪. শিশুদের মধ্যে প্রকৃত ধর্মীয় মূল্যবোধ তৈরি হচ্ছে না কেন?
ক. একক পরিবার গঠনের কারণে
খ. পারস্পরিক সম্প্রীতির অভাবে
গ. যৌথ পরিবার গঠনের কারণে
ঘ. পরিবর্তনশীল পরিবার গঠন না হওয়ার কারণে
২৫. কোন পরিবারের সন্তানদের, বেবি হোমে রেখে লালনপালন করার প্রবণতা বেশি?
ক. যৌথ পরিবারের               খ. একক পরিবারের
গ. ধনী পরিবারের                 ঘ. গরিব পরিবারের
২৬. সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?
ক. পরিবার               খ. বিদ্যালয়
গ. সমাজ                 ঘ. রাষ্ট্র
২৭. কাদের মাধ্যমে শিশু শিক্ষা জগতে প্রবেশ করে?
ক. দাদা-দাদি              খ. চাচা-চাচি
গ. ফুফা-ফুফু               ঘ. বাবা-মা
২৮. শহুরে পরিবারগুলো ক্ষুদ্রাকার হয় কেন?
ক. সীমিত আয়ের কারণে                 খ. ব্যক্তি-স্বাতন্ত্র্যবোধের জন্য
গ. ভোগবাদী মানসিকতার ফলে          ঘ. শিক্ষা প্রসারের ফলে
২৯. পরিবারকে শিশুর গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান বলা হয় কেন?
ক. পরিবার থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে বলে
খ. পরিবারে শিশু জন্মগ্রহণ করে বলে
গ. পরিবার শিশুকে বিদ্যালয়ে পাঠায় বলে
ঘ. পরিবার শিশুর ভরণ-পোষণের দায়িত্ব গ্রহণ করে বলে
৩০. কোথায় শিশুর পারস্পরিক আচার-আচরণিক সম্পর্ক গড়ে ওঠে?
ক. একক পরিবারে                 খ. যৌথ পরিবারে
গ. বর্ধিত পরিবারে                  ঘ. দলগত পরিবারে

অনুধাবন মূলক প্রশ্ন:
১. গণভোট বলতে কী বোঝ?
উত্তর: দেশের কোনো গুরুত্বপূর্ণ বা নীতিনির্ধারণী বিষয়ে সরাসরি জনগণের মতামত গ্রহণ বা যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তাকে গণভোট বলে। এ নির্বাচনের নির্দিষ্ট সময় বা মেয়াদ নেই। প্রয়োজনকে সামনে রেখে যেকোনো সময় গণভোট অনুষ্ঠিত হতে পারে।

২। উপনির্বাচন কী? ব্যাখ্যা কর।
উত্তর:
নির্বাচিত সংসদ সদস্য দ্বারা সরকার গঠিত হয়। এ নির্বাচিত সংসদ সদস্যদের কেউ যদি মারা যান বা পদত্যাগ করেন তাহলে সংসদের আসনটি শূন্য হয়ে যায়। এমতাবস্থায় উক্ত আসনটির জন্য পুনরায় যে নির্বাচন করা হয় তাকে উপনির্বাচন বলে। যেমন- বাংলাদেশ জাতীয় সংসদে ৩০০ টি আসনের সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। কোনো কারণে এ আসনগুলোর মধ্যে কোনো আসন শূন্য হয়ে গেলে, সেটি পূরণ করার জন্য নির্বাচনের প্রয়োজন হয়। অর্থাৎ নির্বাচনের মাধ্যমে উত্ত আসনটির সদস্য নির্বাচিত করা হয় । আর এটাই হলো উপনির্বাচন।


৩. সিটি কর্পোরেশন বলতে কী বোঝ? 
উত্তর:
বাংলাদেশের কয়েকটি প্রধান শহরকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন গড়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশে ১১ টি সিটি কর্পোরেশন আছে। এগুলো হলো— ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী , খুলনা, বরিশাল, রংপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও সিলেট। সিটি কর্পোরেশনের প্রধান হলেন মেয়র। প্রতিটি সিটি কর্পোরেশন কয়েকটি ওয়ার্ডে বিভক্ত থাকে। প্রতিটি ওয়ার্ডের জন্য একজন কাউন্সিলর থাকেন। মেয়র ও কাউন্সিলরগণ সবাই সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের প্রত্যক্ষ ভোটে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

৪. নির্বাচন বলতে কী বোঝায়? 
উত্তর:
সাধারণ অর্থে নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি, যার মাধ্যমে দেশের ভোটাধিকারপ্রাপ্ত নাগরিকেরা তাদের প্রতিনিধি বাছাই করে। অন্যভাবে বলা যায়, নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া। যে প্রক্রিয়ার মাধ্যমে সরকারের সার্বিক সহযোগিতায় ভোটাধিকারপ্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে রাষ্ট্রের শাসনকাজ পরিচালনার জন্য প্রার্থী বা প্রতিনিধি বাছাই করে।

৫। 'নির্বাচনই হলো গণতন্ত্রের ভিত্তি’- ব্যাখ্যা কর। 
উত্তর: সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক শাসন পদ্ধতির অন্যতম শর্ত। গণতান্ত্রিক শাসনব্যবস্থার মূলভিত্তি হলো নির্বাচন। গণতন্ত্রের মূলকথা হলো রাষ্ট্রীয় কার্যাবলি পরিচালনার জন্য জনসাধারণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। আর জনমত প্রকাশের প্রধান ও বিধিসম্মত প্রক্রিয়া হলো নির্বাচন। সুতরাং নির্বাচন ছাড়া গণতন্ত্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। এজন্যই নির্বাচনকে গণতন্ত্রের ভিত্তি বলা হয়।

৬. উপনির্বাচন কেন অনুষ্ঠিত হয়? 
উত্তর: শূন্য আসনে নতুন সদস্য বা জনপ্রতিনিধি নির্বাচন করার জন্যই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো আসনের নির্বচিত সদস্য মেয়াদ পূর্তির পূর্বেই মারা গেলে, পদত্যাগ করলে কিংবা অন্য কোনো কারণে আসন শূন্য হলে উক্ত আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠান করে নতুন সদস্য বা জনপ্রিতিনিধি নির্বাচন করা হয়। উপনির্বাচন জাতীয় এবং স্থানীয় উভয় পর্যায়ে হতে পারে।

৭. জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করতে হয় কেন? 
উত্তর: আজকের দিনে একটি দেশের বা শহরের সকল মানুষ একত্রে মিলিত হয়ে আইন প্রণয়ন বা দেশ শাসন করবে- এটা সম্ভব নয়। তাই জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করতে হয়। প্রতিনিধিরাই তাদের হয়ে শাসন পরিচালনা করেন।

৮. নির্বাচন কমিশনের গঠন ব্যাখ্যা কর। 
উত্তর: যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে তাকে বলা হয় নির্বাচন কমিশন। বাংলাদেশেও এরকম একটি কমিশন আছে। রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন প্রধান নির্বাচন কমিশনার ও কয়েকজন কমিশনার নিয়ে এটি গঠিত । তাদের মেয়াদ কর্মে যোগদানের দিন থেকে পাঁচ বছর।

সৃজনশীল প্রশ্ন:
১. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
২৩শে সেপ্টেম্বর ২০১১ এর দৈনিক পত্রিকায় একটি খবর দেখে জারিফ চমকে উঠে। বিশ্বব্যাপী এক ধরনের গ্যাসের অধিক হারে নিঃসরণের জন্য জলবায়ুর ব্যাপক পরিবর্তন হচ্ছে। ফলে বাংলাদেশ ও মালদ্বীপের মতো সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতার দেশগুলো আজ হুমকির মুখে পড়েছে। এই বিপর্যয়ের জন্য জারিফ মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডকে দায়ী করে এক ধরনের উৎকণ্ঠা অনুভব করে।
ক. বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত?
খ. বাংলাদেশের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বাংলাদেশ কী ধরনের হুমকির মুখোমুখি- ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিপর্যয়ের জন্য মানবসৃষ্ট কর্মকাণ্ডই দায়ী—তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

২. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
আরিক টেলিভিশনে ‘বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ’ সংক্রান্ত একটি প্রতিবেদন দেখছিল। প্রতিবেদনের প্রথম অংশে দেখানো হয় কীভাবে উত্তরাঞ্চলের একটি গ্রামে প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষিজমিগুলো শুকিয়ে যাচ্ছে। প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখানো হয় উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ কীভাবে জনজীবন ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। ঐ অঞ্চলে অবস্থানগত কারণে প্রায়শই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করে।
ক. প্রচণ্ড গতিসম্পন্ন ঘূর্ণিঝড়কে কী বলে?
খ. কালবৈশাখী কী? বুঝিয়ে লেখ।
গ. প্রতিবেদনের দ্বিতীয় অংশে দেখানো দুর্যোগ ঘটার কারণ ব্যাখ্যা কর।
ঘ. প্রতিবেদনের প্রথম অংশে দেখানো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়—ব্যাখ্যা কর।

৩. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
লতিকা এবং রায়হান দুই বন্ধু। লতিকাদের বাড়ি শ্রীমঙ্গলে। এবার শীতের ছুটিতে রায়হান তাদের বাড়িতে বেড়াতে যেতে চাইল। কিন্তু লতিকা রাজি হলো না। সে বলল, এখন আমাদের ওখানে প্রচ- শীত। গিয়ে ভালো লাগবে না। আমরা এক অদ্ভুত জায়গায় বসবাস করছি। শীতে প্রচণ্ড শীত। সারা বছরই বৃষ্টি হয়। রায়হান লতিকার কথা শুনে বলল, আক্ষেপ করার কিছুই নেই। সব এলাকাতেই প্রকৃতিজনিত কিছু সুবিধা-অসুবিধা রয়েছে। এটা আমাদের মেনে নিতে হবে। এলাকাভিত্তিক পার্থক্য থাকলেও বাংলাদেশে কিন্তু শীত বা গরম কোনোটিই বেশি নয়।
ক. বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় কখন?
খ. বাংলাদেশে শীত বা গরম বেশি না হওয়ার কারণ কী?
গ. লতিকা এবং রায়হানের কথায় বাংলাদেশের কোন বিষয়টির প্রকৃতি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে রায়হানের আলোচিত বিষয়টিকে সমভাবাপন্ন বলা যায় কি? বিশ্লেষণ কর।

৪. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ঘটনা-১: মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর একটি। দেশটি জ্বালানি হিসেবে প্রচুর জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে এবং গাছগাছালি থেকে কাঠ আহরণ করে।
ঘটনা-২: নিশীথ সূর্যের দেশ হলো নরওয়ে। পরিবেশবান্ধব দেশটি জ্বালানি ব্যবহারে যথেষ্ট সচেতন এবং সহজে জৈব জ্বালানি ব্যবহার করে না।
ক. বন্যা কী?
খ. পৃথিবীতে জলবায়ু পরিবর্তন হয় কীভাবে?
গ. গ্রিনহাউস গ্যাস বৃদ্ধিতে ঘটনা-১ ও ঘটনা-২ এ বর্ণিত দেশ দুটির মধ্যে কোন দেশটি অধিক দায়ী? ব্যাখ্যা কর।
ঘ. বিশ্বের প্রতিটি দেশের ঘটনা-২ এ বর্ণিত দেশটির নীতি অনুসরণ করা উচিত-জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে মন্তব্যটি বিশ্লেষণ কর।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url