সপ্তম শ্রেণি, ইসলাম ও নৈতিকশিক্ষা, তৃতীয় অধ্যায় (কুরআন ও হাদিস শিক্ষা) || Class Seven, Islam and Moral Education, Chapter 3

 জ্ঞানমূলক প্রশ্ন:
১. 'বাইতুল ইযযাহ' বলতে কী বোঝায়?
উত্তর: ‘বাইতুল ইযযাহ' বলতে প্রথমে আসমানের একটি বিশেষ স্থানকে বোঝায়।

২. হাদিস কী?
উত্তর:
হাদিস হলো- রাসুলুল্লাহ (স) এর কথা , কাজ ও মৌন সম্মতি।

৩. কারিয়াহ অর্থ কী?
উত্তর:
কারিয়াহ শব্দের অর্থ হলো – মহাপ্রলয় বা সজোরে আঘাতকারী।

৪. তাজবিদ অর্থ কী?
উত্তর:
তাজবিদ অর্থ সুন্দর করা, বিন্যস্ত করা, সুন্দর করে সাজানো ইত্যাদি।
সপ্তম শ্রেণি, ইসলাম ও নৈতিকশিক্ষা, তৃতীয় অধ্যায় (কুরআন ও হাদিস শিক্ষা)

৫. সূরা লাহাবের আলোচ্য বিষয় কী?
উত্তর:
সূরা লাহাবের আলোচ্য বিষয় হলো আবু লাহাবের চরিত্র ও চরম পরিণতির সুস্পষ্ট বর্ণনা করা।

৬. কুরআন মাজিদে কয়টি সূরা আছে? 
উত্তর:
কুরআন মাজিদে মোট ১১৪ টি সূরা আছে।

৭. হাদিস শব্দের অর্থ কী? 
উত্তর: হাদিস শব্দের অর্থ হচ্ছে— কথা, বাণী ইত্যাদি।

৮. মাখরাজ শব্দের অর্থ কী?
উত্তর:
মাখরাজ শব্দের অর্থ হলো— বের হওয়ার স্থান , উচ্চারণের স্থান।

৯. আল - কুরআন কার পবিত্র বাণী ? 
উত্তর: আল - কুরআন আল্লাহ তায়ালার পবিত্র বাণী।

১০. মানবজাতির জন্য একটি বিশেষ নিয়ামত কী? 
উত্তর: আল - কুরআন মানবজাতির জন্য একটি বিশেষ নিয়ামত।

১১. আল্লাহ তায়ালা কার ওপর পবিত্র কুরআন নাযিল করেছেন? 
উত্তর: আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ (স) - এর ওপর পবিত্র কুরআন নাযিল করেছেন।

১২. আমাদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি কে? 
উত্তর: মহানবি হযরত মুহাম্মদ (স) ছিলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি।

১৩. হযরত মুহাম্মদ (স) কোথায় জন্মগ্রহণ করেন? 
উত্তর : হযরত মুহাম্মদ (স) আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন।

১৪. হযরত মুহাম্মদ (স) ধ্যানমগ্ন থাকতেন কোথায়? 
উত্তর: হযরত মুহাম্মদ (স) হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন।

১৫. কী অবস্থায় হযরত মুহাম্মদ (স) - এর নিকট সর্বপ্রথম কুরআনের বাণী নাযিল হয়? 
উত্তর: হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থাতেই হযরত মুহাম্মদ (স) এর নিকট সর্বপ্রথম কুরআনের বাণী নাযিল হয়।

১৬. যখন হযরত মুহাম্মদ (স) - এর ওপর কুরআন নাযিল হয় তখন তাঁর বয়স ছিল কত? 
উত্তর: যখন হযরত মুহাম্মদ (স) - এর ওপর কুরআন নাযিল হুয় তখন তাঁর বয়স ছিল চল্লিশ বছর।

১৭. মহানবি (স) - এর ইন্তিকালের পর কে ইসলামের প্রথম খলিফা মনোনীত হন? 
উত্তর : মহানবি (স) - এর ইন্তিকালের পর হযরত আবু বকর সিদ্দিক (রা) ইসলামের প্রথম খলিফা মনোনীত হন।

১৮. কে ভণ্ডনবির বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেন? 
উত্তর: হযরত আবু বকর (রা) ভণ্ডনবির বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেন। 

১৯. ইয়ামামার যুদ্ধ কী? 
উত্তর: ভণ্ডনবিদের বিরুদ্ধে যুদ্ধই ছিল ইয়ামামার যুদ্ধ।

২০. কোন ভণ্ডনবির বিরুদ্ধে মুসলমানগণ জয়লাভ করেন? 
উত্তর: ডণ্ডনবি মুসায়লিমা কায্যাকের বিরুদ্ধে মুসলমানগণ জয়লাভ করেন।

২১. কে হযরত আবু বকর (রা) - কে কুরআন সংকলন করার পরামর্শ দেন? 
উত্তর: হযরত উমর (রা) হযরত আবু বকর (রা) - কে কুরআন সংকলন করার পরামর্শ দেন।

২২. কে সর্বোচ্চ সতর্কতার সাথে আল - কুরআনের প্রামাণ্য পাণ্ডুলিপি প্রস্তুত করেন? 
উত্তর: হযরত যায়িদ (রা) সর্বোচ্চ সতর্কতার সাথে আল - কুরআনের প্রামাণ্য পাণ্ডুলিপি প্রস্তুত করেন।

২৩. হযরত আবু বকর (রা) - এর মৃত্যুর পর কুরআন মাজিদ কার তত্ত্বাবধানে সংরক্ষিত থাকে ? 
উত্তর: হযরত আবু বকর (রা) - এর মৃত্যুর পর কুরআন মাজিদ দ্বিতীয় খলিফা হযরত উমর (রা) - এর তত্ত্বাবধানে সংরক্ষিত থাকে।

২৪. হযরত উমর (রা) - এর শাহাদাতের পর কুরআন মাজিদের কপিটি কার নিকট সংরক্ষিত থাকে? 
উত্তর: হযরত উমর (রা) - এর শাহাদাতের পর কুরআন মাজিদের কপিটি তাঁর মেয়ে উম্মুল মুমিনীন হযরত হাফসা (রা) - এর নিকট সংরক্ষিত থাকে।

২৫. কার সময়ে ইসলামি সাম্রাজ্য বিশাল বিস্তৃত হয়? 
উত্তর: ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (রা) - এর সময়ে ইসলামি সাম্রাজ্য বিশাল বিস্তৃত হয়।

২৬. ইসলামের তৃতীয় খলিফা কে ছিলেন? 
উত্তর: ইসলামের তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান (রা)।

২৭. কার সময় বিভিন্ন অঞ্চলে কুরআনের পাঠরীতি নিয়ে মারাত্মক বিপর্যয় দেখা দেয়? 
উত্তর: হযরত উসমান (রা) - এর সময়ে বিভিন্ন অঞ্চলে কুরআনের পাঠরীতি নিয়ে মারাত্মক বিপর্যয় দেখা দেয়।

২৮. জামিউল কুরআন কাকে বলা হয়? 
উত্তর: আল - কুরআন সংরক্ষণে অসামান্য অবদানের জন্য হযরত উসমান (রা.) - কে জামিউল কুরআন বলা হয়।

২৯. জামিউল কুরআন - এর অর্থ কী? 
উত্তর: জামিউল কুরআন অর্থ কুরআন সংকলক বা কুরআন একত্রকারী।

৩০. তাজবিদ কী শব্দ? 
উত্তর: তাজবিদ আরবি শব্দ।

৩১. তাজবিদ কাকে বলে? 
উত্তর: নিয়মকানুন সহকারে শুদ্ধরূপে কুরআন তিলাওয়াত করাকেই তাজবিদ বলা হয়।

৩২. মাদ্দ কাকে বলে? 
উত্তর: তাজবিদের পরিভাষায় মাদ্দের হরফের ডানদিকের হরকতযুক্ত হরফ লম্বা করে পড়াকে মাদ্দ বলা হয়।

৩৩. মাদ্দের হরফ মোট কয়টি এবং কী কী? 
উত্তর: মাদ্দের হরফ মোট তিনটি যথা — আলিফ, ওয়াও, ইয়া।

৩৪. মাদ্দ প্রধানত কয় প্রকার? 
উত্তর: মাদ্দ প্রধানত দুই প্রকার।

৩৫. আসলি কাকে বলে? 
উত্তর: মাদ্দের হরফের ডানে বা পরে জযম বা হামযা কিংবা তাশদিদ না থাকলে তাকে আসলি বলে।

৩৬. মাদ্দে আসলিকে আবার কী বলা হয়? 
উত্তর: মাদ্দে আসলিকে আবার মাদ্দে তায়িও বলা হয়।

৩৭. মাদ্দে ফারঈ কাকে বলে? 
উত্তর: মাদ্দে আসলি থেকে যে সকল মাদ্দ বের হয় তাকে মাদ্দে ফারঈ বলে।

৩৮. ওয়াকফ কী শব্দ? 
উত্তর: ওয়াকফ আরবি শব্দ।

৩৯. ওয়াকফ - এর অর্থ কী? 
উত্তর: ওয়াকফ অর্থ বিরতি দেওয়া, থামা, স্থগিত রাখা ইত্যাদি।

৪০. ওয়াকফ কাকে বলে? 
উত্তর: তাজবিদের পরিভাষায় তিলাওয়াতের মধ্যে প্রয়োজন অনুসারে বিরতি দেওয়াকে ওয়াকফ বলে।

৪১. আল - কুরআন তিলাওয়াতে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? 
উত্তর: আল - কুরআন তিলাওয়াতে ওয়াকফ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৪২. '০' এ চিহ্নকে কী বলা হয় ? 
উত্তর: '০' এ চিহ্নকে বলা হয় 'ওয়াকফ তাস'।

৪৩. সিহাহ সিত্তাহর দ্বিতীয় গ্রন্থ কোনটি? 
উত্তর: ‘সহিহ মুসলিম’ সিহাহ সিত্তাহর দ্বিতীয় গ্রন্থ।

৪৪. সূরা আল - আদিয়াত কয়টি পর্যায়ে বিভক্ত? 
উত্তর: সূরা আল - আদিয়াত তিনটি পর্যায়ে বিভক্ত।

৪৫. সূরা আল - আদিয়াতের প্রথম কয় আয়াতে আল্লাহ তায়ালা সামরিক ও যুদ্ধের অশ্বের নানা গুণ বর্ণনা এবং এগুলোর শপথ করেছেন? 
উত্তর: সূরা আল - আদিয়াতের প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তায়ালা সামরিক ও যুদ্ধের অশ্বের নানা গুণ বর্ণনা এবং এগুলোর শপথ করেছেন।

৪৬. মক্কি সূরাসমূহের মধ্যে অন্যতম সূরা কোনটি? 
উত্তর: মক্কি সূরাসমূহের মধ্যে অন্যতম সূরা হলো সূরা আল কারিআহ।

৪৭. সূরা আল - কারিআহ পবিত্র কুরআনে কততম সূরা। 
উত্তর:
সূরা আল - কারিআহ পবিত্র কুরআনের ১০১ তম সূরা।

৪৮. সূরা আল - কারিআর আয়াত সংখ্যা কতটি ? 
উত্তর: সূরা আল - কারিআহ্র আয়াত সংখ্যা ১১ টি।

৪৯. কারিআহ কাকে বলে?
 উত্তর: কিয়ামত বা মহাপ্রলয় পৃথিবীকে সজোরে আঘাত করবে বলে একে কারিআহ বলা হয়।

৫০. আল - তাকাসূর সূরার আয়াত সংখ্যা কতটি? 
উত্তর: আল - তাকাসুর সূরার আয়াত সংখ্যা ৮ টি। 

৫১. সূরা লাহাব কোন নগরীতে অবতীর্ণ হয়? 
উত্তর: সূরা লাহাব মক্কা নগরীতে অবতীর্ণ হয়।

৫২. সূরা লাহাবের আয়াত সংখ্যা কতটি? 
উত্তর: সূরা লাহাবের আয়াত সংখ্যা ৫ টি।

৫৩. সূরা লাহাব আল কুরআনের কততম সূরা। 
উত্তর: সূরা লাহাব আল কুরআনের ১১১ তম সূরা।

৫৪. ইসলাম ও নবি করিম (স) - এর শত্রু ছিল কে? 
উত্তর: আবু লাহাব ছিল ইসলাম ও নবি করিম (স) - এর শত্রু।

৫৫. আবু লাহাব কে ছিলেন? 
উত্তর: আবু লাহাব ছিলেন রাসুল (স) - এর চাচা।

৫৬. হাদিস কাকে বলে? 
উত্তর: ইসলামি পরিভাষায় মহানবি হযরত মুহাম্মদ (স) - এর বাণী, কর্ম ও যৌন সম্মতিকে হাদিস বলা হয়।

৫৭. সবচেয়ে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ কোনটি? 
উত্তর: সহিহ বুখারি সবচাইতে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ।

৫৮. সহিহ বুখারি কত পারায় বিভক্ত? 
উত্তর: সহিহ বুখারি ৩০ পারায় বিভক্ত।

৫৯. কুরআন মাজিদের পর সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ কোনটি? 
উত্তর: কুরআন মাজিদের পর সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ বুখারি।



সৃজনশীল প্রশ্ন:
১. নাবিহা প্রতিদিন কুরআন তিলাওয়াত করে। মেয়ের তিলাওয়াত শোনার জন্য বাবা মাওলানা আহমাদ সাহেব নাবিহার কাছে বসলেন। নাবিহা তিলাওয়াত শুরু করল। এবার তিলাওয়াতের সময়ে م (মিম) চিহ্নে বিরতি দেয় নি, (ফিহা) তিলাওয়াতের সময়ে ف বর্ণ এবং ﮪ বর্ণ দীর্ঘ করে পড়েনি। মেয়েকে উদ্দেশ্য করে নাবিহার বাবা বললেন, কুরআন মজিদ সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি গ্রন্থ। এর সংরক্ষণ ও সংকলন নির্ভুল ও সন্দেহাতীত পন্থায় হয়েছে। তাই এর তিলাওয়াতও নির্ভুল হওয়া আবশ্যক।
ক. ‘মাখরাজ’ শব্দের অর্থ কী?
খ. তাজবিদ বলতে কী বোঝায়?
গ. নাবিহা দ্বিতীয় পর্যায়ে কোন বিষয়টি ত্যাগ করেছে? ব্যাখ্যা কর।
ঘ. মাওলানা আহমাদ সাহেব মেয়ে নাবিহাকে যে বিষয়টির প্রতি তাগিদ দিয়েছেন তার গুরুত্ব বিশ্লেষণ কর।

২. আকরাম সাহেব একজন বিশিষ্ট সমাজপতি। একদিন তাঁর অসুস্থ প্রতিবেশী মনির মিয়া চিকিৎসার জন্য কিছু সাহায্য চাইলে তিনি তাকে তাড়িয়ে দেন। অপরদিকে আকরাম সাহেবের বন্ধু আফজাল সাহেব তার অসহায় ফুফার মেয়ের বিবাহের যাবতীয় খরচ বহন করেন।
ক. বিশুদ্ধ হাদিস গ্রন্থ কয়টি?
খ. ‘মানবপ্রেম একটি মহৎগুণ’- ব্যাখ্যা কর।
গ. সাহায্যপ্রার্থী মনির মিয়ার প্রতি আকরাম সাহেবের আচরণে কী লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘আফজাল সাহেব তাঁর কাজের জন্য জান্নাত লাভ করতে পারেন’- বিশ্লেষণ কর।

৩. ওআইসি সম্মেলনে ডক্টর আলি জুমা সভাপতির বক্তব্যে বলেন, মানুষের হিদায়াতের মূল সনদ আল্লাহর পাঠানো একটি কিতাব। এটি অপরিবর্তনীয় অবস্থায় রয়েছে। কারণ এটির সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহই নিয়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর বর্ণনা এটিতে সন্নিবেশিত হয়েছে। এজন্য এটি সর্বশ্রেষ্ঠ। অতঃপর ডক্টর আলী জুমা তার বক্তব্য শেষ করেন।
ক. কে পবিত্র কুরআনের সংরক্ষক?
খ. হযরত উসমান (রা.) কে ‘জামিউল কুরআন’ বলা হয় কেন?
গ. উদ্দীপকে ডক্টর আলি জুমা কোন কিতাব সম্পর্কে বক্তব্য দিয়েছেন? ব্যাখ্যা কর।
ঘ. পবিত্র কুরআনের শ্রেষ্ঠত্ব সম্পর্কিত ডক্টর আলী জুমার বক্তব্যটিকে তুমি কি সমর্থন কর? মতামত দাও।

৪. শফিক ও করিম দুই বন্ধু। দুজনেই নিয়মিত নামায আদায় ও কুরআন তিলাওয়াত করে। একদিন শফিক করিমের তিলাওয়াত শুনে বলল, তোমার তিলাওয়াত শুদ্ধ নয়। শুদ্ধভাবে তিলাওয়াত করলে প্রতি হরফে দশ নেকি পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন, “কুরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে।”
ক. তাজবিদ শব্দের অর্থ কী?
খ. কুরআন শরিফ কেন তাজবিদসহ পাঠ করতে হয়?
গ. উদ্দীপকে শফিক কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত আয়াতটির তাৎপর্য বিশ্লেষণ কর।

৫. রাজিব ইমাম সাহেবকে কুরআন তিলাওয়াত করে শুনাচ্ছিলেন। তার তিলাওয়াত শুদ্ধ ও সুন্দর না হওয়ায় ইমাম সাহেব তাকে বললেন, কুরআন শরিফ তিলাওয়াতের সময় কখনো কম টেনে আবার কখনো বেশি টেনে পড়তে হয়। নির্দিষ্ট জায়গায় থামতে হয়। এসব নিয়ম মেনে কুরআন তিলাওয়াত করলে তিলাওয়াত শুদ্ধ হয়।
ক. মাদ্দ শব্দের অর্থ কী?
খ. আইয়ামে জাহেলিয়া বলতে কী বোঝায়?
গ. ইমাম সাহেব রাজিবকে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর ইমাম সাহেব রাজিবকে যে বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন তিলাওয়াতের ক্ষেত্রে তার প্রয়োজনীয়তা অপরিসীম? মতামত দাও।

৬. জেসমিনের তিলাওয়াত শোনার জন্য তার বাবা তার কাছে বসলেন। জেসমিন তিলাওয়াত শুরু করল। সে তিলাওয়াতের সময়ে ‘ﻢ’ মিম চিহ্নে বিরতি দেয়নি। এ সময় তার বাবা বললেন, তিলাওয়াতের সময় প্রয়োজন অনুসারে বিরতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক. মাদ্দ প্রধানত কয় প্রকার?
খ. নাযিরা তিলাওয়াত বলতে কী বোঝায়?
গ. জেসমিনের কুরআন তিলাওয়াতে কোনটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. জেসমিনের তিলাওয়াতের ক্ষেত্রে জেসমিনের পিতার দিক নির্দেশনার গুরুত্ব বিশ্লেষণ কর।

৭. নকিব সপ্তম শ্রেণিতে পড়ে। ধর্মীয় শিক্ষক সোলায়মান সাহেব ক্লাসে কুরআন পাঠ শিখান। নকিব কুরআন মাজিদ শুদ্ধভাবে পড়তে পারে। শিক্ষক বলেন, কুরআন পাঠ হলো উত্তম ইবাদত। তাই নকিব প্রতিদিন সকালে দেখে দেখে কুরআন পাঠ করে।
ক. আল-কুরআন সম্পূর্ণ অবতীর্ণ হতে কত বছর সময় লাগে?
খ. ওয়াক্ফ বলতে কী বোঝায়?
গ. নকিবের এরূপ তিলাওয়াত কীসের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ.নকিবের এরূপ তিলাওয়াতের ফলে অসংখ্য ফযিলত লাভ করবে- মতামত দাও।

৮. আঃ বাকী ও আঃ হাই ক্বারী সাহেবের কাছে কুরআন শিক্ষা করে। ক্বারী সাহেব তাদের অর্থসহ সূরা শেখান। আজ তিনি একটি গুরুত্বপূর্ণ সূরা প্রসঙ্গে বললেন, বর্বর আরব সমাজ আল্লাহর প্রতি বড়ই অকৃতজ্ঞ ছিল। দুনিয়ার ধনসম্পদের প্রতি তারা প্রবলভাবে আসক্ত ছিল। তাদের সতর্ক করে এ সূরায় আল্লাহ বলেন, ‘কবর থেকে সবাইকে উত্থিত হতে হবে।’
ক. ‘শাদীদুন’ শব্দের অর্থ কী?
খ. সকল অন্যায় ত্যাগ করে সৎপথে জীবনযাপন করা উচিত কেন?
গ. উদ্দীপকের ক্বারী সাহেব কোন গুরুত্বপূর্ণ সূরাটির প্রসঙ্গ উল্লেখ করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত আয়াতের আলোকে আখিরাতের পুনরুত্থান বিশ্লেষণ কর।

৯. রতন ও রফিক একই বিদ্যালয়ে পড়ে। একদিন তারা পৃথিবীর সৃষ্টি ও ধ্বংস নিয়ে আলোচনা করছিল। এক পর্যায়ে রতন বলল, পৃথিবী কোনোদিন ধ্বংস হবে না। কিন্তু রফিক তার কথা মেনে নিতে পারল না। অবশেষে তারা উভয়ই ধর্মীয় শিক্ষকের নিকট গিয়ে এ বিষয়ে সঠিক তথ্যটি জানতে চাইলে শিক্ষক বললেন, ‘একদিন আল্লাহ তাআলা সমগ্র পৃথিবী ধ্বংস করে দিবেন। সেদিন শুধুমাত্র আল্লাহই অবশিষ্ট থাকবেন।’ কিন্তু শিক্ষকের বক্তব্যের ওপর রতন বিশ্বাস রাখতে পারেনি।
ক. ‘নারুন’ শব্দের অর্থ কী?
খ. সূরা আল-কারিআহর এরূপ নামকরণ করা হয়েছে কেন?
গ. রতনের মনোভাব পবিত্র কুরআনের কোন সূরার শিক্ষার পরিপন্থী? ব্যাখ্যা কর।
ঘ. ‘সেদিন শুধুমাত্র আল্লাহই অবশিষ্ট থাকবেন’- শিক্ষকের এ উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

১০. আঃ রশিদ মণ্ডলের তিন ছেলে ধনসম্পদ ও টাকা-পয়সার প্রতি অত্যন্ত লোভী। তারা প্রাচুর্য লাভের জন্য পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত। তাদের এ কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে ইমাম সাহেব কুরআনের এ আয়াতটি পড়ে শোনান- ‘অতঃপর অবশ্যই সেদিন তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে’।
ক. ‘আল-মাক্বাবির’ শব্দের অর্থ কী?
খ. আল্লাহ তাআলা সূরা আত-তাকাসুর নাযিল করেন কেন?
গ. আঃ রশিদ মণ্ডলের ছেলেদের কর্মকাণ্ড কোন সূরার শিক্ষার পরিপন্থী? ব্যাখ্যা কর।
ঘ. পাঠ্য পুস্তকের আলোকে উদ্দীপকে উল্লিখিত আয়াতটি বিশ্লেষণ কর।

১১. জিলানী একজন ধর্মপ্রাণ ব্যক্তি। তিনি আল্লাহর একত্ববাদ প্রচার করছেন। এতে অন্য ধর্মের কিছু লোক তার হাতে ইসলাম গ্রহণ করে। একদিন একটি মাঠে জিলানী সমকালীন বিপদ বলে ডাক দিলে তার বংশের সব লোক উপস্থিত হয় তাকে সহযোগিতা করতে। এখন তিনি বলেন তোমরা এক আল্লাহকে স্বীকার কর। এতে তোমাদের মুক্তি হবে। এতে তার চাচা সবুজ তাকে তিরস্কার করে পাথর মারে।
ক. ‘হাবলুন’ শব্দের অর্থ কী?
খ. ‘তার গলায় পাকানো রশি’- দ্বারা কী বুঝানো হয়েছে?
গ. উদ্দীপকের জিলানীর জীবনী কার জীবনের অনুসরণ? ব্যাখ্যা কর।
ঘ. জিলানীর চাচার পরিণতি আবু লাহাবের মতো হবে- মতামত দাও।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url