সপ্তম শ্রেণি, বিজ্ঞান, সপ্তম অধ্যায় (শক্তির ব্যবহার) || Class Seven, Science, Chapter 7 (Use of energy)

 জ্ঞানমূলক প্রশ্ন: 
১. কাজ কী?
উত্তর: কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করে বস্তুটিকে বলের দিকে স্থান পরিবর্তনের প্রক্রিয়াই কাজ।

২. বায়োগ্যাস কী?
উত্তর:
গরু, ছাগল, ঘোড়া ও মহিষের বিষ্ঠার সাথে কিছু কিছু পড়া গাছ - পালা ও লতা - পাতা মিশিয়ে পচিয়ে যে গ্যাস উৎপন্ন করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তাই বায়োগ্যাস।

৩. ক্ষমতা কী? 
উত্তর: কাজ করার হারকে ক্ষমতা বলে।

৪. শক্তি কী? 
উত্তর: কাজ করার সামর্থ্যই হলো শক্তি।
সপ্তম শ্রেণি, বিজ্ঞান, সপ্তম অধ্যায় (শক্তির ব্যবহার)

৫. শক্তির সংরক্ষণশীলতা কী? 
উত্তর:
শক্তি অবিনশ্বর, অর্থাৎ শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। রূপান্তরের পূর্বে ও পরে মোট শক্তির পরিমাণ সমান থাকে। এটাই হলো শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা।

৬. ক্ষমতার একক কী?
উত্তর: ক্ষমতার একক Joule/second বা watt.

৭. বিজ্ঞানের ভাষায় কাজ কী? 
উত্তর: বিজ্ঞানের ভাষায় কাজ হলো বল  ও বস্তু কর্তৃক বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফল।

৮. ক্ষমতা নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর:
ক্ষমতা নির্ণয়ের সূত্রটি হলো— ক্ষমতা = মোট কাজ ÷ সময়।

৯. শক্তির রূপ কয়টি? 
উত্তর: শক্তির রূপ আটটি।

১০. কাজের সাথে সম্পর্কিত বিষয় দুটি কী? 
উত্তর: কাজের সাথে সম্পর্কিত বিষয় দুটি হলো বল ও সরণ।

১১. সৌর শক্তি কী? 
উত্তর: সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাই সৌর শক্তি।

১২. শক্তির রূপান্তর কী? 
উত্তর: শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করাকেই শক্তির রূপান্তর বলা হয়।

১৩. উইন্ডমিল কী? 
উত্তর: পৃথিবীর বহু অঞ্চলের মানুষ বাতাসকে কাজে লাগিয়ে কুয়া থেকে পানি তোলা, কৃষিসেচ, যব অথবা গম ভাঙ্গানো, আখ মাড়াই, ধান কাটা, খড় কাটা কিংবা চেরাইয়ের কাজে বড় বড় চক্রাকার এক ধরনের যন্ত্র ব্যবহার করতো যা বর্তমানে উইন্ডমিল নামে পরিচিত।

১৪. গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? 
উত্তর: অনবায়নযোগ্য জ্বালানির দহনে কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়ায় ফলে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায়। একে গ্লোবাল ওয়ার্মিং বলে।

১৫. জীবাশ্ম জ্বালানি কী? 
উত্তর: কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি শক্তির অতি পরিচিত উৎস এগুলোকই জীবাশ্ম জ্বালানি বলা হয়।

১৬. অনবায়নযোগ্য শক্তি কাকে বলে? 
উত্তর:
যে শক্তিকে একবার ব্যবহার করলে পুনরায় ব্যবহারের উপযোগিতা হারায় তাে যোগ্য শক্তি বলে।

১৭. কাজের একক কী?
 উত্তর:
কাজের একক হলো জুল।


অনুধাবনমূলক প্রশ্ন:
১. সৌরশক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয় কেন?
উত্তর: নবায়নযোগ্য কথাটির অর্থ হচ্ছে যা কিছু নবায়ন করা যায়। নবায়নযোগ্য শক্তি বলতে এমন ধরনের শক্তি বুঝায়, যা নিঃশেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং বারবার ব্যবহার উপযোগী করে তোলা যায়। সৌরশক্তি এক ধরনের নবায়নযোগ্য শক্তি কারণ এ শক্তির নিঃশেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

২. ‘এক ব্যক্তি একটি বিশাল ভবনকে ধাক্কা দিচ্ছে'- এতে কোনো কাজ হবে কিনা ব্যাখ্যা কর।
উত্তর: আমরা জানি , কাজ = বল x সরণ। এখন কোনো ব্যক্তি একটি বিশাল ভবনকে ধাক্কা দিলে ভবনের উপর বল প্রয়োগ হয়। কিন্তু এতে ভবনের কোনো সরণ ঘটে না। সরণ না ঘটায় এক্ষেত্রে কোনো কাজ হবে না।

৩. কাজ ও ক্ষমতার মধ্যে অমিল বা পার্থক্য লিখ। 
উত্তর:
নিচে কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য হলো-
সংঙ্গা: কাজ হলো বল ও বস্তুর সরণের গুণফল। অপরদিকে,  ক্ষমতা হলো প্রতি সেকেন্ডে সম্পন্ন কাজ অর্থাৎ কাজের হার।
একক: কাজের একক জুল। আর, ক্ষমতার একক জুল / সেকেন্ড বা ওয়াট।

৪. বায়োগ্যাস উৎপাদনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। 
উত্তর: প্রাকৃতিক গ্যাসের পরিমাণ সীমিত এবং একে একস্থান থেকে অন্যস্থানে সরবরাহ করতে প্রচুর খরচ হয়। অপরদিকে বায়োগ্যাস প্লান্ট তৈরি করা খুবই সহজসাধ্য ব্যাপার। বায়োগ্যাসের উপাদানগুলোও খুবই সহজলভ্য। এ গ্যাস প্রাকৃতিক গ্যাসের তুলনায় পরিবেশ বান্ধব। তাই ভবিষ্যৎ সংকট মোকাবেলায় বায়োগ্যাসের উৎপাদন খুবই জরুরি বিষয়।

৫. রাসায়নিক শক্তি বলতে কী বুঝ? 
উত্তর: খাদ্যে বা জ্বালানিতে যে শক্তি জমা থাকে তাকে রাসায়নিক শক্তি বলে। আমাদের দেহ খাদ্য থেকেই এ শক্তি পায়। কাঠ, কয়লা, গ্যাস, পেট্রোল প্রত্যেকেরই রাসায়নিক শক্তি আছে।

৬. শক্তির অপচয় বলতে কী বুঝ? 
উত্তর:
শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হওয়ার সময় এর সামান্য কিছু অংশ এমনভাবে রূপান্তরিত হয়, যা কোনো কাজে আসে না। শক্তির এ অকার্যকর রূপান্তরকে শক্তির অপচয় বলে। উদাহরণ হিসেবে বলা যায়, যখন বৈদ্যুতিক বাতি জ্বলে তখন বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় যা আমাদের কাজে লাগে। পাশাপাশি বৈদ্যুতিক শক্তির কিছু অংশ তাপ শক্তি রূপান্তরিত হয়, যা বৈদ্যুতিক বাতিকে গরম করে। কিন্তু তা আমাদের কোনো কাজে আসে না। এটিই শক্তির অপচয়।

সৃজনশীল প্রশ্ন:
১. মুমিন সাহেব ইদানীং তাঁর হাঁস-মুরগি ও গরুর খামারের বিষ্ঠা আবর্জনা থেকে বিশেষ প্রক্রিয়ায় এক ধরনের গ্যাস উৎপন্ন করছেন। এতে খামারের বিভিন্ন কাজে শক্তি ও গ্যাসের চাহিদা মিটিয়ে অতিরিক্ত গ্যাস বিক্রি করতে পারছেন।
ক. ক্ষমতা কী?
খ. শক্তির রূপান্তরের প্রয়োজনীয়তা বর্ণনা করো।
গ. উদ্দীপকে উৎপন্ন গ্যাস কোন ধরনের শক্তির উৎস ব্যাখ্যা করো।
ঘ. শক্তি সংরক্ষণে মুমিন সাহেবের কার্যক্রমের গুরুত্ব বিশ্লেষণ করো।

২. তিথি ও বিথি দুজনকে একই কাজ করতে দেওয়া হয়। তিথি কাজটি ২০ সেকেন্ডে করল এবং বিথি ৩০ সেকেন্ডে করল।
ক. গতি শক্তি কী?
খ. শক্তির রূপান্তর বলতে কী বোঝ?
গ. কাজের পরিমাণ ৩৬০ জুল হলে তিথি ও বিথি ক্ষমতা নির্ণয় করো।
ঘ. তিথি ও বিথির শক্তি ব্যয় সমান হয়েছে– বিশ্লেষণ করো।

৩. তফছির সাহেবের বাসায় ফ্যানের সুইচটি নষ্ট হয়ে যাওয়ায় কয়েকদিন ধরে ফ্যানটি প্রয়োজনে, অপ্রয়োজনে ঘুরে চলেছে। তিনি বাসায় না থাকায় বিষয়টি জানতেন না। বাসায় ফিরে বিষয়টি অবহিত হয়ে দ্রুত ফ্যানের সুইচটি ঠিক করিয়ে নেন। অপ্রয়োজনে ফ্যান, বাতি জ্বালিয়ে না রাখার জন্য তিনি সব সময়ই বাসার সবাইকে পরামর্শ দেন।
ক. রাসায়নিক শক্তি কাকে বলে?
খ. কয়লাকে অনবায়নযোগ্য জ্বালানি বলা হয় কেন?
গ. তফছির সাহেবের উদ্বেগের কারণ কী? ব্যাখ্যা করো।
ঘ. শক্তি সংরক্ষণে তফছির সাহেবের কর্মকাণ্ড কতটুকু ভূমিকা রাখতে পারবে বলে তুমি মনে কর? মতামত দাও।

৪. রফিক একটি কাঠের গুঁড়িকে ১০ মিনিটে সরিয়ে ৫ জুল কাজ সম্পন্ন করে। আবার হাসান ৫ মিনিটে একইভাবে ১০ জুল কাজ সম্পন্ন করে। দুজনেই কাজ সম্পন্ন করে এসে ঘরে বৈদ্যুতিক ফ্যান ছেড়ে দিলে হঠাৎ রফিক হাসানকে বলল, বৈদ্যুতিক ফ্যান ছাড়ার ফলে শক্তির কয়েক প্রকার রূপান্তর ঘটছে’।
ক. স্থিতি শক্তি কী?
খ. ঢেঁকি দিয়ে ধান ভানার সময় শক্তির কীরূপ রূপান্তর ঘটে- ব্যাখ্যা করো।
গ. রফিক ও হাসানের মধ্যে কার ক্ষমতা বেশি নির্ণয় করো।
ঘ. রফিকের মন্তব্যটি বিশ্লেষণ করো।

৫. প্রকৃতিতে শক্তির বিভিন্ন রূপ রয়েছে। এদের আবার রূপান্তর সম্ভব। যেমন— তাপ ও রাসায়নিক শক্তির রূপান্তর। তবে এসব শক্তির অপরিকল্পিত ব্যবহার সংকট তৈরি হচ্ছে। এজন্য শক্তির বিকল্প উৎসের সন্ধান জরুরী।
ক. বায়োগ্যাস কী?
খ. শক্তির সাশ্রয়ী ব্যবহার বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত শক্তির রূপান্তরের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের শেষোক্ত লাইন বিশ্লেষণ করো।

৬. পৃথিবীতে সকল শক্তির মূল উৎস সূর্য। শক্তির রূপান্তর আছে ক্ষয় নেই। প্রকৃতিতে পদার্থের পরিবর্তনের মূলে রয়েছে শক্তি। নতুন নতুন ব্যবহারের ফলে শক্তির চাহিদা যেমন বেড়েছে তেমনি শক্তির অপচয়ও হচ্ছে। তাই শক্তি সংরক্ষণ এবং এর যথাযথ ব্যবহার একান্ত প্রয়োজন।
ক. সৌরশক্তি কী?
খ. কয়লাকে অনবায়নযোগ্য শক্তি বলা হয় কেন?
গ. শক্তির সংকট মোকাবেলায় উল্লিখিত শক্তির ব্যবহার লেখো।
ঘ. উদ্দীপকের সর্বশেষ উক্তিটির সাথে তুমি একমত কিনা তা যুক্তিসহ বিশ্লেষণ করো।

৭. রহিম সাহেব ও মিসেস সুফিয়া নিজ নিজ নতুন ভবন তৈরি করলেন। দুজনের ভবনেই বৈদ্যুতিক সরঞ্জামের সংখ্যা মোটামুটি সমান। রহিম সাহেব বিদ্যুতের পাশাপাশি সৌরশক্তির সংযোগ নিলেও মিসেস সুফিয়া তা নিলেন না।
ক. নবায়নযোগ্য শক্তি কাকে বলে?
খ. নবায়ন ও অনবায়নযোগ্য শক্তির সুবিধা বুঝিয়ে লেখো।
গ. রহিম সাহেব ও মিসেস সুফিয়ার মধ্যে কার ভবনে শক্তির ব্যবহার বেশি হবে? ব্যাখ্যা করো।
ঘ. রহিম সাহেব ও মিসেস সুফিয়ার মধ্যে কে শক্তির সংকট মোকাবেলায় ভূমিকা রাখবেন? বিশ্লেষণ করো।

৮. সুমন ও সুজন সাহেবের একটি করে গরু ও মুরগির খামার আছে। সুমন সাহেব নিজ বাড়িতে গোবর ও মুরগি হতে প্রাণিজ সার শস্য ও পরিত্যক্ত উদ্ভিদ ইত্যাদি উপাদান জমিয়ে একটি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করলেন এবং তা থেকে গ্যাস উৎপাদন করে নিজ কাজে ব্যবহার শুরু করলেন । কিন্তু সুজন সাহেব এর কোনোটি করলেন না।
ক. বায়োগ্যাস কী?
খ. বায়োগ্যাস কী কী কাজে ব্যবহার করা হয়?
গ. সুমন ও সুজন সাহেবের মধ্যে কে উন্নত সুবিধা ভোগ করছে?
ঘ. সুমন ও সুজন সাহেবের মধ্যে কে পরিবেশ রক্ষায় ভূমিকা রেখেছেন এবং কীভাবে বিশ্লেষণ করো।

৯. শুধু বাংলাদেশের জনসংখ্যাই নয়, বিশ্বের সকল দেশের জনসংখ্যাই বাড়ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদার জন্য অধিক শক্তির প্রয়োজন। কিন্তু এ শক্তি সীমিত এবং সকল শক্তি নবায়নযোগ্য শক্তি নয়। একসময় কোনো কোনো শক্তি নিঃশেষ হয়ে যাবে। তাই আতিক সিদ্ধান্ত নিল সে শক্তির সংরক্ষণ ও ব্যবহারে সতর্ক হবে।
ক. কাজের একক কী?
খ. শক্তির নিত্যতা সূত্রটি ব্যাখ্যা করো।
গ. আতিক কী কী উপায়ে তার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে? বর্ণনা করো।
ঘ. ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য উল্লিখিত বিষয়টির প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।

১০. রান্না হচ্ছে না অথচ গ্যাসের চুলা জ্বলছে দেখে রবি চুলাটি নিভিয়ে দিলেন এবং তার স্ত্রীকে শক্তির অপব্যবহার রোধে করণীয় সম্পর্কে ধারণা দিলেন। তিনি তার স্ত্রীকে প্রাকৃতিক গ্যাসের বিকল্প আরেকটি গ্যাস সম্পর্কে বললেন এবং এর উৎপাদন কৌশল ব্যাখ্যা করলেন।
ক. শক্তির একক কী?
খ. পারমাণবিক শক্তি বলতে কী বোঝ?
গ. বিকল্প গ্যাসটির উৎপাদন কৌশল বর্ণনা করো।
ঘ. দৈনন্দিন জীবনে শক্তির অপচয় রোধে রবির স্ত্রীর করণীয় সম্পর্কে মতামত দাও।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url