সপ্তম শ্রেণি, বাওবি একাদশ অধ্যায় (এশিয়ার কয়েকটি দেশ) || Class Seven, BGS Chapter 11 (Few countries in Asia)

 জ্ঞানমূলক প্রশ্ন:
১. এশিয়া মহাদেশে কতটি দেশ আছে?
উত্তর: এশিয়া মহাদেশে ৫১ টি দেশ আছে।

২. কোরিয়ার ঋতু কয়টি? 
উত্তর:
কোরিয়ার ঋতু চারটি।

৩. পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? 
উত্তর:
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট।

৪. চীনের স্থানীয় নাম কী?  
উত্তর: চীনের স্থানীয় নাম ঝুংঘু।

৫ বাংলাদেশ কোন মহাদেশের অন্তর্গত? 
উত্তর: বাংলাদেশ এশিয়া মহাদেশের অন্তর্গত।  

৬. কোন দেশটি আমাদের নিকটতম প্রতিবেশী? 
উত্তর: ভারত আমাদের নিকটতম প্রতিবেশী । 

৭. তাজমহল ভারতের কোথায় অবস্থিত? 
উত্তর: তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত।

৮. কোন দেশে পাঁচ হাজার বছর আগের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে? 
উত্তর :
ভারতে পাঁচ হাজার বছর আগের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে।

৯ ভারতের রাজধানীর নাম কী? 
উত্তর:
ভারতের রাজধানীর নাম নয়াদিল্লী। 

১০ এশিয়া মহাদেশের কোন অংশে ভারতের অবস্থান?
উত্তর:
এশিয়া মহাদেশের মধ্য - দক্ষিণে ভারতের অবস্থান।

১১. কোন দেশ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত? 
উত্তর:
ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত।

১২. প্রাচীনকাল হতে ভারত কোন শিল্পের জন্য পৃথিবীতে বিখ্যাত ছিল? 
উত্তর:
প্রাচীনকাল হতে ভারত বস্ত্রশিল্পের জন্য পৃথিবীতে বিখ্যাত ছিল।

১৩. দক্ষিণ এশিয়ার বৃহৎ ও শক্তিশালী দেশ কোনটি? 
উত্তর:
দক্ষিণ এশিয়ার বৃহৎ ও শক্তিশালী দেশ হচ্ছে ভারত।

১৪. ভারতের লোকসংখ্যা কত? 
উত্তর:
ভারতের লোকসংখ্যা প্রায় ১৩১ কোটি ৯৫ লক্ষ ৭৭ হাজার ৯৫৮ জন।

১৫. ভারত কবে স্বাধীনতা লাভ করে? 
উত্তর:
১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। 

১৬. পৃথিবীর সবচাইতে অধিক জনসংখ্যার দেশ কোনটি? 
উত্তর:
পৃথিবীর সবচাইতে অধিক জনসংখ্যার দেশ হলো চীন। 

১৭. চীন এশিয়ার কোন অংশে অবস্থিত? 
উত্তর:
চীন এশিয়ার পূর্বাংশে অবস্থিত। 

১৮. চীনের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা কী? 
উত্তর:
চীনের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা হচ্ছে মান্দারিন। 

১৯. চীনের অর্থনীতি কীরূপ? 
উত্তর:
চীনের অর্থনীতি প্রধানত কৃষিনির্ভর। 

২০. চীনের প্রদেশ কয়টি? 
উত্তর: চীনের প্রদেশ ২২ টি। 

২১. চীনের জলবায়ু প্রধানত কেমন? 
উত্তর:
চীনের জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ। 

২২. চীনের সঙ্গে কোন ক্ষেত্রে আমাদের সহযোগিতার সম্পর্ক রয়েছে? 
উত্তর:
চীনের সঙ্গে শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে আমাদের সহযোগিতার সম্পর্ক রয়েছে। 

২৩. জাপান কী ধরনের দেশ? 
উত্তর:
জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপময় দেশ। 

২৪. জাপান কয়টি দ্বীপ নিয়ে গঠিত? 
উত্তর:
জাপান ছোট - বড় প্রায় চার হাজার দ্বীপ নিয়ে গঠিত। 

২৫. জাপানের জলবায়ু কোন ধরনের? 
উত্তর:
জাপানের জলবায়ু নাতিশীতোষ্ণ। 

২৬. শিল্পে জাপান বিশ্বের কোন স্থানে রয়েছে? 
উত্তর: শিল্পে জাপান বিশ্বের শীর্ষস্থানে রয়েছে । 

২৭. জাপানে কত বছর বয়সের শিশুদের শিক্ষা বাধ্যতামূলক? 
উত্তর:
জাপানে ৬ থেকে ১৫ বয়স পর্যন্ত ছেলেমেয়েদের শিক্ষা বাধ্যতামূলক। 

২৮. কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়?
উত্তর:
জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। 

২৯. কোরিয়া কখন দু'ভাগে বিভক্ত হয়? 
উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দু'ভাগে বিভক্ত হয়। 

৩০. কোরিয়ার দুই অংশ মিলে কতটি দ্বীপ রয়েছে? 
উত্তর:
কোরিয়ার দুই অংশ মিলে প্রায় তিন হাজার দ্বীপ রয়েছে।

৩১. দক্ষিণ কোরিয়ার সরকারি নাম কী? 
উত্তর:
দক্ষিণ কোরিয়ার সরকারি নাম কোরিয়া প্রজাতন্ত্র।

৩২. কোরিয়ার পূর্বে কোন সাগর অবস্থিত? 
উত্তর: কোরিয়ার পূর্বে জাপান সাগর অবস্থিত।

৩৩. কোরিয়ার দ্বীপের সংখ্যা কত ? 
উত্তর:
কোরিয়ার দ্বীপের সংখ্যা প্রায় তিন হাজার। 

৩৪. কোরিয়ায় কয় ধরনের ঋতু বিদ্যমান? 
উত্তর:
কোরিয়ায় চার ধরনের ঋতু বিদ্যমান।

৩৫. মালয়েশিয়ার রাজধানীর নাম কী? 
উত্তর:
মালয়েশিয়ার রাজধানীর নাম কুয়ালালামপুর।

৩৬. মালয়েশিয়ার কতভাগ লোক কৃষির ওপর নির্ভরশীল? 
উত্তর:
মালয়েশিয়ার শতকরা ৫০ ভাগেরও বেশি লোক কৃষির ওপর নির্ভরশীল। 

৩৭. মালয়েশিয়া কয়টি প্রদেশ নিয়ে গঠিত? 
উত্তর:
মালয়েশিয়া ১৫ টি প্রদেশ নিয়ে গঠিত।

৩৮. মালয়েশিয়ার ভূপ্রকৃতি কীরূপ? 
উত্তর: মালয়েশিয়ার ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ।

৩৯. মালয়েশিয়া কীরূপ দেশ? 
উত্তর: মালয়েশিয়া একটি কৃষিপ্রধান দেশ।

৪০. মালয়েশিয়ার কত ভাগ লোক কৃষির উপর নির্ভরশীল? 
উত্তর:
মালয়েশিয়ার শতকরা ৫০ ভাগেরও বেশি লোক কৃষির ওপর নির্ভরশীল।

অনুধাবনমূলক প্রশ্ন:
১. এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে যে বিষয়গুলোতে মিল রয়েছে, তা বর্ণনা কর।
উত্তর:
এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে জনগণের জীবনযাত্রার মান, অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক ও জলবায়ুগত বৈশিষ্ট্য এবং ইতিহাস ও সংস্কৃতির দিক থেকে অনেক মিল রয়েছে।

২. বাংলাদেশের সাথে দক্ষিণ কোরিয়ার বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশের সাথে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। কোরিয়া বাংলাদেশকে রাস্তাঘাট, ব্রীজ নির্মাণ ও শিল্প উন্নয়নে যথেষ্ট সহযোগিতা করে আসছে। বাংলাদেশের সাথে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য সম্পর্কও রয়েছে।

৩. ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার দেশ বলার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: পাঁচ হাজার বছর আগের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ভারতে। তখন সিন্ধু ও হরপ্পা সভ্যতা এ অঞ্চলে বিকাশ লাভ করেছিল। দক্ষিণ ভারতে অজন্তা পর্বতগুহার চিত্রকর্ম, সারা দেশে ছড়িয়ে থাকা অজস্র প্রাচীন মন্দির ও ভাস্কর্য, আগ্রার তাজমহল, দিল্লির কুতুবমিনার, লালকেল্লা প্রভৃতি কারণে ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার দেশ বলা হয়।

৪. ভারতের অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা কর।
উত্তর: ভারতের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। দেশটির শতকরা ৭০ ভাগ লোক কৃষিজীবী। প্রধান খাদ্যশস্যের মধ্যে ধান, গম, বার্লি, যব, কফি, চা উল্লেখযোগ্য।
প্রাচীনকাল হতে ভারত তার বস্ত্রশিল্পের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত ছিল। বর্তমানে ইস্পাত, সিমেন্ট, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, সার এমনকি জাহাজ ও গাড়ি তৈরিতে এগিয়ে আছে। 

৫. ভারতের ভৌগোলিক সীমানার বর্ণনা দাও। 
উত্তর : ভারত দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্র। এশিয়া মহাদেশের মধ্য - দক্ষিণে ভারতের অবস্থান। এর উত্তরে রয়েছে পৃথিবীর বৃহত্তম হিমালয় পর্বতমালা। পূর্বাঞ্চলে আরাকান পর্বত ও আসাম। পঞ্চিমাঞ্চলে হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালা। দেশটির দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। 

৬. চীনের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর। 
উত্তর: চীন পূর্ব - এশিয়ার একটি দেশ। দেশটির আয়তন প্রায় ৯৫ লক্ষ ৯৮ হাজার ৮৯ বর্গকিলোমিটার। ভৌগোলিকভাবে ভারত ও রাশিয়ার মাঝখানে দেশটির অবস্থান। এর পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিম ও উত্তর দিকে রাশিয়া , মঙ্গোলিয়া এবং ভারতের কিছু অংশ এবং দক্ষিণে হিমালয় পর্বতমালা অবস্থিত।

৭. জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় কেন? 
উত্তর: এশিয়া মহাদেশের একেবারে পূর্বে প্রান্তে জাপান দেশটি অবস্থিত । অর্থাৎ জাপানের পূর্বপ্রান্তে আর কোনো দেশ নেই। জাপানেই সর্বপ্রথম সূর্য উদয় দেখা যায় । আর তাই জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়।

৮. জাপানের জলবায়ু ব্যাখ্যা কর। 
উত্তর: জাপানের জলবায়ু নাতিশীতোষ্ণ মণ্ডনীয়। সেখানকার উত্তর-পূর্বাঞ্চলে মৌসুমি জলবায়ুর প্রভাব সুস্পষ্ট। গ্রীষ্মকালে দেশটির আবহাওয়া আর্দ্র এবং শীতের তীব্রতাও কম থাকে।

৯. মালয়েশিয়ার উন্নয়নের ধারা ব্যাখ্যা কর। 
উত্তর: ১৯৫৭ সালের ৩১ আগস্ট স্বাধীনতা লাভের পর মালয়েশিয়া ক্রমশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এদেশে কৃষিক্ষেত্রে উন্নতির ধারা বেশি। শিল্পে বিশেষত ক্ষুদ্র ও কুটির শিল্পে উন্নতির ধারা অব্যাহত রাখার জন্য সরকার সর্বদা সচেষ্ট। দেশের অধিবাসীরা উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে । দেশে শ্রমশক্তি কম থাকায় বন্ধু রাষ্ট্রগুলো থেকে জনশক্তি আমদানি করে কৃষি, শিল্প ও ব্যবসায় বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করা হয়। 

১০. কোরিয়ার ভাষাগত ও নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। 
উত্তর: কোরিয়ানরা জাতিগতভাবে এক ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ভাষাগত ও নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিক দিয়ে কোরিয়ানরা চীন ও জাপানিদের থেকে আলাদা। যদিও শারীরিক গঠনের দিক দিয়ে চীন ও জাপানের মানুষের সাথে তাদের মিল রয়েছে। কোরিয়ানরা সবাই একই কোরিয়ান ভাষায় কথা বলে ও লেখে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url