সপ্তম শ্রেণি, ইসলাম ও নৈতিকশিক্ষা, তৃতীয় অধ্যায় (কুরআন ও হাদিস শিক্ষা) || Class Seven, Islam and Moral Education, Chapter 3
জ্ঞানমূলক প্রশ্ন:
১। 'বাইতুল ইযযাহ' বলতে কী বোঝায়?
উত্তর: ‘বাইতুল ইযযাহ' বলতে প্রথমে আসমানের একটি বিশেষ স্থানকে বোঝায়।
২। হাদিস কী?
উত্তর: হাদিস হলো- রাসুলুল্লাহ (স) এর কথা , কাজ ও মৌন সম্মতি।
৩। কারিয়াহ অর্থ কী?
উত্তর: কারিয়াহ শব্দের অর্থ হলো – মহাপ্রলয় বা সজোরে আঘাতকারী।
৪। তাজবিদ অর্থ কী?
উত্তর: তাজবিদ অর্থ সুন্দর করা, বিন্যস্ত করা, সুন্দর করে সাজানো ইত্যাদি।
৫। সূরা লাহাবের আলোচ্য বিষয় কী?
উত্তর: সূরা লাহাবের আলোচ্য বিষয় হলো আবু লাহাবের চরিত্র ও চরম পরিণতির সুস্পষ্ট বর্ণনা করা।
৬। কুরআন মাজিদে কয়টি সূরা আছে?
উত্তর: কুরআন মাজিদে মোট ১১৪ টি সূরা আছে।
৭। হাদিস শব্দের অর্থ কী?
উত্তর: হাদিস শব্দের অর্থ হচ্ছে— কথা, বাণী ইত্যাদি।
৮। মাখরাজ শব্দের অর্থ কী?
উত্তর: মাখরাজ শব্দের অর্থ হলো— বের হওয়ার স্থান , উচ্চারণের স্থান।
৯। আল - কুরআন কার পবিত্র বাণী ?
উত্তর: আল - কুরআন আল্লাহ তায়ালার পবিত্র বাণী।
১০। মানবজাতির জন্য একটি বিশেষ নিয়ামত কী?
উত্তর: আল - কুরআন মানবজাতির জন্য একটি বিশেষ নিয়ামত।
১১। আল্লাহ তায়ালা কার ওপর পবিত্র কুরআন নাযিল করেছেন?
উত্তর: আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ (স) - এর ওপর পবিত্র কুরআন নাযিল করেছেন।
১২। আমাদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি কে?
উত্তর: মহানবি হযরত মুহাম্মদ (স) ছিলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি।
১৩। হযরত মুহাম্মদ (স) কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : হযরত মুহাম্মদ (স) আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন।
১৪। হযরত মুহাম্মদ (স) ধ্যানমগ্ন থাকতেন কোথায়?
উত্তর: হযরত মুহাম্মদ (স) হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন।
১৫। কী অবস্থায় হযরত মুহাম্মদ (স) - এর নিকট সর্বপ্রথম কুরআনের বাণী নাযিল হয়?
উত্তর: হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থাতেই হযরত মুহাম্মদ (স) এর নিকট সর্বপ্রথম কুরআনের বাণী নাযিল হয়।
১৬। যখন হযরত মুহাম্মদ (স) - এর ওপর কুরআন নাযিল হয় তখন তাঁর বয়স ছিল কত?
উত্তর: যখন হযরত মুহাম্মদ (স) - এর ওপর কুরআন নাযিল হুয় তখন তাঁর বয়স ছিল চল্লিশ বছর।
১৭। মহানবি (স) - এর ইন্তিকালের পর কে ইসলামের প্রথম খলিফা মনোনীত হন?
উত্তর : মহানবি (স) - এর ইন্তিকালের পর হযরত আবু বকর সিদ্দিক (রা) ইসলামের প্রথম খলিফা মনোনীত হন।
১৮। কে ভণ্ডনবির বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেন?
উত্তর: হযরত আবু বকর (রা) ভণ্ডনবির বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেন।
১৯। ইয়ামামার যুদ্ধ কী?
উত্তর: ভণ্ডনবিদের বিরুদ্ধে যুদ্ধই ছিল ইয়ামামার যুদ্ধ।
২০। কোন ভণ্ডনবির বিরুদ্ধে মুসলমানগণ জয়লাভ করেন?
উত্তর: ডণ্ডনবি মুসায়লিমা কায্যাকের বিরুদ্ধে মুসলমানগণ জয়লাভ করেন।
২১। কে হযরত আবু বকর (রা) - কে কুরআন সংকলন করার পরামর্শ দেন?
উত্তর: হযরত উমর (রা) হযরত আবু বকর (রা) - কে কুরআন সংকলন করার পরামর্শ দেন।
২২। কে সর্বোচ্চ সতর্কতার সাথে আল - কুরআনের প্রামাণ্য পাণ্ডুলিপি প্রস্তুত করেন?
উত্তর: হযরত যায়িদ (রা) সর্বোচ্চ সতর্কতার সাথে আল - কুরআনের প্রামাণ্য পাণ্ডুলিপি প্রস্তুত করেন।
২৩। হযরত আবু বকর (রা) - এর মৃত্যুর পর কুরআন মাজিদ কার তত্ত্বাবধানে সংরক্ষিত থাকে ?
উত্তর: হযরত আবু বকর (রা) - এর মৃত্যুর পর কুরআন মাজিদ দ্বিতীয় খলিফা হযরত উমর (রা) - এর তত্ত্বাবধানে সংরক্ষিত থাকে।
২৪। হযরত উমর (রা) - এর শাহাদাতের পর কুরআন মাজিদের কপিটি কার নিকট সংরক্ষিত থাকে?
উত্তর: হযরত উমর (রা) - এর শাহাদাতের পর কুরআন মাজিদের কপিটি তাঁর মেয়ে উম্মুল মুমিনীন হযরত হাফসা (রা) - এর নিকট সংরক্ষিত থাকে।
২৫। কার সময়ে ইসলামি সাম্রাজ্য বিশাল বিস্তৃত হয়?
উত্তর: ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (রা) - এর সময়ে ইসলামি সাম্রাজ্য বিশাল বিস্তৃত হয়।
২৬। ইসলামের তৃতীয় খলিফা কে ছিলেন?
উত্তর: ইসলামের তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান (রা)।
২৭। কার সময় বিভিন্ন অঞ্চলে কুরআনের পাঠরীতি নিয়ে মারাত্মক বিপর্যয় দেখা দেয়?
উত্তর: হযরত উসমান (রা) - এর সময়ে বিভিন্ন অঞ্চলে কুরআনের পাঠরীতি নিয়ে মারাত্মক বিপর্যয় দেখা দেয়।
২৮। জামিউল কুরআন কাকে বলা হয়?
উত্তর: আল - কুরআন সংরক্ষণে অসামান্য অবদানের জন্য হযরত উসমান (রা.) - কে জামিউল কুরআন বলা হয়।
২৯। জামিউল কুরআন - এর অর্থ কী?
উত্তর: জামিউল কুরআন অর্থ কুরআন সংকলক বা কুরআন একত্রকারী।
৩০। তাজবিদ কী শব্দ?
উত্তর: তাজবিদ আরবি শব্দ।
৩১। তাজবিদ কাকে বলে?
উত্তর: নিয়মকানুন সহকারে শুদ্ধরূপে কুরআন তিলাওয়াত করাকেই তাজবিদ বলা হয়।
৩২। মাদ্দ কাকে বলে?
উত্তর: তাজবিদের পরিভাষায় মাদ্দের হরফের ডানদিকের হরকতযুক্ত হরফ লম্বা করে পড়াকে মাদ্দ বলা হয়।
৩৩। মাদ্দের হরফ মোট কয়টি এবং কী কী?
উত্তর: মাদ্দের হরফ মোট তিনটি যথা — আলিফ, ওয়াও, ইয়া।
৩৪। মাদ্দ প্রধানত কয় প্রকার?
উত্তর: মাদ্দ প্রধানত দুই প্রকার।
৩৫। আসলি কাকে বলে?
উত্তর: মাদ্দের হরফের ডানে বা পরে জযম বা হামযা কিংবা তাশদিদ না থাকলে তাকে আসলি বলে।
৩৬। মাদ্দে আসলিকে আবার কী বলা হয়?
উত্তর: মাদ্দে আসলিকে আবার মাদ্দে তায়িও বলা হয়।
৩৭। মাদ্দে ফারঈ কাকে বলে?
উত্তর: মাদ্দে আসলি থেকে যে সকল মাদ্দ বের হয় তাকে মাদ্দে ফারঈ বলে।
৩৮। ওয়াকফ কী শব্দ?
উত্তর: ওয়াকফ আরবি শব্দ।
৩৯। ওয়াকফ - এর অর্থ কী?
উত্তর: ওয়াকফ অর্থ বিরতি দেওয়া, থামা, স্থগিত রাখা ইত্যাদি।
৪০। ওয়াকফ কাকে বলে?
উত্তর: তাজবিদের পরিভাষায় তিলাওয়াতের মধ্যে প্রয়োজন অনুসারে বিরতি দেওয়াকে ওয়াকফ বলে।
৪১। আল - কুরআন তিলাওয়াতে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ?
উত্তর: আল - কুরআন তিলাওয়াতে ওয়াকফ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৪২। '০' এ চিহ্নকে কী বলা হয় ?
উত্তর: '০' এ চিহ্নকে বলা হয় 'ওয়াকফ তাস'।
৪৩। সিহাহ সিত্তাহর দ্বিতীয় গ্রন্থ কোনটি?
উত্তর: ‘সহিহ মুসলিম’ সিহাহ সিত্তাহর দ্বিতীয় গ্রন্থ।
৪৪। সূরা আল - আদিয়াত কয়টি পর্যায়ে বিভক্ত?
উত্তর: সূরা আল - আদিয়াত তিনটি পর্যায়ে বিভক্ত।
৪৫। সূরা আল - আদিয়াতের প্রথম কয় আয়াতে আল্লাহ তায়ালা সামরিক ও যুদ্ধের অশ্বের নানা গুণ বর্ণনা এবং এগুলোর শপথ করেছেন?
উত্তর: সূরা আল - আদিয়াতের প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তায়ালা সামরিক ও যুদ্ধের অশ্বের নানা গুণ বর্ণনা এবং এগুলোর শপথ করেছেন।
৪৬। মক্কি সূরাসমূহের মধ্যে অন্যতম সূরা কোনটি?
উত্তর: মক্কি সূরাসমূহের মধ্যে অন্যতম সূরা হলো সূরা আল কারিআহ।
৪৭। সূরা আল - কারিআহ পবিত্র কুরআনে কততম সূরা।
উত্তর: সূরা আল - কারিআহ পবিত্র কুরআনের ১০১ তম সূরা।
৪৮। সূরা আল - কারিআর আয়াত সংখ্যা কতটি ?
উত্তর: সূরা আল - কারিআহ্র আয়াত সংখ্যা ১১ টি।
৪৯। কারিআহ কাকে বলে?
উত্তর: কিয়ামত বা মহাপ্রলয় পৃথিবীকে সজোরে আঘাত করবে বলে একে কারিআহ বলা হয়।
৫০। আল - তাকাসূর সূরার আয়াত সংখ্যা কতটি?
উত্তর: আল - তাকাসুর সূরার আয়াত সংখ্যা ৮ টি।
৫১। সূরা লাহাব কোন নগরীতে অবতীর্ণ হয়?
উত্তর: সূরা লাহাব মক্কা নগরীতে অবতীর্ণ হয়।
৫২। সূরা লাহাবের আয়াত সংখ্যা কতটি?
উত্তর: সূরা লাহাবের আয়াত সংখ্যা ৫ টি।
৫৩। সূরা লাহাব আল কুরআনের কততম সূরা।
উত্তর: সূরা লাহাব আল কুরআনের ১১১ তম সূরা।
৫৪। ইসলাম ও নবি করিম (স) - এর শত্রু ছিল কে?
উত্তর: আবু লাহাব ছিল ইসলাম ও নবি করিম (স) - এর শত্রু।
৫৫। আবু লাহাব কে ছিলেন?
উত্তর: আবু লাহাব ছিলেন রাসুল (স) - এর চাচা।
৫৬। হাদিস কাকে বলে?
উত্তর: ইসলামি পরিভাষায় মহানবি হযরত মুহাম্মদ (স) - এর বাণী, কর্ম ও যৌন সম্মতিকে হাদিস বলা হয়।
৫৭। সবচেয়ে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ কোনটি?
উত্তর: সহিহ বুখারি সবচাইতে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ।
৫৮। সহিহ বুখারি কত পারায় বিভক্ত?
উত্তর: সহিহ বুখারি ৩০ পারায় বিভক্ত।
৫৯। কুরআন মাজিদের পর সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ কোনটি?
উত্তর: কুরআন মাজিদের পর সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ বুখারি।