সপ্তম শ্রেণি, বাওবি চতুর্থ অধ্যায় (বাংলাদেশের অর্থনীতি) || Class Seven, BGS Chapter 4 (Economy of Bangladesh)
জ্ঞানমূলক প্রশ্ন:
১. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কী?
উত্তর: কৃষি।
২. অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ কী?
উত্তর: অনির্ধারিত মজুরি ও সরকার কর্তৃক নিয়ন্ত্রণহীন অর্থনৈতিক মূল্যবান কাজ হলো অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ।
উত্তর: অনির্ধারিত মজুরি ও সরকার কর্তৃক নিয়ন্ত্রণহীন অর্থনৈতিক মূল্যবান কাজ হলো অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ।
৩. বাংলাদেশের শহরগুলোতে বেশির ভাগ মানুষ কেমন প্রকৃতির?
উত্তর: ভাসমান , অস্থায়ী অথবা স্বল্প আয়ের।
উত্তর: ভাসমান , অস্থায়ী অথবা স্বল্প আয়ের।
৪. দেড় কোটি টাকার কম মূলধনের শিল্পপ্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান।
উত্তর: ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান।
৫. পৃথিবী এখন কী কারণে দ্রুত এগিয়ে যাচ্ছে?
উত্তর: উন্নত প্রযুক্তির কারণে পৃথিবী এখন দ্রুত এগিয়ে যাচ্ছে।
উত্তর: উন্নত প্রযুক্তির কারণে পৃথিবী এখন দ্রুত এগিয়ে যাচ্ছে।
৬. আমাদের দেশে স্বাধীনতা-পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের কী গড়ে উঠতে থাকে?
উত্তর: শিল্পপ্রতিষ্ঠান।
উত্তর: শিল্পপ্রতিষ্ঠান।
৭. জাতীয় জীবনে কোনটির ব্যবহার এখন প্রধান হয়ে উঠেছে?
উত্তর: শিল্পের ব্যবহার।
উত্তর: শিল্পের ব্যবহার।
৮. বাংলাদেশের বৃহৎ রপ্তানি পণ্য বাজার রয়েছে কোন দেশে?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে।
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে।
বহুনির্বাচনি প্রশ্ন:
১. বাংলাদেশে কোন সম্পদটি বেশি রয়েছে?
ক. মৎস্যসম্পদ খ. জনসম্পদ
গ. বনজসম্পদ ঘ. পানিসম্পদ
২. বাংলাদেশ শিল্পসমৃদ্ধ দেশ হলে যা ঘটবে তা হলো-
ক. দারিদ্র্য হ্রাস ও বেকার সমস্যার সমাধান
খ. মজুরি বৃদ্ধি ও বিনিয়োগ সমস্যার প্রকটতা বৃদ্ধি
গ. মূল্যহ্রাস ও ক্রেতা সমস্যার সমাধান
ঘ. দ্রব্যের পরিমাণ হ্রাস ও দারিদ্র্য হ্রাস
৩. বর্তমানে গার্মেন্টস শিল্পকে বাংলাদেশের মুদ্রা শিল্প বলা হয় কেন?
ক. পোশাক রপ্তানি থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার জন্য
খ. শিল্প একটি স্থির খাত হওয়ার জন্য
গ. বাংলার মানুষের পোশাকের চাহিদা মেটানোর জন্য
ঘ. অধিক কর্মসংস্থান সৃষ্টির জন্য
৪. পাট শিল্প কী ধরনের শিল্প?
ক. ক্ষুদ্র খ. বৃহৎ
গ. মাঝারি ঘ. ছোট
৫. সার শিল্পকে বৃহৎ শিল্প বলা হয় কেন?
ক. এখানে প্রচুর মূলধন দরকার হয় বলে
খ. দেশে সারের ব্যাপক চাহিদা বলে
গ. কম প্রকৌশলী লাগে বলে
ঘ. কয়েকজন ব্যবস্থাপকের প্রয়োজন হয় বলে
৬. দেশে অনেক ধরনের ক্ষুদ্র শিল্প রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-
i. চালকল
ii. প্লাস্টিক কারখানা
iii. সিরামিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. শিল্প খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করেছে-
i. বন্দর ও পরিবহন সুবিধা বৃদ্ধি
ii. গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি
iii. ওয়ান স্টোপ সেবা চালু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. আব্দুল করিম তার নিজস্ব এলাকায় গড়ে তুলতে আগ্রহী। উক্ত শিল্পটি করিমের প্রয়োজন-একটি পাট শিল্প কারখানা স্থাপন করার জন্য আব্দুল
i. প্রচুর মূলধন
ii. দক্ষ শ্রমিক ও কারিগর
iii. প্রকৌশলী ও বিশেষজ্ঞ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯. বৃহৎ শিল্প হলো-
i. পাট
ii. রেল
iii. সিরামিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. নিজের জমিতে কাজ বলতে বোঝায়-
i. আনুষ্ঠানিক কাজ
ii. অনানুষ্ঠানিক কাজ
iii. প্রথাগত কাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১১. বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কুটির শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এটি-
i. দেশের বৃহৎ জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করে
ii. আমদানি খাতের উপর নির্ভরতা হ্রাস করে
iii. দেশকে স্বনির্ভরতা অর্জনে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১২. জাতীয় অর্থনীতিতে বৃহৎ শিল্পের গুরুত্ব অত্যধিক। কারণ এটি-
i. দেশের অর্থনৈতিক মেরুদন্ড হিসেবে কাজ করে
ii. রপ্তানি খাতকে সমৃদ্ধ করে
iii. দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও।
নাজমুল হাসান দেড় কোটি টাকার কম মূলধন নিয়ে একটি প্লাস্টিক কারখানা স্থাপন করেন। বর্তমানে তিনি এবং আরও বেশ কিছু লোক এই শিল্পের সাথে সম্পৃক্ত থেকে দারিদ্র্যকে জয় করেছেন।
১৩. নাজমুল হাসানের স্থাপিত প্লাস্টিক কারখানাটি কোন শিল্পের অন্তর্গত?
ক. মাঝারি শিল্প খ. ক্ষুদ্র শিল্প
গ. বৃহৎ শিল্প ঘ. কুটির শিল্প
১৪. উক্ত প্লাস্টিক কারখানায় কাজের মাধ্যমে তারা-
i. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে
ii. স্বাবলম্বী হয়েছে
iii. জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. বাংলাদেশের পণ্যসামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা কোন দেশ?
ক. চীন খ. যুক্তরাজ্য
গ. যুক্তরাষ্ট্র ঘ. ফ্রান্স
১৬. ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ কত মার্কিন ডলারের পণ্যসামগ্রী আমদানি করেছে?
ক. ৫৩,০৮৪ খ. ৫৬,০৬০
গ. ৬৪,৪৮০ ঘ. ৬৬,৮৪০
১৭. জিনোম অর্থ কী?
ক. মৃত্যু রহস্য খ. জন্ম রহস্য
গ. জন্মবৃত্তান্ত ঘ. জিন রহস্য
১৮. WTO-এর পূর্ণরূপ কী?
ক. World Tech Organisation
খ. World Teacher Organisation
গ. World Trade Organisation
ঘ. World Tour Organisation
১৯. দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত সামগ্রীর একটি অংশ বিদেশে পাঠানোকে কী বলা হয়?
ক. আমদানি খ. রপ্তানি
গ. পাচার ঘ. উপহার
২০. বিদেশ থেকে পণ্য আমদানি ও বিদেশে পণ্য রপ্তানি করাকে বলা হয়-
ক. আমদানি বাণিজ্য খ. রপ্তানি বাণিজ্য
গ. পণ্য বাণিজ্য ঘ. বৈদেশিক বাণিজ্য
২১. পাটের ‘জন্মরহস্য’ আবিষ্কার করেন কোন দেশের বিজ্ঞানীরা?
ক. যুক্তরাষ্ট্রের খ. চীনের
গ. বাংলাদেশের ঘ. ভারতের
২২. বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক চুক্তির আওতায় কোন কার্যক্রম পরিচালিত হয়?
ক. বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম
খ. বৈদেশিক সহায়তা কার্যক্রম
গ. বৈদেশিক আমদানি কার্যক্রম
ঘ. বৈদেশিক রপ্তানি কার্যক্রম
২৩. ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের আমদানি ব্যয় কত ছিল?
ক. ৪৭,০০৫ মিলিয়ন মার্কিন ডলার
খ. ৩৭,৯৪৬ মিলিয়ন মার্কিন ডলার
গ. ২৮,৯৪৬ মিলিয়ন মার্কিন ডলার
ঘ. ১৯,৯৪৬ মিলিয়ন মার্কিন ডলার
২৪. বাংলাদেশ বিভিন্ন পণ্যসামগ্রী আমদানি করে কোন দেশ থেকে?
ক. ইসরাইল খ. আফগানিস্তান
গ. চীন ঘ. আর্জেন্টিনা
২৫. পণ্যসামগ্রী রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরের স্থানে আছে কোন দেশ?
ক. ফ্রান্স খ. কানাডা
গ. ভারত ঘ. জার্মানি
২৬. SAFTA-এর পূর্ণরূপ কী?
ক. South Asian Freedom Trade Area
খ. South Asian Free Trade Area
গ. South Asian Free Trate Area
ঘ. South Asian Formal Trade Area
২৭. বিশ্বের অনেক দেশকে উন্নত দেশ বলা হয় কেন?
ক. আমদানির চেয়ে রপ্তানির পরিমাণ বেশি বলে
খ. আমদানির চেয়ে রপ্তানির পরিমাণ কম বলে
গ. আমদানি-রপ্তানি সমান বলে
ঘ. রপ্তানির চেয়ে আমদানি বেশি বলে
২৮. আমদানি খাতে বাংলাদেশের অর্থব্যয় কীরূপ?
ক. অর্থব্যয় বেড়েছে খ. অর্থব্যয় স্থির আছে
গ. অর্থব্যয় কমেছে ঘ. অর্থব্যয় মাঝারি পর্যায়ে আছে
২৯. আমদানি খাতে অর্থব্যয় কমেছে কেন?
ক. স্বনির্ভরতা অর্জনের জন্য খ. খরচ কম হওয়ার জন্য
গ. খরচ সমান হওয়ার জন্য ঘ. অর্থের প্রাচুর্যের জন্য
৩০. চটের ব্যাগ কী দিয়ে তৈরি?
ক. আখ খ. পাট
গ. সিল্ক ঘ. উল
অনুধাবনমূলক প্রশ্ন:
১. অর্থনৈতিক খাত বলতে কী বোঝায়?
উত্তর: যেকোনো দেশের অর্থনীতিতে সংঘটিত অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টিগত অবদানই দেশের অর্থনীতির ভিত্তি গড়ে তোলে। অর্থনীতিতে এসব ভিত্তিকে অর্থনৈতিক খাত বলে। এ খাত দুই ধরনের। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কৃষি।
উত্তর: যেকোনো দেশের অর্থনীতিতে সংঘটিত অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টিগত অবদানই দেশের অর্থনীতির ভিত্তি গড়ে তোলে। অর্থনীতিতে এসব ভিত্তিকে অর্থনৈতিক খাত বলে। এ খাত দুই ধরনের। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কৃষি।
২. বাংলাদেশের সব খাতকে কেন সমানভাবে সমৃদ্ধ করতে হবে?
উত্তর: বাংলাদেশের অর্থনীতিতে গ্রাম ও শহরের শ্রমজীবী মানুষের ভূমিকা মিলেমিশে আছে। এছাড়া সরকারি ও বেসরকারি অসংখ্য প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কৃষি, শিল্প, ব্যবসায় - বাণিজ্যসহ বিভিন্ন খাতে অর্থনৈতিক কার্যাবলি দেশের গতিশীল করে থাকে। জাতীয় অর্থনীতিকে সবল ও বাংলাদেশের অর্থনীতিতে কৃষির উৎপাদন যেমন বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন খাত ও সম্ভাবনা নিয়ে শিল্প শক্তিশালী হচ্ছে। ব্যবসায় - বাণিজ্য, বিভিন্ন সেবাখাতও নতুনভাবে আবির্ভূত হচ্ছে। প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে সব খাতেই বাংলাদেশের অর্থনীতিকে সমানভাবে সমৃদ্ধ করতে হবে।
৩. অনানুষ্ঠানিক কাজ বলতে কী বোঝায়?
উত্তর: অর্থনৈতিক মূল্য রয়েছে এমন যেকোনো কাজ, সেবা বা বিনিময়কে অর্থনৈতিক কার্যক্রম বলা হয়। এক্ষেত্রে যেসব অর্থনৈতিক কার্যক্রমের মজুরি নির্ধারিত নেই, করের আওতায় আনা কঠিন, সরকার দ্বারা নিয়ন্ত্রণও করা যায়। না সংক্ষেপে অনানুষ্ঠানিক কাজ বলতে সেগুলোকেই বোঝায়। যেমন- নিজের জমি, দোকান ও প্রতিষ্ঠানে কাজ করা, গৃহস্থালি কাজ, হকারি, আত্মকর্মসংস্থান, দিনমজুরি, কামার, কুমার, জেলে, নাপিত তাদের কার্যাবলি ইত্যাদি।
৪. পণ্য আমদানি - রপ্তানিকে কেন প্রয়োজনীয় অর্থনৈতিক সম্পর্ক বলা হয়?
উত্তর: যেসব প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী আমরা চাহিদামতো উৎপাদন করতে পারি না তা বাণিজ্যনীতি অনুযায়ী বিদেশ থেকে আমদানি করতে হয়। অন্যদিকে যেসব পণ্যসামগ্রী আমরা নিজেরা পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করতে পারি তা একইভাবে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি বৈদেশিক বাণিজ্যের অংশ হিসেবে যেকোনো স্বাধীন দেশের সঙ্গে পণ্যের আমদানি ও রপ্তানি একটি প্রয়োজনীয় অর্থনৈতিক সম্পর্ক। পৃথিবীতে বিভিন্ন দেশের মতো বাংলাদেশও বিভিন্ন দেশ ও চুক্তির মাধ্যমে সংস্থার সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে থাকে ।
৫. বৈদেশিক বাণিজ্য বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
উত্তর: পৃথিবীর কোনো দেশই তার প্রয়োজনীয় সব দ্রব্য উৎপাদন করতে পারে না। দুটি বা ততোধিক সার্বভৌম দেশের মধ্যে চুক্তি অনুযায়ী যে বাণিজ্য পরিচালিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে। যেমন— বাংলাদেশের পাট, চট ও তৈরি পোশাক অন্য দেশে রপ্তানি করে; পক্ষান্তরে শিল্পজাত দ্রব্য আমদানি করে।
৬. বৃহৎ শিল্প বলতে কী বোঝায় ? ব্যাখ্যা কর।
উত্তর: যেসব শিল্প প্রতিষ্ঠানে প্রচুর মূলধন, দক্ষ শ্রমিক ও কারিগর, প্রকৌশলী, বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন হয় এ ধরনের শিল্পকে বৃহৎ শিল্প বলা হয়। দেশের চাহিদা মিটিয়েও বৃহৎ শিল্পের উৎপাদিত সামগ্রীর একটা অংশ বিদেশে রপ্তানি করা হয়। পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, সার, রেল, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ প্রভৃতি বৃহৎ শিল্প। জাতীয় অর্থনীতিতে এ শিল্পগুলো অর্থনৈতিক মেরুদণ্ড হিসেসে কাজ করে।
৭. কুটির শিল্প বলতে কী বোঝ?
উত্তর: দেশীয় রীতি অনুযায়ী বসতবাড়িতে যে শিল্প গড়ে ওঠে তাই কুটির শিল্প নামে পরিচিত। বহু বছর ধরে এদেশের মানুষরা তাদের স্থানীয় চাহিদা মেটানোর জন্য এসব কুটির শিল্প গড়ে তুলেছে। তাঁতবস্ত্র, মাটির জিনিসপত্র, বাঁশ, বেত, শাড়ি প্রভৃতি কুটির শিল্পের উৎপাদিত পণ্যসামগ্রী।
৮. অর্থনৈতিক কার্যক্রম বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: অর্থনৈতিক মূল্য রয়েছে এমন যেকোনো কাজ, সেবা বা বিনিময়কে অর্থনৈতিক কার্যক্রম বলা হয়। আমাদের কৃষিকাজ থেকে শুরু করে শিল্প, ব্যবসায় বাণিজ্য, চাকরি ইত্যাদি সবই অর্থনৈতিক কার্যক্রম।
৯. কীভাবে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ করা যায়?
উত্তর: বিশেষ পদ্ধতি অবলম্বনের মাধ্যমে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ করা যায়। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠার ফলে কৃষিপণ্যগুলোকে দীর্ঘ সময় সংরক্ষণের ব্যবস্থা হয়েছে। এক সময় মানুষ কিছু কিছু কৃষিপণ্য রোদে শুকিয়ে সংরক্ষণের জন্য প্রক্রিয়াজাতকরণ করত। আবার কিছু কিছু ক্ষেত্রে কেমিক্যাল দিয়ে এগুলো সংরক্ষণ করেছে। বর্তমানে এগুলো সংরক্ষণের জন্য বিভিন্ন কোল্ডস্টোরেজ গড়ে উঠেছে। মূলত এই প্রক্রিয়াগুলোর মাধ্যমেই কৃষিপণ্যগুলো প্রক্রিয়াজাতকরণ করা যায়।
১০. বাংলাদেশের আমদানিকৃত পণ্যসামগ্রীর বিবরণ দাও।
উত্তর: বাংলাদেশ নিজ দেশের চাহিদা পূরণের জন্য অন্য দেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করে থাকে। বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চাল, গম, ডাল, তৈলবীজ, তুলা, অপরিশোধিত পেট্রোল ও পেট্রোলিয়ামজাত দ্রব্য, ভোজ্যতেল, সার, কৃষি ও শিল্প যন্ত্রপাতি, সুতা প্রভৃতি আমদানি করে থাকে। যেসব দেশ থেকে বাংলাদেশ পণ্য আমদানি করে তার মধ্যে রয়েছে চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। সরকারি ও বেসরকারি উভয় খাতেই আমদানি বাণিজ্য চলে।
১১. বাংলাদেশের রপ্তানিকৃত পণ্যসামগ্রীর বর্ণনা দাও।
উত্তর: বাংলাদেশ দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত সামগ্রীর একটা অংশ বিদেশে রপ্তানি করে থাকে। বাংলাদেশ যেসব পণ্য বিদেশে রপ্তানি করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো চা, চামড়া ও চামড়াজাত দ্রব্য, তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি ও অন্যান্য খাদ্য, হস্তশিল্পজাত দ্রব্য , সবজি প্রভৃতি। বাংলাদেশ সাধারণত যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, নেদারল্যান্ড, কানাডা, জাপান প্রভৃতি দেশে পণ্য রপ্তানি করে থাকে।
১২. “ বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ”- ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশের রয়েছে বিশাল জনসম্পদ। এখানে অপেক্ষাকৃত কম মজুরিতে দক্ষ ও অদক্ষ শ্রমিক পাওয়া যায়। ফলে বিদেশি বিনিয়োগকারীরাও এদেশে শিল্প স্থাপন ও বিনিয়োগ করতে অগ্রহী হন। অতএব, বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ।
সৃজনশীল প্রশ্ন:
১. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
তমিজ উদ্দিন তার তিন ছেলেকে সাথে নিয়ে তার জমিতে ধান, গম, সরিষা, ভুট্টাসহ নানা ধরনের ফসল চাষ করে। তার স্ত্রী ও পুত্রবধূরাও ফসল তোলার কাজে সহায়তা করে। অবসর সময়ে সে বাড়ির সামনে একটি মুদি দোকান চালায়। কিন্তু এসব কাজের জন্য কেউ তাকে কোনো বেতন দেয় না। তাতে সে মনে কষ্ট না পেয়ে বরং গর্ববোধ করে।
ক. SAFTA এর পুরো নাম কী?
খ. মাঝারি শিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. তমিজ উদ্দিনের পরিবারের সদস্যদের কাজ কোন ধরনের অর্থনৈতিক কাজের আওতাভুক্ত তা ব্যাখ্যা কর।
ঘ. তমিজ উদ্দিনের মতো মানুষের কাজ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে—মূল্যায়ন কর।
২. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
জরিনা বেগম গ্রামের একজন গরিব বিধবা মহিলা। সে একদিন বাজার থেকে বাঁশ ও বেত কিনে নিয়ে আসে। দুই মেয়েকে নিয়ে ডালা, কুলা ও ফুলদানি তৈরি করে। তার ছেলে তামজিদ এগুলো বাজারে বিক্রি করে। এতে তাদের যে লাভ হয় তা দিয়ে সংসার চলে। দিনে দিনে তাদের তৈরিকৃত দ্রব্যের চাহিদা বাড়তে থাকে। পরবর্তীতে তামজিদ তার বাবার এক বন্ধুর সহযোগিতায় স্থানীয় একটি ব্যাংক থেকে ঋণ নেয়। সে কেক, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির কারখানা স্থাপন করে। তামজিদ তার কারখানায় খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত এবং প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে প্রচুর লাভ করে।
ক. রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী?
খ. অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. তামজিদের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত তা ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জরিনা বেগমের কাজের অবদান মূল্যায়ন কর।
৩. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
নাঈম ও শাহেদ ছোটবেলায় একসাথে লেখাপড়া করেছে। বর্তমানে নাঈম গ্রামে তার জমিতে একটি নার্সারি করেছে। আর শাহেদ শহরে একটি কাপড়ের দোকান দিয়েছে। দুজনই আর্থিক দিক থেকে উন্নতি লাভ করেছে।
ক. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কী?
খ. অর্থনৈতিক খাত বলতে কী বোঝায়
গ. নাঈম ও শাহেদের কাজ অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের গ্রামীণ ও শহুরে অর্থনীতিতে উক্ত খাতের গুরুত্ব বিশ্লেষণ কর।
৪. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
জনাব লুৎফর রহমান নারায়ণগঞ্জে একটি সিরামিক শিল্প কারখানা পরিদর্শন করতে গিয়ে তার মনে ইচ্ছা জাগল এ শিল্প স্থাপন করার। তিনি সিরামিক শিল্পের প্রয়োজনীয় সকল উপাদান নিয়োগ করে এ শিল্প স্থাপনের কাজ শুরু করেন।
ক. শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়?
খ. বৃহৎ শিল্প বলতে কী বুঝো?
গ. জনাব লুৎফর রহমান কোন ধরনের শিল্প স্থাপন করতে চেয়েছেন? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের অর্থনীতিতে জনাব লুৎফর রহমানের স্থাপিত শিল্প কী অবদান রাখতে পারে বলে তুমি মনে কর? তোমার মতামত বিশ্লেষণ কর।
.jpg)