সপ্তম শ্রেণি, বাওবি ষষ্ঠ অধ্যায় (বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা) || Class Seven, BGS Chapter 6 (Election system of Bangladesh)

জ্ঞানমূলক প্রশ্ন:
১. দেশে বর্তমানে কতটি ইউনিয়ন পরিষদ আছে?
উত্তর: দেশে বর্তমানে ৪৫৫৪ টি ইউনিয়ন পরিষদ আছে।

২। গণতন্ত্রের ভিত্তি কী? 
উত্তর :
গণতন্ত্রের ভত্তি হলো নির্বাচন।

৩। প্রতিটি উপজেলা পরিষদে কত জন ভাইস চেয়ারম্যান থাকেন?
উত্তর:
প্রতিটি উপজেলা পরিষদে দুই জন ভাইস চেয়ারম্যান থাকেন।

৪. জেলা পরিষদের কার্যকাল কত বছর? 
উত্তর:
জেলা পরিষদের কার্যকাল পাঁচ বছর।

৫। নির্বাচন কোন ধরনের প্রক্রিয়া? 
উত্তর:
নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া।

৬. আধুনিক রাষ্ট্রে কিসের বিকল্প নেই? 
উত্তর:
আধুনিক রাষ্ট্রে নির্বাচনের কোনো বিকল্প নেই।

৭. নির্বাচন কী? 
উত্তর:
নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে দেশের ভোটাধিকারপ্রাপ্ত নাগরিকরা তাদের প্রতিনিধি বাছাই করে।

৮. কিসের মাধ্যমে গণতন্ত্রের প্রাথমিক শর্ত পূরণ হয়? 
উত্তর:
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উপযুক্ত প্রতিনিধি নির্বাচিত করা হলে গণতন্ত্রের প্রাথমিক শর্ত পূরণ হয়।

৯। কোনটি ছাড়া গণতন্ত্র চলতে পারে না? 
উত্তর:
নির্বাচন ছাড়া গণতন্ত্র চলতে পারে না।

১০. কাদেরকে তাদের প্রতিনিধি নির্বাচন করতে হয়? 
উত্তর:
জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করতে হয়।

১১. প্রচলিত শাসনব্যবস্থার মধ্যে কোনটি সর্বোত্তম? 
উত্তর:
প্রচলিত শাসনব্যবস্থার মধ্যে গণতন্ত্রই সর্বোত্তম।

১২. গণতন্ত্রের অর্থ কী? 
উত্তর:
গণতন্ত্রের অর্থ হলো জনগণের শাসন।

১৩.গণতন্ত্রের মূলকথা কী? 
উত্তর:
গণতন্ত্রের মূলকথা হলো নাগরিক বা জনসাধারণের মতামতে সিদ্ধান্ত গ্রহণ।

১৪. বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যরা কোন পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকেন? 
উত্তর:
বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যরা প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকেন।

১৫. প্রত্যক্ষ নির্বাচন কী? 
উত্তর:
নাগরিকরা যখন সরাসরি ভোটে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলা হয়

১৬. প্রতিটি ইউনিয়ন পরিষদে মোট কতজন সদস্য থাকে? 
উত্তর:
প্রতিটি ইউনিয়ন পরিষদে মোট ১৩ জন সদস্য থাকে।

১৭. প্রতিটি ইউনিয়ন পরিষদে মহিলা সদস্য সংখ্যা কত জন? 
উত্তর:
প্রতিটি ইউনিয়ন পরিষদে মহিলা সদস্য সংখ্যা ৩ জন।

১৮. ইউনিয়ন পরিষদের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? 
উত্তর: ইউনিয়ন পরিষদের সদস্যরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

১৯. বর্তমানে দেশে কতটি উপজেলা আছে? 
উত্তর:
বর্তমানে দেশে ৪৯২ টি উপজেলা আছে।

২০. পৌরসভা কী? 
উত্তর:
পৌরসভা হলো শহরভিত্তিক সরকার কাঠামো।

২১. দেশে বর্তমানে কতটি পৌরসভা আছে? 
উত্তর:
দেশে বর্তমানে ৩২৭ টি পৌরসভা আছে।

২২. পৌরসভার সদস্যরা কয় বছরের জন্য নির্বাচিত হন? 
উত্তর: পৌরসভার সদস্যরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

২৩. বাংলাদেশে বর্তমানে কতটি সিটি কর্পোরেশন আছে? 
উত্তর:
বাংলাদেশে বর্তমানে ১২ টি সিটি কর্পোরেশন আছে।

২৪. প্রতিটি সিটি কর্পোরেশন কীসে বিভক্ত থাকে? 
উত্তর:
প্রতিটি সিটি কর্পোরেশন কয়েকটি ওয়ার্ডে বিভক্ত থাকে।

২৫. সিটি কর্পোরেশনের প্রধান কে? 
উত্তর:
সিটি কর্পোরেশনের প্রধান হলেন মেয়র।

২৬. প্রতিনিধি নির্বাচনের উত্তম উপায় কোনটি?
উত্তর:
প্রতিনিধি নির্বাচনের উত্তম উপায় ভোট গ্রহণ।

২৭. রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? 
উত্তর:
রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

২৮. বাংলাদেশে পার্বত্য জেলা কয়টি? 
উত্তর:
বাংলাদেশে পার্বত্য জেলা তিনটি।

২৯. নির্বাচন কমিশনের একটি অন্যতম কাজ কী? 
উত্তর:
নির্বাচন কমিশনের একটি অন্যতম কাজ হলো ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদ করা।

৩০. একজন নির্বাচন কমিশনারের কাজ কী?
উত্তর:
একজন নির্বাচন কমিশনারের কাজ হলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রকার নির্বাচন পরিচালনা করা।

৩১. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত কোনটি? 
উত্তর:
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো স্বাভাবিক ও শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি।

৩২। নির্বাচন কমিশন কাকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করে? 
উত্তর:
ভোট গণনায় সবচেয়ে বেশি সংখ্যক ভোটপ্রাপ্ত ব্যক্তিকে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করে।

৩৩. নির্বাচনি এলাকা কাকে বলে? 
উত্তর:
প্রতিনিধি নির্বাচনের জন্য পুরো দেশকে কয়েকটি নির্দিষ্ট এলাকায় বিভক্ত করা হয়। এরূপ প্রতিটি নির্দিষ্ট এলাকাকে এক একটি নির্বাচনি এলাকা বলা হয়।

৩৪. বাংলাদেশের জাতীয় নির্বাচনে পুরো দেশকে কয়টি নির্বাচনি এলাকায় বিভক্ত করা হয়? 
উত্তর:
বাংলাদেশের জাতীয় নির্বাচনে পুরো দেশকে ৩০০ টি নির্বাচনি এলাকায় বিভক্ত করা হয়।

অনুধাবন মূলক প্রশ্ন:
১. গণভোট বলতে কী বোঝ?
উত্তর: দেশের কোনো গুরুত্বপূর্ণ বা নীতিনির্ধারণী বিষয়ে সরাসরি জনগণের মতামত গ্রহণ বা যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তাকে গণভোট বলে। এ নির্বাচনের নির্দিষ্ট সময় বা মেয়াদ নেই। প্রয়োজনকে সামনে রেখে যেকোনো সময় গণভোট অনুষ্ঠিত হতে পারে।

২। উপনির্বাচন কী? ব্যাখ্যা কর।
উত্তর:
নির্বাচিত সংসদ সদস্য দ্বারা সরকার গঠিত হয়। এ নির্বাচিত সংসদ সদস্যদের কেউ যদি মারা যান বা পদত্যাগ করেন তাহলে সংসদের আসনটি শূন্য হয়ে যায়। এমতাবস্থায় উক্ত আসনটির জন্য পুনরায় যে নির্বাচন করা হয় তাকে উপনির্বাচন বলে। যেমন- বাংলাদেশ জাতীয় সংসদে ৩০০ টি আসনের সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। কোনো কারণে এ আসনগুলোর মধ্যে কোনো আসন শূন্য হয়ে গেলে, সেটি পূরণ করার জন্য নির্বাচনের প্রয়োজন হয়। অর্থাৎ নির্বাচনের মাধ্যমে উত্ত আসনটির সদস্য নির্বাচিত করা হয় । আর এটাই হলো উপনির্বাচন।


৩. সিটি কর্পোরেশন বলতে কী বোঝ? 
উত্তর:
বাংলাদেশের কয়েকটি প্রধান শহরকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন গড়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশে ১১ টি সিটি কর্পোরেশন আছে। এগুলো হলো— ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী , খুলনা, বরিশাল, রংপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও সিলেট। সিটি কর্পোরেশনের প্রধান হলেন মেয়র। প্রতিটি সিটি কর্পোরেশন কয়েকটি ওয়ার্ডে বিভক্ত থাকে। প্রতিটি ওয়ার্ডের জন্য একজন কাউন্সিলর থাকেন। মেয়র ও কাউন্সিলরগণ সবাই সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের প্রত্যক্ষ ভোটে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

৪. নির্বাচন বলতে কী বোঝায়? 
উত্তর:
সাধারণ অর্থে নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি, যার মাধ্যমে দেশের ভোটাধিকারপ্রাপ্ত নাগরিকেরা তাদের প্রতিনিধি বাছাই করে। অন্যভাবে বলা যায়, নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া। যে প্রক্রিয়ার মাধ্যমে সরকারের সার্বিক সহযোগিতায় ভোটাধিকারপ্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে রাষ্ট্রের শাসনকাজ পরিচালনার জন্য প্রার্থী বা প্রতিনিধি বাছাই করে।

৫। 'নির্বাচনই হলো গণতন্ত্রের ভিত্তি’- ব্যাখ্যা কর। 
উত্তর: সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক শাসন পদ্ধতির অন্যতম শর্ত। গণতান্ত্রিক শাসনব্যবস্থার মূলভিত্তি হলো নির্বাচন। গণতন্ত্রের মূলকথা হলো রাষ্ট্রীয় কার্যাবলি পরিচালনার জন্য জনসাধারণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। আর জনমত প্রকাশের প্রধান ও বিধিসম্মত প্রক্রিয়া হলো নির্বাচন। সুতরাং নির্বাচন ছাড়া গণতন্ত্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। এজন্যই নির্বাচনকে গণতন্ত্রের ভিত্তি বলা হয়।

৬. উপনির্বাচন কেন অনুষ্ঠিত হয়? 
উত্তর: শূন্য আসনে নতুন সদস্য বা জনপ্রতিনিধি নির্বাচন করার জন্যই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো আসনের নির্বচিত সদস্য মেয়াদ পূর্তির পূর্বেই মারা গেলে, পদত্যাগ করলে কিংবা অন্য কোনো কারণে আসন শূন্য হলে উক্ত আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠান করে নতুন সদস্য বা জনপ্রিতিনিধি নির্বাচন করা হয়। উপনির্বাচন জাতীয় এবং স্থানীয় উভয় পর্যায়ে হতে পারে।

৭. জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করতে হয় কেন? 
উত্তর: আজকের দিনে একটি দেশের বা শহরের সকল মানুষ একত্রে মিলিত হয়ে আইন প্রণয়ন বা দেশ শাসন করবে- এটা সম্ভব নয়। তাই জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করতে হয়। প্রতিনিধিরাই তাদের হয়ে শাসন পরিচালনা করেন।

৮. নির্বাচন কমিশনের গঠন ব্যাখ্যা কর। 
উত্তর: যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে তাকে বলা হয় নির্বাচন কমিশন। বাংলাদেশেও এরকম একটি কমিশন আছে। রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন প্রধান নির্বাচন কমিশনার ও কয়েকজন কমিশনার নিয়ে এটি গঠিত । তাদের মেয়াদ কর্মে যোগদানের দিন থেকে পাঁচ বছর।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url