এইচ.এস.সি সমাজবিজ্ঞান ১ম পত্র MCQ প্রশ্নের সাজেশন ১০০% কমন || SomajBiggan 1st patra MCQ prasner sajesan 100% Common
১ম অধ্যায়:
বহুনির্বাচনি প্রশ্ন:
১. সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছিল কেন?
ক. আদর্শ সমাজ গঠনের জন্য
● মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করার জন্য
গ. সামাজিক সমস্যা দূর করার জন্য
ঘ. পৃথক একটি শাস্ত্র উদ্ভাবনের জন্য
২. সমাজবিজ্ঞানের মুখ্য আলোচ্য বিষয় কী?
ক. রাষ্ট্র খ. পরিবার
গ. বিবাহ ● সমাজ
৩. সমাজবিজ্ঞানের সংজ্ঞায় প্রতিষ্ঠানের ওপর জোর দিয়েছেন নিচের কোন সমাজবিজ্ঞানী?
● এমিল ডুর্খেইম খ. গিডিংস
গ. সামনার ঘ. সিমেল
৪. সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে কোন সমাজবিজ্ঞানী মানবগোষ্ঠী এবং সামাজিক আচরণকে গুরুত্ব দিয়েছেন?
● রিচার্ড টি. শেফার খ. নিল জে. স্মেলসার
গ. ম্যাক্স ওয়েবার ঘ. ডুর্খেইম
৫. ইশতিয়াক পরীক্ষার খাতায় সমাজবিজ্ঞানের সংজ্ঞা লিখতে গিয়ে সে সমাজবিজ্ঞানকে সামাজিক আচরণ এবং সমাজের সুশৃঙ্খল এবং বস্তুনিষ্ঠ অধ্যয়ন হিসেবে আখ্যায়িত করে। সে কোন মনীষী প্রদত্ত সংজ্ঞাটি লিখেছিল?
● ডেভিড পোপেনো খ. নিল জে. স্মেলসার
গ. ম্যাক্স ওয়েবার ঘ. ডুর্খেইম
৬. সামাজিক কার্যাবলির ওপর গুরুত্বারোপ করে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেন কোন মনীষী?
● কোভালেভস্কি খ. নিল জে. স্মেলসার
গ. ম্যাক্স ওয়েবার ঘ. ডুর্খেইম
৭. সামাজিক বিজ্ঞানসমূহের অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে সর্বকনিষ্ঠ কোনটি?
ক. অর্থনীতি খ. নৃবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান ● সমাজবিজ্ঞান
৮. সমাজবিজ্ঞান কোন বিষয়ের শাখা?
ক. অর্থনীতি খ. নৃবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান ● সামাজিক বিজ্ঞান
৯. ‘Sociology is the science of social institutions.’ সংজ্ঞাটি কে প্রদান করেছেন?
ক. কোভালেভস্কি খ. নিল জে. স্মেলসার
গ. ম্যাক্স ওয়েবার ● এমিল ডুর্খেইম
১০. সমাজবিজ্ঞানের প্রথম নাম কী?
● সোশ্যাল ফিজিকস খ. সোশ্যাল আইডিয়া
গ. সোশ্যাল নেটওয়ার্ক ঘ. সোশ্যাল ওয়ার্ক
১১. ‘মানব সম্পর্কের বৈজ্ঞানিক জ্ঞান হলো সমাজবিজ্ঞান’ -সংজ্ঞাটি কে প্রদান করেছেন?
ক. কোভালেভস্কি খ. নিল জে. স্মেলসার
গ. ম্যাক্স ওয়েবার ● জন এফ কিউবার
১২. কোন বিষয়টিকে ‘The Science of Society’ বলা হয়?
ক. অর্থনীতি খ. নৃবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান ● সমাজবিজ্ঞান
১৩. সমাজবিজ্ঞানের অধিকাংশ সংজ্ঞার মধ্যে কোন বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে?
ক. সামাজিক সংগঠন খ. সামাজিক কার্যাবলি
● পারস্পরিক সম্পর্ক ঘ. সমাজের গতিপ্রকৃতি
১৪. ডেভিড পোপেনো সমাজবিজ্ঞানকে যে বিষয়ের অধ্যয়ন হিসেবে আখ্যায়িত করেছেন তা হলো—
i. সামাজিক আচরণ
ii. সমাজ
iii. সামাজিক পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. সমাজব্যবস্থা সফলভাবে পরিচালনা করতে হলে প্রয়োজন—
ক. রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়ন খ. সমাজকর্মের গবেষণা
● সমাজবিজ্ঞানের অধ্যয়ন ঘ. মনোবিজ্ঞান পাঠ
১৬. মিঠু চলমান সমাজের বিভিন্ন পরিবর্তন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জ্ঞান অর্জন করে করতে চায়। তার কোন বিষয়টি অধ্যয়ন করা উচিত?
● সমাজবিজ্ঞান খ. রাষ্ট্রবিজ্ঞান
গ. সমাজকর্ম ঘ. নৃবিজ্ঞান
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও:
হৈমন্তী দ্বাদশ শ্রেণিতে পড়ে। সে তার পাঠ্যবই থেকে জেনেছে, সমাজবিজ্ঞান পাঠ্যসূচির যৌক্তিকতা পর্যালোচনা করে।
১৭. হৈমন্তীর পাঠ্যবই কীরূপ সমাজবিজ্ঞানকে নির্দেশ করে?
ক. নগর সমাজবিজ্ঞান খ. ধর্মীয় সমাজবিজ্ঞান
● শিক্ষা সমাজবিজ্ঞান ঘ. ঐতিহাসিক সমাজবিজ্ঞান
১৮. হৈমন্তীর পঠিত সমাজবিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য-
i. শিক্ষার সাথে সমাজকাঠামোর সম্পর্ক বিশ্লেষণ
ii. শিক্ষাব্যবস্থার যৌক্তিকতা পর্যালোচনা
iii. শিক্ষার তাত্ত্বিক দর্শন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
১৯. Logos শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ইংরেজি খ. ল্যাটিন
গ. ফরাসী ● গ্রিক
২০. ‘Sociology’ শব্দটির প্রবক্তা কে?
ক. প্লেটো খ. এরিস্টটল
গ. ইবনে খালদুন ● অগাস্ট কোঁৎ
২১. ‘সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান’ – উপ্তিটি কার?
ক. কোভালেভস্কি খ. নিল জে. স্মেলসার
গ. ম্যাক্স ওয়েবার ● এমিল ডুর্খেইম
২২. ‘Socius’ কোন ভাষার শব্দ?
ক. ইংরেজি ● ল্যাটিন
গ. ফরাসী ঘ. গ্রিক
২৩. সমাজসম্পর্কিত বস্তুনিষ্ঠ পাঠ বা বিশ্লেষণকে কী বলে?
ক. অর্থনীতি খ. নৃবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান ● সমাজবিজ্ঞান
২৪. কোন বিষয়কে সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান বলা হয়?
ক. অর্থনীতি খ. নৃবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান ● সমাজবিজ্ঞান
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও :
ক্লাসে তোমাকে সমাজবিজ্ঞানের সংজ্ঞা বলতে বলায় তুমি বললে, ‘সমাজবিজ্ঞান হলো সামাজিক আচরণ এবং মানবসমাজের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন।’
২৫. তোমার দেওয়া সংজ্ঞাটি, কোন সমাজবিজ্ঞানীর সংজ্ঞার অনুরূপ?
ক. কোভালেভস্কি খ. নিল জে. স্মেলসার
গ. ম্যাক্স ওয়েবার ● ডব্লিউ পি. স্কট
২৬. উক্ত সংজ্ঞায় যেসব প্রত্যয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো-
i. সামাজিক আচরণ
ii. সামাজিক সম্পর্ক
iii. মানব সমাজের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
২৭. প্রকৃতিগত দিক থেকে সমাজবিজ্ঞানের ধরন কোনটি?
ক. ব্যবহারিক ● বস্তুনিষ্ঠ
গ. প্রায়োগিক ঘ. আপেক্ষিক
২৮. সমাজবিজ্ঞানীদের গবেষণার মূল লক্ষ্য কী?
● তাত্ত্বিক জ্ঞানের বিকাশ ঘটানো
খ. আদর্শ সমাজ গড়ে তোলা
গ. সমাজে বিদ্যমান নানা বিষয়ে মতামত দেয়া
ঘ. আদর্শ রাষ্ট্রের রূপরেখা তুলো ধরা
২৯. সমাজের কোন বিষয়টি নির্ণয় করা সমাজবিজ্ঞানের অন্যতম লক্ষ্য?
ক. সামাজিক পরিবর্তন খ. সমাজকাঠামো
গ. সামাজিক স্তরবিন্যাস ● সমাজের বাস্তবতা
৩০. কোনটি সমাজকাঠামোর মূলভিত্তি?
ক. সামাজিক প্রথা খ. সামাজিক দল
গ. সামাজিক গোষ্ঠী ● মানব সম্পর্ক
৩১. সমাজকাঠামোর ব্যাখ্যা প্রদান করে কোন বিষয় বা অধ্যয়ন শাস্ত্র?
ক. রাজনৈতিক সমাজবিজ্ঞান খ. সমাজকল্যাণ
● সমাজবিজ্ঞান ঘ. নীতিশাস্ত্র
৩২. বর্তমান সমাজে কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে সমাজবিজ্ঞান এটির অপকারিতা বা এটি কমানোর প্রশ্নে তাত্ত্বিক দিক থেকে কী ধরনের ভূমিকা রাখবে?
ক. সিদ্ধান্ত প্রদান করবে ● নিরপেক্ষ থাকবে
গ. মন্তব্য করবে না ঘ. পরামর্শ দেবে
৩৩. সমাজবিজ্ঞানের নিরপেক্ষতার ক্ষেত্রে সমাজবিজ্ঞানীদের মতভেদ কয়টি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়?
● দুই খ. চার
গ. তিন ঘ. পাঁচ
৩৪. সমাজের পাঠ হিসেবে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে কোন বক্তব্যটি প্রযোজ্য?
ক. আদর্শভিত্তিক পাঠ খ. সংশ্লেষণধর্মী পাঠ
● পূর্ণাঙ্গ পাঠ ঘ. আংশিক পাঠ
৩৫. সমাজবিজ্ঞান কোনটির মধ্যকার কার্যকারণ সম্পর্ক নিয়ে আলোচনা করে?
● সামাজিক প্রপঞ্চ খ. সামাজিক গতিশীলতা
গ. সামাজিক প্রসার ঘ. সামাজিক মূল্যবোধ
৩৬. কোনটি সমাজের পরিবর্তন, বিবর্তন, প্রগতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে?
ক. সামাজিক প্রপঞ্চ ● সামাজিক গতিশীলতা
গ. সামাজিক প্রসার ঘ. সামাজিক মূল্যবোধ
৩৭. কোন বিষয়টি প্রকৃতির বিভিন্ন বিষয়কে পরীক্ষা-নিরীক্ষা করে?
● প্রাকৃতিক বিজ্ঞান খ. জীববিজ্ঞান
গ. সমাজবিজ্ঞান ঘ. নৃবিজ্ঞান
৩৮. সমাজবিজ্ঞান সমাজের আলোচনার পাশাপাশি আর কোনটি করে থাকে?
ক. মূল্যায়ন খ. সংশ্লেষণ
গ. নীতি নির্ধারণ ● পর্যালোচনা
৩৯. কোন বিজ্ঞান সমাজকে সামগ্রিকভাবে ও ব্যাপকভাবে অধ্যয়ন করে?
ক. প্রাকৃতিক বিজ্ঞান খ. জীববিজ্ঞান
● সমাজবিজ্ঞান ঘ. নৃবিজ্ঞান
৪০. ম্যাক্স ওয়েবারের মতে সমাজবিজ্ঞানের উদ্দেশ্য কোনটি?
● সামাজিক কার্যাবলির অধ্যয়ন খ. সামাজিক অগ্রগতি
গ. অসামাজিকতা রোধ ঘ. সামাজিক নিয়ন্ত্রণ
৪১. ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, ব্যক্তির সাথে গোষ্ঠীর সম্পর্ক বা অন্য কোনো প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে কোন বিষয় আলোচনা করে?
ক. প্রাকৃতিক বিজ্ঞান খ. জীববিজ্ঞান
● সমাজবিজ্ঞান ঘ. নৃবিজ্ঞান
৪২. সমাজবিজ্ঞান সমাজে বসবাসরত মানুষের কী বিশ্লেষণ করে?
● পারস্পরিক সম্পর্ক খ. জীবন প্রণালি
গ. আচার-আচরণ ঘ. নৈতিক মূল্যবোধ
৪৩. উন্নয়নকামী সমাজে সমাজবিজ্ঞান চর্চার লক্ষ্য হলো—
i. সমাজের সমস্যাবলি চিহ্নিতকরণ
ii. সমস্যাবলি সমাধানের নির্দেশনা দেওয়া
iii. সমাজের সমস্যাবলির উৎপত্তি নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. সমাজবিজ্ঞানের প্রসার ঘটছে—
i. পরিবর্তনের মাধ্যমে
ii. পরিমার্জনের মাধ্যমে
iii. পূর্ণ মূল্যায়নের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
৪৫. বাড়ৈইখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সবুর সাহেব বিশৃঙ্খলা প্রতিরোধে সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান। কোন বিষয়ের জ্ঞান তাকে এ ব্যাপারে সাহায্য করবে?
ক. পৌরনীতির খ. সমাজকল্যাণের
● সমাজবিজ্ঞানের ঘ. অর্থনীতির
৪৬. সমাজবিজ্ঞানের পঠন ও গবেষণার বিষয় হলো-
i. মানব আচরণ
ii. সমাজ
iii. সংঘ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪৭ ও ৪৮নং প্রশ্নের উত্তর দাও :
Robert Bierstedt তার ‘The Social Order’ বইতে বলেন, সমাজতত্ত্ব হলো সামাজিক বিজ্ঞান, এটি প্রাকৃতিক বিজ্ঞান নয়। সমাজতত্ত্ব আদর্শিক নয়, বরং বাস্তবতার ভিত্তিতে গবেষণা করে।
৪৭. উল্লিখিত বইটিতে সমাজতত্ত্ব/সমাজবিজ্ঞানের কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. সমাজবিজ্ঞানের সংজ্ঞা খ. সমাজবিজ্ঞানের পরিধি
● সমাজবিজ্ঞানের প্রকৃতি ঘ. সমাজবিজ্ঞানের বিষয়বস্তু
৪৮. অনুচ্ছেদে আলোচিত বিষয়টির বৈশিষ্ট্য সম্পর্কে বলা যায়—
i. সমাজের পূর্ণাঙ্গ পাঠ
ii. একটি বিশ্লেষণধর্মী বিজ্ঞান
iii. নৈতিকতার প্রশ্নে মূল্যবোধ নিরপেক্ষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
৪৯. সমাজবিজ্ঞানকে বলা হয়–
ক. মূল্যবোধভিত্তিক বিজ্ঞান ● বস্তুনিষ্ঠ বিজ্ঞান
গ. আদর্শনিষ্ঠ বিজ্ঞান ঘ. ব্যবহারিক বিজ্ঞান
৫০. সমাজবিজ্ঞানকে ঐতিহ্যগতভাবে মূল্যবোধ নিরপক্ষে বিজ্ঞান বলা হয়। কারণ সমাজবিজ্ঞান-
● সমাজের বাস্তবতা তুলে ধরে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে
খ. সমাজের মূল্যবোধ নিয়ে আলোচনা করে
গ. সমাজের সকল বিষয় ভাবাবেগ দ্বারা মূল্যায়ন করে
ঘ. নৈতিকতার দিক থেকে সমাজের বিশ্লেষণ করে
২য় অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন:
১. পৃথিবীকে সভ্য পর্যায়ে নিয়ে আসার জন্য কার অবদান সবচেয়ে বেশি?
● বিজ্ঞানের খ. যুক্তির
গ. চিন্তার ঘ. পর্যবেক্ষণের
২. প্রাকৃতিক বিজ্ঞান কী?
ক. প্রাকৃতিক পরিবেশ সম্পর্কিত জ্ঞান
খ. প্রকৃত পর্যবেক্ষণ
গ. মানুষ সম্পর্কিত জ্ঞান
● প্রকৃতির ভৌত বৈশিষ্ট্যসমূহের পাঠ
৩. ‘বিজ্ঞান বলতে বোঝায় কার্যকারণ সূত্রে গ্রথিত জ্ঞান’— উক্তিটি কার?
ক. ক্রাউথার খ. জেডি বার্নাল
গ. আইনস্টাইন ● টমাস হবস
৪. বিজ্ঞানের সুশৃঙ্খল জ্ঞান কীসের দ্বারা নির্ণীত?
ক. মূল্যবোধ খ. সামাজিক চাহিদা
● যুক্তি ঘ. নৈতিকতা
৫. কার মতে, ‘বিজ্ঞান মানুষ ও বিশ্বজগৎ সম্বন্ধে বিশ্বাস ও মনোভাব নির্ধারণের অন্যতম প্রধান উৎস’?
ক. ক্রাউথার ● জে.ডি. বার্নাল
গ. আইনস্টাইন ঘ. টমাস হবস
৬. বিজ্ঞান কোন ধরনের জ্ঞানের সমষ্টি?
● অভিজ্ঞতালব্ধ খ. বিশেষ
গ. বাস্তব ঘ. সাধারণ
৭. বিজ্ঞান এমন বিশেষ জ্ঞান যা নির্ভরশীল—
ক. অভিজ্ঞতার ওপর ● পরীক্ষণের ওপর
গ. ব্যক্তির ওপর ঘ. অধ্যয়নের ওপর
৮. . ‘Science in History’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. ক্রাউথার ● জে.ডি. বার্নাল
গ. আইনস্টাইন ঘ. টমাস হবস
৯. বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা হয়?
● দুই খ. চার
গ. পাঁচ ঘ. ছয়
১০. এমিল ডুর্খেইম বিজ্ঞানের কয়টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন?
● তিন খ. চার
গ. পাঁচ ঘ. ছয়
১১. জে. ডি. বার্নাল তার গ্রন্থে বিজ্ঞান সম্বন্ধে যে মন্তব্য করেছেন তা হলো—
i. এটি একটি প্রতিষ্ঠান
ii. এক ধরনের পদ্ধতি
iii. ঐতিহ্যগতভাবে বেড়ে ওঠা জ্ঞানভাণ্ডার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
১২. বিজ্ঞান একটি পুরনো বিষয় কারণ—
i. ইতিহাসে এর গতি নানা বিবর্তনের মাঝ দিয়ে গেছে।
ii. প্রতিটি বিন্দুতে সামাজিক ক্রিয়াকর্মের সাথে বিজ্ঞান নিবিড়ভাবে যুক্ত
iii. বিজ্ঞান সমাজের বিভিন্ন ঘটনার সত্য উদ্ঘাটনের চেষ্টা করে থাকে
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও :
বর্তমান সভ্যতা আজকের পর্যায়ে আসার ক্ষেত্রে এমন একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা কার্যত পর্যবেক্ষণ ও পরীক্ষণের ওপর নির্ভরশীল। বিষয়টির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষা, প্রমাণ ও যুক্তি।
১৩. অনুচ্ছেদে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
● বিজ্ঞান খ. গবেষণা
গ. বৈজ্ঞানিক পদ্ধতি ঘ. কৌশল
১৪. অনুচ্ছেদে বর্ণিত বিষয়ের বৈশিষ্ট্য হচ্ছে—
i. বিমূর্ত ও গতিশীলতা
ii. সুশৃঙ্খল ও ধারাবাহিক
iii. বিশৃঙ্খল ও ধ্বংসাত্মক
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. তুলনামূলক পদ্ধতি কয়ভাগে প্রয়োগ করা হয়?
ক. ১ ● ২
গ. ৪ ঘ. ৫
১৬. সুশৃঙ্খল জ্ঞানই বিজ্ঞান যা নির্ণীত হয়—
i. পরীক্ষা দ্বারা
ii. প্রমাণ দ্বারা
iii. যুক্তি দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
১৭. বিজ্ঞান বলতে কী বুঝ?
ক. সঠিক তথ্যাবলি সনা করা
খ. সঠিক গবেষণা পদ্ধতি নির্ণয় করা
● প্রাপ্ত তথ্যাবলির ভিত্তিতে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া
ঘ. গবেষণা কৌশলে নিরপেক্ষতা অবলম্বন করা
১৮. “বিজ্ঞান হলো সুসংবদ্ধ জ্ঞান”- এ অভিমতটি হলো সমাজবিজ্ঞানী-
ক. রবার্ট সান্ডের ● নোয়া ওয়েবস্টারের
গ. কলসন ও স্টোনের ঘ. এন্ডারসনের
১৯. জ্ঞান অন্বেষণের প্রবেশপথ কোনটি?
ক. ধ্যান খ. পর্যবেক্ষণ
গ. গবেষণা ● বৈজ্ঞানিক পদ্ধতি
২০. ‘বৈজ্ঞানিক পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি, যেখানে পৃথক বা স্বাতন্ত্র্য নিয়মের পদ্ধতিসমূহ ব্যবহার করে দক্ষতাসহ উপাত্ত বা জ্ঞান অর্জন করা হয়’- উক্তিটি কার?
● জে. এ. হগসের খ. ম্যাকাইভারের
গ. রবার্ট সান্ডের ঘ. হবসের
২১. ‘বৈজ্ঞানিক পদ্ধতি হলো তথ্যয়াজির এক ধারাবাহিক পর্যবেক্ষণ ও শ্রেণিকরণ’- উক্তিটি কোন মনীষীর?
● জি. এ. ল্যান্ডবার্গের খ. ম্যাকাইভারের
গ. রবার্ট সান্ডের ঘ. হবসের
২২. বিজ্ঞানসম্মত অনুসন্ধানের উপায়কে কী বলে?
ক. ধ্যান খ. পর্যবেক্ষণ
গ. গবেষণা ● বৈজ্ঞানিক পদ্ধতি
২৩. বিজ্ঞানের ভিত্তি কী?
ক. ধ্যান খ. পর্যবেক্ষণ
গ. গবেষণা ● বৈজ্ঞানিক পদ্ধতি
২৪. বৈজ্ঞানিক পদ্ধতি কয়টি প্রক্রিয়াকে নির্দেশ করে?
● ১টি খ. ২টি
গ. ৪টি ঘ. ৫টি
২৫. সংগৃহীত তথ্যের সত্যতা ও যথার্থতা নিরূপণ করা কার কাজ?
● বিজ্ঞানীর খ. প্রত্নতত্ত্ববিদের
গ. রাজনীতিবিদের ঘ. অর্থনীতিবিদের
২৬. সমাজবিজ্ঞানী ডেভিস ও কোসেনজা বৈজ্ঞানিক পদ্ধতির কয়টি বৈশিষ্ট্য নির্ণয় করেছেন?
● পাঁচটি খ. চারটি
গ. সাতটি ঘ. ছয়টি
২৭. আধুনিক বিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য কী?
ক. কাঠামোবাদ ● যুক্তিবাদ
গ. নিশ্চিতকরণ ঘ. পর্যবেক্ষণ
২৮. বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রধান নির্ধারক কোনটি?
ক. কার্যকরী সংজ্ঞা খ. নিশ্চিতকরণ
গ. পর্যবেক্ষণ ● সাধারণীকরণ
২৯. বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীরা কতটি নীতি অনুসরণ করে থাকেন?
● ৬টি খ. ২টি
গ. ৪টি ঘ. ৫টি
৩০. বৈজ্ঞানিক পদ্ধতির যে সকল নীতিমালা প্রায় সকল বিজ্ঞানী অনুসরণ করে থাকেন—
i. সাধারণীকরণ
ii. পুনঃপর্যবেক্ষণ
iii. সমস্যার সংজ্ঞায়ন
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. সব বিজ্ঞানী বৈজ্ঞানিক সমস্যার সমাধানে প্রয়াসী হন। এক্ষেত্রে তাদের কাজ হয়—
i. সমস্যা চিহ্নিতকরণ
ii. সমস্যার স্বরূপ নির্ধারণ
iii. সমস্যা পর্যবেক্ষণ
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩২ ও ৩৩নং প্রশ্নের উত্তর দাও :
নাবিলা তার সমাজবিজ্ঞান পাঠ্যবইয়ে একটি পদ্ধতি সম্পর্কে পড়ছিল। এ পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলির বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করা যায়।
৩২. নাবিলার পঠিত বিষয়ের সাথে মিল রয়েছে কোন পদ্ধতির?
ক. ধ্যান খ. পর্যবেক্ষণ
গ. গবেষণা ● বৈজ্ঞানিক পদ্ধতি
৩৩. উক্ত পদ্ধতির নীতিমালা হচ্ছে-
i. কার্যকরী সংজ্ঞা
ii. সাধারণীকরণ
iii. নিশ্চিতকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
৩৪. পদ্ধতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক. Theory ● Method
গ. Way ঘ. Technique
৩৫. কৌশলের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক. Theory খ. Method
গ. Way ● Technique
৩৬. যে যৌক্তিক প্রণালিতে সামাজিক বিষয়াবলি ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে তথ্যরাজি ধারাবাহিক পর্যবেক্ষণ করা হয় তাকে বলে-
ক. ধ্যান খ. পর্যবেক্ষণ
গ. গবেষণা ● বৈজ্ঞানিক পদ্ধতি
৩৭. গবেষণার উপাদানগুলো প্রাকৃতিক বিজ্ঞানে কীরূপ আচরণ প্রকাশ করে?
● গবেষকের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে
খ. গবেষকের নিয়ন্ত্রণের বাইরে থাকে
গ. স্বয়ংক্রিয় ভূমিকা পালন করে
ঘ. পরীক্ষাগারের প্রকৃতির ওপর নির্ভরশীল
৩৮. নির্ভরশীল চলককে কী বলা হয়?
● কারণ খ. ফল
গ. পর্যবেক্ষণ ঘ. দর্শন
৩৯. সামাজিক গবেষণার কোন পদ্ধতির মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সমাজ ও সম্প্রদায়ের মধ্যে তুলনা করে তাদের জীবনযাপন পদ্ধতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য যাচাই করে বৈজ্ঞানিক সিদ্ধান্তে উপনীত হওয়া?
ক. পরীক্ষণ পদ্ধতি ● তুলনামূলক পদ্ধতি
গ. পরিসংখ্যান পদ্ধতি ঘ. দার্শনিক পদ্ধতি
৪০. ‘Sociological Theory and Social Research’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. ক্রাউথার ● কুলি
গ. আইনস্টাইন ঘ. টমাস হবস
৪১. বৈজ্ঞানিক পদ্ধতি মূলত সুসংবদ্ধ জ্ঞান প্রতিষ্ঠার জন্য পরিচালিত কিছু সংখ্যক-
ক. জ্ঞানের সমষ্টি খ. নীতিমালার সমষ্টি
গ. বৈশিষ্ট্যর সমষ্টি ● কৌশলের সমষ্টি
৪২. বিভিন্ন পদ্ধতির উদ্ভব ঘটেছে কেন?
ক. শ্রেণিবৈষম্যের কারণে
● কাঠামোগত ভিন্নতার কারণে
গ. স্তরবিন্যাসের কারণে
ঘ. সামাজিক বিশৃঙ্খলার কারণে
৪৩. এবনে গোলাম সামাদ বৈজ্ঞানিক গবেষণা বা পদ্ধতির কয়টি পর্যায় লক্ষ করেছেন?
ক. ১ ● ৩
গ. ৪ ঘ. ৫
৪৪. আসিফ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসারে গবেষণা করে। এক্ষেত্রে প্রথমেই সে কী করে?
● সমস্যা নির্বাচন খ. সমস্যার সংজ্ঞায়ন
গ. বুক রিভিউ ঘ. চলক নির্ধারণ
৪৫. গবেষণার বিষয় নির্বাচন করাকে কী নামে অভিহিত করা হয়?
● সমস্যা নির্বাচন খ. সমস্যার সংজ্ঞায়ন
গ. বুক রিভিউ ঘ. চলক নির্ধারণ
৪৬. সমস্যার সংজ্ঞায়ন বৈজ্ঞানিক পদ্ধতির কততম স্তর?
ক. ১ ● ২
গ. ৪ ঘ. ৫
৪৭. বিজ্ঞানভিত্তিক গবেষণার সর্বশেষ পর্যায় কোনটি?
ক. পর্যবেক্ষণ খ. তথ্য সংগ্রহ
● ভবিষ্যদ্বাণীকরণ ঘ. তথ্যের শ্রেণিবিন্যাস
৪৮. কীভাবে সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হতে পারে?
ক. অনুসিদ্ধান্ত গঠন করে
খ. নির্বাচিত সমস্যাটিকে সাভাবে বিশ্লেষণ করে
● বিশেষ বিশেষ ঘটনা জরিপ ও বিশ্লেষণ করে
ঘ. তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করে
৪৯. দুটি প্রত্যয় বা ধারণার মধ্যকার সম্পর্ককে কী বলে?
ক. অনুসিদ্ধান্ত ● কল্পনা
গ. সংগতিবিধান ঘ. প্রকল্প
৫০. বৈজ্ঞানিক গবেষণায় সাধারণ সূত্র প্রণয়নের কাজটি কী নামে পরিচিত?
ক. সাধারণীকরণ ● নিশ্চিতকরণ
গ. প্রকল্প ঘ. পর্যবেক্ষণ
৩য় অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন:
১. ইবনে খালদুন কোন বিশ্ববিদ্যালয়ে প্রধান অধ্যাপক হিসেবে নিযুক্ত হন?
ক. বাগদাদ বিশ্ববিদ্যালয়ে খ. বোখারা বিশ্ববিদ্যালয়ে
● আল আযহার বিশ্ববিদ্যালয়ে ঘ. খোরাসান বিশ্ববিদ্যালয়ে
২. ইবনে খালদুনের ‘আল মুকাদ্দিমা’ গ্রন্থ কয়টি পর্যায়ে বিভক্ত?
ক. দুই ● তিন
গ. চার ঘ. পাঁচ
৩. সমাজবিজ্ঞানের পথিকৃৎ বলা হয় কোন দার্শনিককে?
ক. কার্ল মার্কসকে ● ইবনে খালদুনকে
গ. এমিল ডুর্খেইমকে ঘ. ম্যাক্স ওয়েবারকে
৪. ইবনে খালদুন কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৩১২ খ. ১৩৮০
● ১৩৩২ ঘ. ১৪০৬
৫. কার মতে স্বপ্নের মাধ্যমেই মানুষের মনে প্রথম আত্মার ধারণা সৃষ্টি হয়?
ক. ইবনে খালদুন ● হার্বার্ট স্পেন্সার
গ. এমিল ডুর্খেইম ঘ. কার্ল মার্কস
৬. ইবনে খালদুনের বিখ্যাত ইতিহাস গ্রন্থের নাম কী?
ক. আল-আকবর ● আল-মুকাদ্দিমা
গ. আল-আইয়াম ঘ. আল-কিসাস
৭. ইবনে খালদুন রাষ্ট্র ও সার্বভৌমত্ব সম্বন্ধে কোন গ্রন্থে বিশদ আলোচনা করেছেন?
ক. আল-আকবর ● আল-মুকাদ্দিমা
গ. আল-আইয়াম ঘ. আল-কিসাস
৮. ‘পরিবর্তনের চাকায় মানুষ নিয়তই পরিবর্তিত হচ্ছে এবং এ পরিবর্তনের শক্তিগুলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে’ উক্তিটি কার?
ক. কার্ল মার্কসের ● আর্নল্ড টয়েনবির
গ. এমিল ডুর্খেইমের ঘ. ম্যাক্স ওয়েবারের
৯. ‘সমাজ ভৌগোলিক প্রভাব, আবহাওয়া ও মাটি দ্বারা বিশেষভাবে প্রভাবিত’— উক্তিটি কার?
ক. কার্ল মার্কসকে ● ইবনে খালদুনের
গ. এমিল ডুর্খেইমকে ঘ. ম্যাক্স ওয়েবারের
১০. ইবনে খালদুন সমাজবিজ্ঞানে কোন নতুন ধারণা প্রদান করেন?
ক. সমাজের বৈচিত্র্য খ. সমাজ গতিশীল
● বাদওয়া ও হারদা ঘ. গোষ্ঠী সংঘর্ষ
১১. আল-মুকাদ্দিমা গ্রন্থের বৈশিষ্ট্য কোনটি?
ক. সুবিন্যস্তভাবে সজ্জিত খ. হস্তাক্ষরে লিখিত
● বিষয়বস্তু যুক্তি ও তথ্যনির্ভর ঘ. বৈচিত্র্যপূর্ণ উপস্থাপনা
১২. আল-মুকাদ্দিমার তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় কী?
ক. ইতিহাস দর্শন খ. সংস্কৃতির বৈশিষ্ট্য
● রাষ্ট্র ও সার্বভৌমত্ব ঘ. গোষ্ঠীগত সংহতি
১৩. আল-মুকাদ্দিমার প্রথম অধ্যায়ে কোনটি আলোচিত হয়েছে?
ক. যাযাবর ও বেদুইন সমাজ ● মানবসমাজ ও এর প্রয়োজনীয়তা
গ. রাজ্য ও সার্বভৌমত্ব ঘ. বিজ্ঞান ও শিক্ষা
১৪. সামাজিক ক্রমবিবর্তনের ধারাকে ইবনে খালদুন কীসের ন্যায় ব্যাখ্যা করেছেন?
● জীবন্ত বস্তু খ. জড় বস্তু
গ. স্থবির বস্তু ঘ. গতিশীল বস্তু
১৫. ইবনে খালদুনের মতে রাষ্ট্রের বয়সের স্তর সাধারণত কয়টি?
ক. দুই ● তিন
গ. চার ঘ. পাঁচ
১৬. ইবনে খালদুনের মতে প্রতিটি রাষ্ট্রের বয়স কত বছরের মধ্যে সীমাবদ্ধ?
ক. ৮০ বছর ● ১২০ বছর
গ. ৬০ বছর ঘ. ১০০ বছর
১৭. ইবনে খালদুন কর্তৃক নামকরণকৃত জ্ঞানের নতুন শাখা কোনটি?
● আল-উমরান খ. ক্যাপিটাল
গ. মুকাদ্দিমা ঘ. পজিটিভিজম
১৮. ইবনে খালদুনের মতে সমাজের ভিত্তি কী?
ক. ধর্মীয় ঐক্য খ. রাজনৈতিক ঐক্য
গ. সামাজিক ঐক্য ● গোষ্ঠী সংহতি
১৯. খালদুনের মতে কোন সমাজে সামাজিক সংহতি সবচেয়ে দৃঢ়?
ক. হিন্দু সমাজে ● উপজাতীয় সমাজে
গ. মুসলিম সমাজে ঘ. শিল্প সমাজে
২০. কার চিন্তায় আমরা আল-উমরান- এর অনুরূপ বিজ্ঞানের সন্ধান পাই?
ক. ইবনে খালদুনের ● অগাস্ট কোঁৎ- এর
গ. এমিল ডুর্খেইমের ঘ. কার্ল মার্কসের
২১. আল-মুকাদ্দিমার কোন অধ্যায়টি ‘The Prince’ নামক গ্রন্থের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. প্রথম খ. দ্বিতীয়
● তৃতীয় ঘ. চতুর্থ
২২. খালদুনের মতে, কোনটির বিভিন্নতার কারণে সমাজ ও রাজনৈতিক কাঠামোতে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হতে পারে?
ক. মানুষের ধারণার খ. ধর্মের
● আসাবিয়ার ঘ. গোষ্ঠীর
২৩. শুধুমাত্র রাজনৈতিক ঘটনার নিছক বর্ণনা ইতিহাসের বিষয়বস্তু হতে পারে না। বিষয়টি সর্বপ্রথম কে উপলব্ধি করেন?
● ইবনে খালদুন খ. অগাস্ট কোঁৎ
গ. এমিল ডুর্খেইম ঘ. কার্ল মার্কস
২৪. সমাজ ও রাষ্ট্রের উত্থান পতনের কারণ অনুসন্ধান করার ক্ষেত্রে খালদুন কোন পদ্ধতির সাহায্য গ্রহণ করেন?
ক. রাজনৈতিক বিশ্লেষণাত্মক খ. বৈজ্ঞানিক বিশ্লেষণাত্মক
● ঐতিহাসিক বিশ্লেষণাত্মকঘ. সামাজিক বিশ্লেষণাত্মক
২৫. ইবনে খালদুন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৪০৫ ● ১৪০৬
গ. ১৪০৭ ঘ. ১৪০৮
২৬. ইবনে খালদুন একটি নতুন বিজ্ঞানের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন-
i. মানব ইতিহাস সম্পর্কে সঠিক জ্ঞান লাভের জন্য
ii. ঐতিহাসিক ঘটনা উপলব্ধির জন্য
iii. ইতিহাসকে সঠিভাবে বিশ্লেষণের জন্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
২৭. খালদুনের সবচেয়ে বড় অবদান তিনি মানবসমাজ অধ্যয়নের জানো—
i. একটি নতুন বিজ্ঞান উদ্ভবের প্রয়োজনীয়তা উপলব্ধি
ii. একটি নতুন বিজ্ঞান উদ্ভাবন করেছিলেন
iii. নতুন বিজ্ঞানের রূপরেখা অঙ্কন করেছিলেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. ‘Positive Philosophy’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. ইবনে খালদুন ● অগাস্ট কোঁৎ
গ. এমিল ডুর্খেইম ঘ. কার্ল মার্কস
২৯. আল-উমরানের চতুর্থ অধ্যায়ে আলোচিত হয়েছে-
i. রাজার অধীন পদসমূহ
ii. যাযাবর ও বেদুইন সমাজ
iii. সরকারি অফিস-আদালত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
● ii ও iii ঘ. i, ii ও iii
৩০. গোষ্ঠী সংহতির মূল উৎস হলো-
i. রাজনৈতিক আদর্শ
ii. রক্ত সম্পর্ক
iii. পারিবারিক ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. কোন যুগে প্রকৃতির বাইরে ঈশ্বর বা অন্য কোনো চরম সত্তাকে অস্বীকার করা হয়েছে?
ক. আদিম যুগে ● দৃষ্টবাদ যুগে
গ. শিল্প যুগে ঘ. সামরিক সমাজে
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩২-৩৪নং প্রশ্নের উত্তর দাও:
হুন লু উপজাতির লোকজন গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করে। এ গোষ্ঠীবদ্ধতার ভিত্তিতে তারা তাদের সমাজ গড়ে তুলেছে। তাদের সমাজের রয়েছে নিজস্ব নিয়মনীতি ও সংস্কৃতি যা অন্যান্য সমাজ থেকে হুন লু সমাজকে পৃথক করেছে।
৩২. ইবনে খালদুনের দৃষ্টিতে হুন লু সমাজে কোনটি বিদ্যমান?
ক. মুকাদ্দিমা ● আসাবিয়া
গ. আল উমরান ঘ. ইবরার
৩৩. ইবনে খালদুন এ বিষয়টিকে কেন্দ্র করে ধারণা প্রদান করেছেন—
i. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে
ii. সার্বভৌমত্ব সম্পর্কে
iii. রাষ্ট্রের পতন সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
৩৪. এ বিষয়টি সম্পর্কে ইবনে খালদুন জানতে পেরেছেন—
i. ক্রিয়াবাদী পদ্ধতি অনুসরণের দ্বারা
ii. ঐতিহাসিক বিশ্লেষণাত্মক পদ্ধতি অনুসরণের দ্বারা
iii. সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন সম্পর্কে গবেষণার দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
● ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. আসাবিয়া হচ্ছে—
● সামাজিক সংহতি খ. সামাজিক ক্ষমতা
গ. সামাজিক চেতনা ঘ. সামাজিক নির্ভরশীলতা
৩৬. পথিকৃৎ সমাজবিজ্ঞানীদের মধ্যে যিনি তিউনিসে জন্মগ্রহণ করেন তিনি সমাজবিজ্ঞানের এমন একটি প্রত্যয় উদ্ভাবন করেন যার অর্থ গোত্র সংহতি। অনুচ্ছেদে উল্লিখিত সমাজবিজ্ঞানীর উক্ত প্রত্যয় ছাড়াও উল্লেখযোগ্য অবদান হলো-
ক. বিবর্তনবাদের প্রবর্তন
খ. সমাজ গবেষণায় ঐতিহাসিক পদ্ধতি প্রয়োগ
গ. দৃষ্টবাদী রাজনীতির প্রবর্তন
● ঐতিহ্যবাহী কর্তৃত্বের উদ্ভাবন
৩৭. ইবনে খালদুনের সমাজবিজ্ঞানের কেন্দ্রবিন্দু কোনটি?
● আল আসাবিয়া খ. রক্ত সম্পর্ক
গ. পারিবারিক ঐতিহ্য ঘ. রাজনৈতিক আদর্শ
৩৮. ইবনে খালদুনের মতে, রাষ্ট্রের প্রতিটি স্তরের আয়ুষ্কাল কত?
● ৪০ বছর খ. ৬০ বছর
গ. ৮০ বছর ঘ. ১২০ বছর
৩৯. আল-মোকাদ্দিমা গ্রন্থটির প্রকাশকাল কোনটি?
ক. ১৩১২ খ্রিস্টাব্দ ● ১৩৮০ খ্রিস্টাব্দ
গ. ১৪৮০ খ্রিস্টাব্দ ঘ. ১৩৭৭ খ্রিস্টাব্দ
৪০. ‘আল-উমরান’ অর্থ কী?
● সংস্কৃতি বিজ্ঞান খ. ইতিহাস
গ. সমাজবিজ্ঞান ঘ. দর্শন
৪১. খালদুনের ইতিহাস শাস্ত্র-
i. নিরপেক্ষ
ii. বিজ্ঞাননির্ভর
iii. বস্তুনিষ্ঠ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
৪২. ইবনে খালদুনের মতে সমাজবিজ্ঞানের কেন্দ্রবিন্দু হলো-
i. গোষ্ঠী সংহতি
ii. রক্ত সম্পর্ক ও পারিবারিক ঐতিহ্য
iii. সমাজের মানুষের চরিত্র
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. অগাস্ট কোঁৎ জন্মগ্রহণ করেন কত খ্রিষ্টাব্দে?
ক. ১৮০১ ● ১৭৯৮
গ. ১৮১০ ঘ. ১৮১৫
৪৪. কোন দার্শনিকের চিন্তা দ্বারা অগাস্ট কোঁৎ প্রভাবিত হয়েছিলেন?
ক. সেন্ট অগাস্টিন ● সেন্ট সাইমন
গ. ভলতেয়ার ঘ. রুশো
৪৫. সমাজবিজ্ঞানের জনক কে?
ক. কার্ল মার্কস খ. ম্যাক্স ওয়েবার
● অগাস্ট কোঁৎ ঘ. হার্বার্ট স্পেন্সার
৪৬. অগাস্ট কোঁৎ কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক. ইংল্যান্ডে খ. ইতালিতে
গ. গ্রিসে ● ফ্রান্সে
৪৭. অগাস্ট কোঁতের মতে, সামাজিক প্রপঞ্চগুলোর বিশ্লেষণ কয়টি দৃষ্টিকোণ থেকে হতে পারে?
● ২টি খ. ৪টি
গ. ৩টি ঘ ৫টি
৪৮. কার মতে, সামাজিক প্রপঞ্চগুলো কতগুলো অপরিবর্তনীয় নিয়ম দ্বারা পরিচালিত হয়?
ক. ইবনে খালদুনের ● অগাস্ট কোঁৎ- এর
গ. এমিল ডুর্খেইমের ঘ. কার্ল মার্কসের
৪৯. কখন অগাস্ট কোঁৎ ইতিহাসের প্রগতির ধারাকে তিনটি স্তরের মাধ্যমে ব্যাখ্যা করেন?
ক. ১৮৩৭ খ্রিষ্টাব্দে খ. ১৮৩৮ খ্রিষ্টাব্দে
● ১৮৩৯ খ্রিষ্টাব্দে ঘ. ১৮৪০ খ্রিষ্টাব্দে
৫০. অগাস্ট কোঁৎ সর্বপ্রথম ‘Sociology’ শব্দটি ব্যবহার করেন কত সালে?
ক. ১৮৩৭ খ্রিষ্টাব্দে খ. ১৮৩৮ খ্রিষ্টাব্দে
● ১৮৩৯ খ্রিষ্টাব্দে ঘ. ১৮৪০ খ্রিষ্টাব্দে
৪র্থ অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন:
১. “মানুষের ধর্মই এই যে, সে অনেকের সাথে একত্রে বাস করতে চায়”— উক্তিটি কার?
ক. এ. কে. নাজমুল করিমের ● রবীন্দ্রনাথ ঠাকুরের
গ. এরিস্টটলের ঘ. রুশোর
২. ম্যাকাইভারের মতানুযায়ী সমাজের বৈশিষ্ট্য কয়টি?
ক. দুই খ. তিন
● চার ঘ. পাঁচ
৩. ইংরেজি Society শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?
● Socius খ. Socus
গ. Civitas ঘ. Socous
৪. কোন প্রত্যয়টি মানুষকে সামাজিক জীব হিসেবে মর্যাদা দান করে?
ক. সম্প্রদায় ● সমাজ
গ. সংস্কৃতি ঘ. সভ্যতা
৫. সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়টি ব্যাপক ও সংকীর্ণ উভয় অর্থেই ব্যবহৃত হয়?
ক. সম্প্রদায় ● সমাজ
গ. সংস্কৃতি ঘ. সভ্যতা
৬. ‘সমাজ অর্থ সহযোগিতা’ — উক্তিটি কার?
ক. অগাস্ট কোঁৎ খ. ডুর্খেইম
গ. গিডিংস ● ম্যাকাইভার
৭. ‘সমাজ মানুষের বহুবিধ সামাজিক সম্পর্কের এক সামগ্রিক পদ্ধতি’— উক্তিটি কার?
ক. অগাস্ট কোঁৎ এর খ. ডুর্খেইম এর
গ. গিডিংসের ● ম্যাকাইভারের
৮. সমাজবিজ্ঞানী ম্যাকাইভার সমাজের সংজ্ঞায় কোন বিষয়টির ওপর গুরুত্বারোপ করেছেন?
ক. সমমনা খ. সমস্বার্থ
গ. একই ভাষাভাষী ● সামাজিক সম্পর্ক
৯. ‘যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই সমাজ’–সংজ্ঞাটি কার?
ক. Spencer খ. Robertson
● Maclver & Page ঘ. R. T. Schaefer
১০. সমাজের সদস্যরা তাদের প্রয়োজন মেটানোর জন্যে কোনটি গড়ে তোলে?
ক. সংঘ খ. গোষ্ঠী
গ. রাজনৈতিক দল ● প্রতিষ্ঠান
১১. ‘যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই সমাজ’— সংজ্ঞাটি কোন গ্রন্থ থেকে নেওয়া?
● Society খ. Sociology
গ. Social Institution ঘ. Human Society
১২. সমাজে কীসের প্রাধান্য বেশি?
● সহযোগিতার খ. সহমর্মিতার
গ. সমঝোতার ঘ. সংঘাতের
১৩. হীরা ও তাহমিনা একসাথে একটি প্রতিষ্ঠানে কাজ করে। তারা একে অপরকে জানে ও উভয়ের মধ্যে ভাবের আদান-প্রদান হয়। এক্ষেত্রে তাদের মধ্যে কোন বিষয়টি গড়ে উঠবে?
ক. সমমনা খ. সমস্বার্থ
গ. একই ভাষাভাষী ● সামাজিক সম্পর্ক
১৪. সমাজ সৃষ্টির মূল উপাদান কী?
● মানুষ খ. রক্তের সম্পর্ক
গ. সহমর্মিতা ঘ. পারস্পরিক সম্পর্ক
১৫. নিজেদের প্রয়োজন পূরণে সমাজের সদস্যরা কোনটি গড়ে তোলে?
ক. সংঘ খ. গোষ্ঠী
গ. রাজনৈতিক দল ● প্রতিষ্ঠান
১৬. সৈয়দপুর গ্রামের মানুষদের নিয়ে একটি সমাজ গড়ে উঠেছে। এ সমাজের ক্ষেত্রে কোনটি বলা যাবে?
ক. ব্যক্তিকেন্দ্রিক সমাজ খ. প্রতিষ্ঠানকেন্দ্রিক সমাজ
গ. কৃষিভিত্তিক সমাজ ● স্থায়ী সমাজ
১৭. নির্ভরশীলতা → সংঘবদ্ধতা মিথস্ক্রিয়া → সামাজিক সম্পর্ক ছকটি কীসের সাথে সম্পর্কিত?
ক. রাষ্ট্রের গঠনপ্রকৃতি ● সমাজের গঠনপ্রকৃতি
গ. প্রতিষ্ঠানের গঠনপ্রকৃতি ঘ. সংঘের গঠনপ্রকৃতি
১৮. ‘ Fundamentals of Sociology’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. অগাস্ট কোঁৎ খ. ডুর্খেইম
গ. গিডিংস ● গিসবার্ট
১৯. সমাজের সদস্যরা পরস্পর-
i. নির্ভরশীল
ii. সম্পর্কসূত্রে আবদ্ধ
iii. স্বাধীন ও মুক্ত
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. সমাজের অভ্যন্তরে বিদ্যমান —
i. অস্থিতিশীলতা
ii. দ্বন্দ্ব
iii. সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
● ii ও iii ঘ. i, ii ও iii
২১. কোন দৃষ্টিকোণ থেকে মানুষ যা তাই সংস্কৃতি?
ক. রাজনৈতিক দৃষ্টিকোণ ● সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ
গ. অর্থনৈতিক দৃষ্টিকোণ ঘ. ধর্মীয় দৃষ্টিকোণ
২২. ম্যাকাইভারের মতে, সমাজ বলতে বোঝায় পারস্পরিক—
i. সংঘাত
ii. নির্ভরশীলতা
iii. সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
● ii ও iii ঘ. i, ii ও iii
২৩. সমাজের রূপ ফুটে ওঠে তার-
i. গড়নের মধ্যে
ii. কাঠামোর মধ্যে
iii. অবকাঠামোর মধ্যে
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
আকন সাহেব রসুলপুর গ্রামের বাসিন্দা। তার গ্রামে প্রায় আড়াই হাজার লোকের বাস। তার এলাকায় দুই-এক ঘর হিন্দু পরিবার ছাড়া বাকি অধিবাসীরা একই ভাষাভাষী ও ধর্মাবলম্বী। উক্ত গ্রামের বাসিন্দাদের মধ্যে সামাজিক সম্পর্ক রয়েছে।
২৪. অনুচ্ছেদের গ্রামবাসীদের পারস্পরিক সম্পর্ককে কী বলা যায়?
ক. সংঘ খ. প্রতিষ্ঠান
● সমাজ ঘ. গোষ্ঠী
২৫. অনুচ্ছেদের গ্রামটি হচ্ছে একটি গ্রামীণ সমাজের উদাহরণ। কারণ-
i. বাসিন্দারা একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে
ii. বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সৌহার্দবোধ রয়েছে
iii. বাসিন্দাদের মধ্যে কিছু ভিন্ন ধর্মের লোক রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
২৬. সমাজ যে ধরনের সংগঠন—
ক. সেবামূলক ● মানবীয়
গ. আর্থিক ঘ. রাজনৈতিক
২৭. যখন একাধিক ব্যাক্তি একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে কী বলে?
ক. সংঘ খ. প্রতিষ্ঠান
● সমাজ ঘ. গোষ্ঠী
২৮. সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে—
ক. সংঘ খ. প্রতিষ্ঠান
● সমাজ ঘ. গোষ্ঠী
২৯. কার মতে, প্রত্যেকটি সমাজ হলো এক একটি জীব দেহের মতো?
ক. অগাস্ট কোঁৎ খ. ডুর্খেইম
গ. গিডিংস ● হার্বার্ট স্পেন্সার
৩০. সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি?
ক. সংঘ খ. প্রতিষ্ঠান
● পরিবার ঘ. গোষ্ঠী
৩১. মানুষ কার চাহিদা অনুসারে জীবন গঠনের চেষ্টা করে?
ক. সংঘ খ. প্রতিষ্ঠানের
● সমাজের ঘ. গোষ্ঠী
৩২. ম্যাকাইভার ও পেজ কর্তৃক রচিত গ্রন্থ কোনটি?
● Society খ. Sociology
গ. Social Institution ঘ. Human Society
৩৩. সমাজ সর্বদা কীরূপ?
ক. অপরিবর্তনীয় খ. স্থিতিশীল
● পরিবর্তনশীল ঘ. স্থবির
৩৪. সমাজের সাথে মানুষের সম্পর্ক কেমন?
ক. সুদৃঢ় খ. সহমর্মী
গ. নৈর্ব্যক্তিক ● নিবিড়
৩৫. সাধারণ যে বৈশিষ্ট্য থাকলে যেকোনো জনসমষ্টিকে সমাজ বলা যায়—
i. বহুলোক সংঘবদ্ধ হলে
ii. সংঘবদ্ধতার পিছনে উদ্দেশ্য থাকলে
iii. প্রতিযোগিতা থাকলে
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. ‘যান্ত্রিকতা ও শিল্পকলার বদৌলতে জীবনযাত্রার মান উন্নয়নের জন্যে যে সমস্ত বস্তু বিদ্যমান তাই বস্তুগত সংস্কৃতি’ – সংজ্ঞাটি কার?
ক. ম্যাকাইভারের খ. জিসবার্টের
● অগবার্নের ঘ. ডুর্খেইমের
৩৭. সমাজের মৌল কাঠামোর অন্তর্ভুক্ত-
i. উৎপাদন সম্পর্ক
ii. উৎপাদন পদ্ধতি
iii. উৎপাদন শক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
উদ্দীপকটি পড়ে উত্তর দাও ৩৮ ও ৩৯নং প্রশ্নের উত্তর দাও:
সমাজবিজ্ঞানে একটি অতি পরিচিত প্রত্যয় রয়েছে। প্রত্যয়টি বৈচিত্র্যময় ও সর্বদা পরিবর্তনশীল। এটি পারস্পরিক সম্পর্কের সমগ্রতাকে নির্দেশ করে।
৩৮. উদ্দীপকে কীসের ইঙ্গিত দেওয়া হয়েছে?
ক. সংঘ খ. প্রতিষ্ঠান
● সমাজ ঘ. গোষ্ঠী
৩৯. উদ্দীপকে বর্ণিত বিষয়ের বৈশিষ্ট্য হচ্ছেg
i. সমরূপতা
ii. সর্বব্যপকতা
iii. সর্বজনীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
৪০. রাশিয়ান সমাজবিজ্ঞানী কোভালেভস্কির মতানুযায়ী সবচেয়ে আদিম সমাজের ধরন কীরূপ ছিল?
ক. পিতৃপ্রধান খ. সামন্ততান্ত্রিক
গ. যাযাবর ● মাতৃপ্রধান
৪১. ইতালিয়ান চিন্তাবিদ ভিকো ঐতিহাসিক বিবর্তনের দৃষ্টিকোণ থেকে সমাজকে কয় ভাগে ভাগ করেছেন?
● তিন খ. চার
গ. ছয় ঘ. সাত
৪২.সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে?
ক. স্পেন্সার ● হবস্
গ. টয়েনবি ঘ. ওয়েবার
৪৩. বিবর্তন অর্থ কী?
ক. কাঙ্ক্ষিত পরিবর্তন ● ক্রমান্বয়ে পরিবর্তন
গ. দ্রুত পরিবর্তন ঘ. পরিকল্পিত পরিবর্তন
৪৪. ক্রমবিবর্তনের ধারার এবং অত্যন্ত স্বাভাবিকভাবে কীসের উৎপত্তি ঘটেছে?
ক. সংঘের খ. রাষ্ট্রের
● সমাজের ঘ. সম্প্রদায়ের
৪৫. সমাজ তিনটি স্তর ভেদ করে পূর্ণাঙ্গ রূপ নিয়েছে- এ মতবাদটি কার?
● অগাস্ট কোঁৎ -এর খ. ডুর্খেইমের
গ. গিডিংসের ঘ. ম্যাকাইভারের
৪৬. অগাস্ট কেঁৎ সমাজের তিনটি স্তরের কথা কোন গ্রন্থে উল্লেখ করেছেন?
ক. A System de Politique Positive
● Course de Philosophy
গ. Opuscules de Philosophic Social
ঘ. Course de Philosophic Positive
৪৭. মানুষের জন্মগত প্রকৃতি কী?
● সমাজপ্রবণতা খ. বুদ্ধিমত্তা
গ. অনুকরণপ্রিয়তা ঘ. কৌতূহল
৪৮. সমাজ বিবর্তনের ধারাকে কয়ভাবে ভাগ করা হয়েছে?
● ৪ খ. ৫
গ. ৬ ঘ. ৭
৪৯. আদিম সমাজে সম্পত্তির কী ধরনের মালিকানা স্বীকৃতি ছিল?
ক. কোনো মালিকানা ছিল না ● সামাজিক মালিকানা
গ. ব্যক্তিমালিকানা ঘ. গোষ্ঠী মালিকানা
৫০. কখন বাড়তি খাবার জমা করে রাখার চিন্তা করা হতো না?
● আদিম সমাজে খ. কৃষি সমাজে
গ. পশুপালন সমাজে ঘ. শিল্প সমাজে
৫ম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন:
১. প্রতিষ্ঠান কী?
ক. সমাজের নিজস্ব মূল্যবোধ
● ব্যক্তির আচরণের প্রতিষ্ঠিত রূপ
গ. পরিবারের নিয়মনীতি
ঘ. সামাজিকীকরণের প্রক্রিয়া
২. প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে কেন?
ক. সমাজ গঠনের জন্য খ. রাষ্ট্রের প্রয়োজনে
● সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ঘ. সম্প্রদায়ের প্রয়োজনে
৩. সমাজের চালিকা শক্তি কোনটি?
● সামাজিক মূল্যবোধ খ. সামাজিক পরিবর্তন
গ. সামাজিক প্রতিষ্ঠান ঘ. সামাজিক সংহতিফ্যামিলি ট্যুর প্যাকেজ
৪. ‘প্রতিষ্ঠান হলো মানুষের অভ্যাসগত কর্মপন্থা যা সমাজের কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত, প্রতিষ্ঠিত ও বিন্যস্ত’— উক্তিটি কে করেছেন?
ক. বার্নস খ. ম্যাকাইভার
● এলউড ঘ. জিসবার্ট
৫. মানবসমাজের সাংগঠনিক উপাদান হিসেবে কোনটি প্রযোজ্য?
● প্রতিষ্ঠান খ. সম্প্রদায়
গ. সংঘ ঘ. সমিতি
৬. “মানবসমাজের যা কিছু মহৎ ও কল্যাণ, তার সবই সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে একযুগ থেকে অন্য যুগে বর্তায়’- উক্তিটি কার?
ক. বোগারডাসের খ. অগবার্নের
● গিডিংসের ঘ. নিমকক্ষের
৭. মানুষের পরিবর্তনশীল, পরিবর্ধিত ও পুনর্গঠিত অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত বুদ্ধিভিত্তিক কর্মকুশলতাকে কী বলে?
ক. দক্ষতা খ. নিপুণতা
গ. জ্ঞান ● শিক্ষা
৮. শিক্ষা ব্যক্তির কোন শক্তির বিকাশ সাধন করে?
ক. মূল্যবোধ খ. নৈতিকতা
গ. মননশীলতা ● সুপ্ত শক্তি
৯. সমাজবিজ্ঞানের মতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান কাজ কী?
ক. শিক্ষিত লোক তৈরি করা খ. সুনাগরিক তৈরি করা
গ. জ্ঞানী লোক তৈরি করা ● শেখার উপযুক্ত পরিবেশ তৈরি করা
১০. কোন ধরনের প্রতিষ্ঠান মানুষের মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন করতে পারে?
ক. রাজনৈতিক প্রতিষ্ঠান খ. ধর্মীয় প্রতিষ্ঠান
গ. অর্থনৈতিক প্রতিষ্ঠান ● সাংস্কৃতিক প্রতিষ্ঠান
১১. সমাজে জনগণের নৈতিকতা শিক্ষার পাশাপাশি নৈতিকতা সংরক্ষণের জন্য কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখে?
ক. রাজনৈতিক প্রতিষ্ঠান খ. ধর্মীয় প্রতিষ্ঠান
গ. অর্থনৈতিক প্রতিষ্ঠান ● সামাজিক প্রতিষ্ঠান
১২. ‘যা কিছু সামাজিকভাবে প্রতিষ্ঠিত সেটাই প্রতিষ্ঠান’— উক্তিটি কার?
ক. ম্যাকাইভারের খ. জিসবার্টের
গ. স্পেন্সারের ● বার্নসের
১৩. সকল সামাজিক প্রতিষ্ঠানের মূল কাজ কোনটি?
ক. আইন তৈরি ● সামাজিক নিয়ন্ত্রণ
গ. দুর্নীতি প্রতিরোধ ঘ. শিক্ষার প্রসার
১৪. বিবাহের মাধ্যমে নারী-পুরুষ কোন জীবনে প্রবেশ করে?
● পারিবারিক জীবনে খ. সামাজিক জীবনে
গ. রাজনৈতিক জীবনে ঘ. আধুনিক জীবনেফ্যামিলি ট্যুর প্যাকেজ
১৫. সমাজবিজ্ঞানী বোগারড়াস সামাজিক প্রতিষ্ঠানকে কী হিসেবে চিহ্নিত করেছেন?
ক. কতগুলো সংগঠন ● কতগুলো রীতি
গ. সংগঠনের সুসংঘবদ্ধ রূপ ঘ. কতগুলো গোষ্ঠী
১৬. সামাজিক প্রতিষ্ঠানসমূহের গুরুত্ব বা তাৎপর্য নিহিত থাকে কীসের মধ্যে?
● যুগোপযোগিতার মধ্যে খ. পরিচালনা পদ্ধতির মধ্যে
গ. রীতি-নীতির মধ্যে ঘ. পারস্পরিক সহযোগিতার মধ্যে
১৭. সমাজ গঠনের মূলে রয়েছে কোনটি?
ক. রাজনৈতিক প্রতিষ্ঠান খ. ধর্মীয় প্রতিষ্ঠান
গ. অর্থনৈতিক প্রতিষ্ঠান ● সামাজিক প্রতিষ্ঠান
১৮. মানুষ কীভাবে সন্তান জন্মদানের অধিকার লাভ করে?
● বিবাহের মাধ্যে খ. চুক্তির মাধ্যমে
গ. বন্ধুত্বের মাধ্যমে ঘ. নারী-পুরুষ একত্রে বসবাসের মাধ্যমে
১৯. সামাজিক প্রতিষ্ঠান সমাজের মধ্যে কী সৃষ্টি করে?
● সৌজন্যবোধ খ. আন্তরিকতা
গ. প্রতিযোগিতা ঘ. বৈষম্য
২০. কীসের মাধ্যমে মানুষের আবেগ, অনুভূতি বাস্তবায়িত হয়?
ক. মূল্যবোধের মাধ্যমে ● প্রতিষ্ঠানের মাধ্যমে
গ. সংস্কৃতির মাধ্যমে ঘ. আইনের মাধ্যমে
২১. কে প্রতিষ্ঠান বলতে কর্মপদ্ধতিকে বুঝিয়েছেন?
● ম্যাকাইভার খ. জিসবার্ট
গ. স্পেন্সার ঘ. বার্নস
২২. সামাজিক প্রতিষ্ঠানসমুদ্রের সাথে সমাজ ব্যক্তিবর্গের কী জড়িত রয়েছে?
● আবেগ-অনুভূতি খ. সংস্কৃতি
গ. মূল্যবোধ ঘ. দায়িত্ব-কর্তব্য
২৩. সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে—
i. রাষ্ট্র
ii. সামাজিক আইন
iii. পরিবার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. সামাজিক প্রতিষ্ঠানসমূহের মধ্য দিয়ে প্রকাশ পায়-
i. সমাজের বৈচিত্র্য
ii. সরলতা
iii. জটিলতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. সামাজিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. সমাজের শৃঙ্খলা রক্ষায়
ii. সমাজের ভারসাম্য রক্ষায়
iii. সমাজের মানুষকে ধর্মীয় বিধান শেখাতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
২৬. বিভিন্ন সামাজিক সংগঠনের কেন্দ্র কোনটি?
ক. সংঘ খ. রাষ্ট্র
● পরিবার ঘ. প্রতিষ্ঠান
২৭. কোনটি সামাজিক অনুশাসনের অধীন?
ক. সংঘ খ. রাষ্ট্র
● পরিবার ঘ. প্রতিষ্ঠান
২৮. প্রতিষ্ঠানের কর্মপ্রণালি কীভাবে গঠিত হয়?
ক. মতামতের দ্বারা খ. প্রথার দ্বারা
গ. মূলনীতির দ্বারা ● আইন দ্বারা
২৯. মানুষের পার্থিব প্রয়োজন মিটানোর তাগিদে যে সমস্ত প্রথা সমাজের মোটামুটি স্থায়ীরূপ ধারণ করেছে তাকে কী বলে?
ক. রাজনৈতিক প্রতিষ্ঠান খ. ধর্মীয় প্রতিষ্ঠান
গ. অর্থনৈতিক প্রতিষ্ঠান ● সামাজিক প্রতিষ্ঠান
৩০. কোন প্রতিষ্ঠান ছাড়া সভ্য ও স্বাভাবিক মানুষের কথা চিন্তা করা যায় না?
ক. রাজনৈতিক প্রতিষ্ঠান খ. ধর্মীয় প্রতিষ্ঠান
গ. অর্থনৈতিক প্রতিষ্ঠান ● সামাজিক প্রতিষ্ঠান
৩১. ‘মানবসমাজের ক্রমবিকাশের ধারায় দূর অতীতে গোষ্ঠীগত বিবাহ লক্ষ করা গেছে’- উক্তিটি কার?
ক. বোগারডাসের খ. অগবার্নের
● মর্গানের ঘ. নিমকক্ষের
৩২. ‘বিবাহ হচ্ছে মহিলা ও পুরুষের মোটামুটি স্থায়ী এমন একটি সম্পর্ক যা কেবল সন্তান জন্মদান পর্যন্তই স্থায়ী হয় না বরং এরপরও কিছুদিন অন্তত স্থায়ী হয়।’ – সংজ্ঞাটি কে দিয়েছেন?
● এডওয়ার্ড ওয়েস্টারমার্ক খ. জিসবার্ট
গ. স্পেন্সার ঘ. বার্নস
৩৩. জ্ঞাতিসম্পর্কের বলয় বৃদ্ধি হয় কীভাবে?
ক. পরিবারের মাধ্যে
● বিবাহের মাধ্যমে
গ. সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে
ঘ. রাজনৈতিক প্রতিষ্ঠানের মাধ্যমে
৩৪. নিচের কোনটি সামাজিক ও ধর্মীয় চুক্তি?
ক. আনুষ্ঠানিকতা খ. জ্ঞাতি
● বিবাহ ঘ. জ্ঞাতি
৩৫. বিবাহের পদ্ধতি সম্পন্ন করা হয় কীভাবে?
ক. সামাজিক ও দলীয়ভাবে
খ. সামাজিক ও ব্যক্তিগতভাবে
● সামাজিক ও ধর্মীয়ভাবে
ঘ. সামাজিক ও আত্মীয়স্বজনকে নিয়ে
৩৬. বিবাহের মাধ্যমে মানুষের কোন ধরনের সম্পর্ক নির্ধারিত হয়?
ক. অর্থনৈতিক সম্পর্ক খ. রাজনৈতিক সম্পর্ক
গ. ব্যবসায়িক সম্পর্ক ● সামাজিক সম্পর্ক
৩৭. বিবাহ সংশ্লিষ্ট নারী-পুরুষের মধ্যে কীরূপ সম্পর্ক প্রতিষ্ঠা করে?
ক. অর্থনৈতিক সম্পর্ক খ. রাজনৈতিক সম্পর্ক
গ. ব্যবসায়িক সম্পর্ক ● স্থায়ী সম্পর্ক
৩৮. বিবাহ হচ্ছে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের মধ্যে এমন এক যুগল বন্ধন যা—
i. সমাজ দ্বারা সমর্থিত
ii. ধর্ম দ্বারা সমর্থিত
iii. আইন দ্বারা সমর্থিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
৩৯. বিবাহের মাধ্যমে স্বামী-স্ত্রী অর্জন করে—
i. একত্রে বসবাসের অধিকার
ii. পরিবার গঠনের অধিকার
iii. সন্তান জন্মদানের অধিকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪০ ও ৪১নং প্রশ্নের উত্তর দাও :
রুনা ও সজীব বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছিল। সজীব বলল, সামাজিক প্রতিষ্ঠানের একটি সর্বজনীন সংগঠন যা সামাজিক অনুমোদন ও স্বীকৃতিপ্রাপ্ত নারী পুরুষের মধ্যকার একটি চুক্তির সম্পর্ক।
৪০. অনুচ্ছেদে সজীব কোন সামাজিক প্রতিষ্ঠানের কথা বলেছে?
ক. জ্ঞাতিসম্পর্ক ● বিবাহ
গ. সংঘ ঘ. পরিবার
৪১. উক্ত প্রতিষ্ঠানটির আবেগীয় কার্যাবলি হলো—
i. স্নেহ-ভালোবাসার সুযোগ সৃষ্টি করে
ii. ভুল বোঝাবুঝির পরিবেশ সৃষ্টি করে
iii. পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. ‘বিবাহ চিরন্তন সত্য।’ এর বৈশিষ্ট্য কোনটি?
ক. সম্পর্ক বিচ্ছেদ খ. আর্থিক সুবিধা লাভ
● সামাজিক চুক্তিবদ্ধতা ঘ. মূল্যবোধ নির্ণয়
৪৩. কোনটি সামাজিক চুক্তি?
ক. আনুষ্ঠানিকতা খ. জ্ঞাতি
● বিবাহ ঘ. জ্ঞাতি
৪৪. রক্ত সম্পৰ্কীয় সূত্র ব্যতীত নারী-পুরুষের মোটামুটি স্থায়ী সম্পর্ক কোনটি?
ক. আনুষ্ঠানিকতা খ. জ্ঞাতি
● বিবাহ ঘ. জ্ঞাতি
৪৫. ‘বিবাহ হচ্ছে এমন এক দুঃসাহসিক বন্ধুত্ব যার আইনগত রেজিস্ট্রেশন এবং সামাজিক গোষ্ঠীর সমর্থন রয়েছে।’- উক্তিটি কার?
ক. Edward Westermark
● E.R. Groves
গ. Maclver
ঘ. Gisbert
৪৬. বাংলাদেশের বাল্যবিবাহ আইনে মেয়েদের বিবাহের সর্বনিম্ন বয়স কত বছর?
● ১৮ খ. ১৭
গ. ২১ ঘ. ৩৩
৪৭. বহুবিবাহ কয় ভাগে বিভক্ত?
● দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৪৮. প্রতিলোম বিবাহ কী?
ক. উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর বিবাহ
খ. মামাতো ও ফুফাতো ভাইবোনের মধ্যে বিবাহ
● উঁচু বর্ণের পাত্রীর সাথে নিচু বর্ণের পাত্রের বিবাহ
ঘ. শ্যালিকা বিবাহ
৪৯. পাত্র-পাত্রীর ইচ্ছার ভিত্তিতে বিবাহ কত প্রকার?
● দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৫০. পাত্র-পাত্রীর স্বাধীন ইচ্ছার কোন বিবাহ সংঘটিত হয়?
● রোমান্টিক বিবাহ খ. স্থিরকৃত বিবাহ
গ. অনুলোম বিবাহ ঘ. প্রতিলোম বিবাহ
৬ষ্ঠ অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন:
১. মানুষের জৈব-মানসিক সত্তা প্রভাবিত হয় কী দ্বারা?
● ভৌগোলিক পরিবেশ খ. সামাজিকীকরণ
গ. বংশগতি ঘ. সামাজিক গোষ্ঠী
২. মানবজীবনের অপরিহার্য শর্ত কোনটি?
ক. উচ্চ সামাজিক মর্যাদা ● উপযুক্ত ভৌগোলিক পরিবেশ
গ. সামাজিক স্তরবিন্যাস ঘ. সামাজিক গতিশীলতা
৩. ‘Civilization and Climate’ গ্রন্থের রচয়িতা কে?
ক. প্যাসকুয়াল গিসবার্ট খ. ম্যাকাইভার
● হানটিংটন ঘ. পিয়ারসন
৪. সমাজজীবনের কোনটি ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত?
ক. সামাজিক কর্মকাণ্ড খ. রাজনৈতিক কর্মকাণ্ড
গ. ধর্মীয় কর্মকাণ্ড ● অর্থনৈতিক কর্মকাণ্ড
৫. সমাজজীবনকে মৌলভাবে প্রভাবিত করে এমন সব উপাদানের মধ্যে সমাজবিজ্ঞানীরা কয়টি উপাদানকে বিশেষ গুরুত্বসহকারে সনাক্ত করেছেন?
ক. দুইটি খ. তিনটি
● চারটি ঘ. পাঁচটি
৬. অত্যধিক শীতল অঞ্চলে মানুষ কোনটি গড়ে তুলতে পারে না?
ক. জনবসতি খ. ঘরবাড়ি
● সভ্যতা ঘ. শিল্প কারখানা
৭. কোন অঞ্চলের মানুষ সাধারণত কর্মশক্তিতে বলীয়ান ও উদ্যমশীল হয়?
ক. উষ্ণ অঞ্চলের ● নাতিশীতোষ্ণ অঞ্চলের
গ. পাহাড়ি অঞ্চলের ঘ. নিম্নাঞ্চলের
৮. সমাজজীবনকে কোন পরিবেশের অন্যতম ফসল বলা হয়ে থাকে?
ক. সংস্কৃতি ● ভৌগোলিক
গ. রাজনৈতিক ঘ. সামাজিক
৯. ‘প্রকৃতি মানুষের জন্য যা কিছু নিয়োজিত রেখেছে তার সমন্বয়ে ভৌগোলিক পরিবেশ গঠিত’— উক্তিটি কার?
ক. প্যাসকুয়াল গিসবার্টের ● ম্যাকাইভারের
গ. হানটিংটনের ঘ. পিয়ারসনের
১০. বনাঞ্চল, পশুপক্ষী প্রভৃতি সমাজজীবনকে মৌলভাবে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের অন্তর্ভুক্ত?
ক. জৈবিক উপাদান ● ভৌগোলিক উপাদান
গ. সামাজিক উপাদান ঘ. সাংস্কৃতিক উপাদান
১১. মানব সভ্যতার অগ্রগতির মূলে কীসের প্রভাব রয়েছে?
ক. সামাজিক পরিবেশ খ. রাজনৈতিক পরিবেশ
● ভৌগোলিক পরিবেশ ঘ. সাংস্কৃতিক পরিবেশ
১২. কোনটি ভৌগোলিক উপাদানের উদাহরণ?
ক. শিক্ষা ● ঋতু
গ. সংস্কৃতি ঘ. গোষ্ঠী
১৩. কৃষিকাজের জন্য কেমন জলবায়ু উপযোগী?
ক. উষ্ণ জলবায়ু খ. শীতল জলবায়ু
● নাতিশীতোষ্ণ জলবায়ু ঘ. মৌসুমী জলবায়ু
১৪. চুনাপাথর পাওয়া সাপেক্ষে কোথায় সিমেন্ট শিল্পের বিকাশ ঘটেছে?
ক. মৌলভীবাজারে খ. কুষ্টিয়ায়
গ. শ্রীমঙ্গলে ● ছাতকে
১৫. বাংলাদেশের সিলেট অঞ্চলে অধিক পরিমাণ চায়ের চাষ হওয়ার প্রধান কারণ কোনটি?
ক. গ্রীষ্মপ্রধান অঞ্চল হওয়া খ. শীতপ্রধান অঞ্চল হওয়া
● প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়া ঘ. পাহাড়িয়া অঞ্চল হওয়া
১৬. কোন অঞ্চলে তাঁত শিল্প গড়ে উঠেছে?
ক. রংপুর অঞ্চলে খ. পদ্মার উপকূলে দোহার অঞ্চলে
গ. সিলেট অঞ্চলে ● শীতলক্ষ্যার উপকূলে ডেমরা অঞ্চলে
১৭. বাংলাদেশের ঘরের জানালাগুলোতে সানসেড লাগানো হয় কেন?
● বর্ষার বৃষ্টি থেকে রক্ষা করার জন্য
খ. চোর-ডাকাত থেকে বাঁচার জন্য
গ. রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য
ঘ. ঝড়ো বাতাস থেকে রক্ষা পাওয়ার জন্য
১৮. কোন এলাকায় ভাটিয়ালি গানের উদ্ভব হয়েছে?
ক. পাহাড়ি এলাকায় ● হাওর এলাকায়
গ. সমুদ্রতীরবর্তী এলাকায় ঘ. চর এলাকায়
১৯. সাধারণত কোন অঞ্চলের মানুষ কৃষ্ণবর্ণের হয়ে থাকে?
ক. মরু অঞ্চলের ● গ্রীষ্মপ্রধান অঞ্চলের
গ. শীতপ্রধান অঞ্চলের ঘ. নাতিশীতোষ্ণ অঞ্চলের
২০. সাধারণত কোন অঞ্চলের মানুষ শ্বেত বর্ণের হয়ে থাকে?
ক. মরু অঞ্চলের খ. গ্রীষ্মপ্রধান অঞ্চলের
● শীতপ্রধান অঞ্চলের ঘ. নাতিশীতোষ্ণ অঞ্চলের
২১. কার গবেষণায় লক্ষণীয় যে, একটি নির্দিষ্ট তাপমাত্রার মানসিক দক্ষতা ও বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি দেখা যায়?
● হানটিংটন খ. আলফ্রেড নোবেল
গ. স্টিফেন হকিংস ঘ. সি ভি রমন
২২. কখন মানুষ বেশি পরিশ্রম করেও পরিশ্রান্ত হয় না, ক্ষুধা কম অনুভব করে এবং দিনেও ঘুম কম আসে?
ক. গ্রীষ্মকালে ● শীতকালে
গ. বর্ষাকালে ঘ. বসন্তকালে
২৩. গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষের কম বয়সে যৌবন প্রাপ্তি ঘটে কেন?
● খাবারের কারণে খ. জলবায়ুর কারণে
গ. ভৌগোলিক কারণে ঘ. পরিবেশের কারণে
২৪. কোন অঞ্চলের মানুষ কঠোর পরিশ্রমী হয়ে থাকে?
ক. সমতল অঞ্চলে খ. মরু অঞ্চলে
● পাহাড়ি অঞ্চলে ঘ. সমুদ্রতীরবর্তী অঞ্চলে
২৫. সাধারণত কোন অঞ্চলের জমির সীমানা নির্ধারণ নিয়ে গোলমাল ও মামলা-মোকদ্দমা হয়ে থাকে?
ক. সমতল অঞ্চলে খ. মরু অঞ্চলে
● চর অঞ্চলে ঘ. সমুদ্রতীরবর্তী অঞ্চলে
২৬. মন্টেস্কুর মতে উষ্ণ জলবায়ু কীরূপ শাসনের অনুকূলে?
ক. রাজতান্ত্রিক খ. গণতান্ত্রিক
গ. সমাজতান্ত্রিক ● স্বৈরতান্ত্রিক
২৭. কার মতে, বাতাসে আর্দ্রতার পরিমাণ মানুষের স্বাস্থ্য শক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান?
● হান্টিংটন খ. গবিন
গ. ম্যাকাইভার ঘ. কার্ল পিয়ারসন
২৮. বাংলাদেশের রাজশাহীতে প্রচুর রেশম জন্মে। যেজন্যে সেখানে রেশম শিল্প গড়ে উঠেছে। রাজশাহীতে কোনটির প্রভাবে রেশম শিল্প গড়ে উঠেছে?
● ভৌগোলিক উপাদানের খ. দক্ষ শ্রমিকের
গ. জলবায়ুর ঘ. অর্থনৈতিক উপাদানের
২৯. সমাজবিজ্ঞানীরা মানবক্রিয়াকে কয় ভাগে ভাগ করেন?
● ৬ খ. ৫
গ. ৭ ঘ. ৩
৩০. মন্টেস্কুর মতে, এশীয় সমাজে কীরূপ সরকারি নীতি বেশি দেখা যায়?
ক. গণতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. রাজতান্ত্রিক ● স্বৈরাচারী
৩১. ভৌগোলিক অবস্থার সাথে প্রত্যক্ষভাবে জড়িত এমন মানবক্রিয়া হচ্ছে-
i. উদ্ভিদের চাষ
ii. খনিজ পদার্থের শোষণ
iii. রাস্তাঘাটের বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
৩২. মানুষের জীবনে পোশাকের ভূমিকা অনস্বীকার্য —
i. শরীরকে শীত ও তাপ থেকে রক্ষায়
ii. লজ্জা নিবারণে
iii. সৌন্দর্য বৃদ্ধিকরণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
৩৩. প্রত্যেকটা প্রযুক্তিই কীসের ফল?
ক. অর্থনৈতিক অগ্রগতির খ. সামাজিক অগ্রগতির
● সাংস্কৃতিক অগ্রগতির ঘ. রাজনৈতিক অগ্রগতির
৩৪. ভৌগোলিক পরিবেশের বিচ্ছিন্নতাকে নির্দেশ করে-
i. সমভূমি
ii. নিচু ভূমি
iii. পাহাড়ি অঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৫ ও ৩৬নং প্রশ্নের উত্তর দাও :
চীনের চাংচিয়াং নদীকে কেন্দ্র করে প্রায় ৫ হাজার বছর পূর্বে গড়ে উঠেছিল সানসিংতুন নগর সভ্যতা। নদীভাঙন, বন্যা প্রভৃতি কারণে প্রায় ৩ হাজার বছর পূর্বে এ সভ্যতাকে কিনশা এলাকায় স্থানান্তরিত করা হয় এবং সানসিংতুন হয়ে পড়ে জনশূন্য।
৩৫. সানসিংতুন সভ্যতা গড়ে উঠতে সমাজজীবনের কোন উপাদানটি মুখ্য ভূমিকা পালন করেছিল?
ক. সংস্কৃতি ● ভৌগোলিক
গ. রাজনৈতিক ঘ. সামাজিক
৩৬. উন্তু সভ্যতা গড়ে ওঠার দিক থেকে সাদৃশ্য রয়েছে—
i. মেসোপটেমীয় সভ্যতার
ii. সিন্ধু সভ্যতার
iii. মিশরীয় সভ্যতার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
৩৭. সুন্দরবন এলাকায় জলদস্যুদের আস্তানা বেশি হওয়ার কারণ-
ক. বিদ্যমান সামাজিক পরিবেশ
খ. বংশানুক্রমে ঐ এলাকার লোকজন জলদস্যু
● বিদ্যমান ভৌগোলিক পরিবেশ
ঘ. অর্থনৈতিক সংকট
৩৮. কোন অঞ্চল মানবসভ্যতা বিকাশে বেশি উপযোগী?
ক. মরু অঞ্চল খ. গ্রীষ্মপ্রধান অঞ্চল
গ. শীতপ্রধান অঞ্চল ● নাতিশীতোষ্ণ অঞ্চল
৩৯. ভৌগোলিক উপাদানের মধ্যে কোনটি মানব প্রকৃতি ও দক্ষতার ওপর বিশেষ প্রভাব রাখে?
ক. ঋতু খ. বৃষ্টি
● তাপমাত্রা ঘ. বনাঞ্চল
৪০. ভৌগোলিক অবস্থানগত কারণে গড়ে উঠেছে-
i. রেশম শিল্প
ii. চা শিল্প
iii. কুটির শিল্প
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৪১ ও ৪২নং প্রশ্নের উত্তর দাও:
নাজমুল যমুনা নদীর তীরে বসবাস করে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের আবাসিক ছাত্র। প্রতি বৎসর সে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম হয়।
৪১. নাজমুলের চারিত্রিক বৈশিষ্ট্যে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়?
● ভৌগোলিক উপাদানের খ. দক্ষ শ্রমিকের
গ. জলবায়ুর ঘ. অর্থনৈতিক উপাদানের
৪২. উক্ত উপাদানটি প্রভাব বিস্তার করে-
i. সভ্যতা বিকাশের ক্ষেত্রে
ii. পেশা নির্ধারণের ক্ষেত্রে
iii. বুদ্ধিবৃত্তি বিকাশের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৪৩ ও ৪৪নং প্রশ্নের উত্তর দাও:
দৈনিক পত্রিকার আজকের কয়েকটি শিরোনাম:
১. ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা শতাধিক
২. সুন্দরবনে বাঘের থাবায় কাঠুরিয়ার মৃত্য
৪৩. উদ্দীপকের ১ ও ২ নং শিরোনাম সমাজজীবনের কোন উপাদানের প্রভাবকে নির্দেশ করে?
● ভৌগোলিক উপাদান খ. দক্ষ শ্রমিকের
গ. জলবায়ুর ঘ. অর্থনৈতিক উপাদান
৪৪. উদ্দীপকের বিষয় দুটির ওপর প্রভাব বিস্তারকারী উপাদান সমাজজীবনের আর যে সকল ক্ষেত্রে প্রভাব বিস্তার করে তা হলো-
i. গৃহ নির্মাণের উপর
ii. বণ্টনের উপর
iii. যাতায়াত ব্যবস্থার উপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬ নং প্রশ্নের উত্তর দাও:
বিশ্ব অলিম্পিকে A দেশের দৌড়বিদ মি. ‘ক’ বিগত বছরের মতো এবারও ১০০ মিটার দৌড়ে স্বর্ণ জয়ের ধারা অব্যাহত রেখেছে। আশির দশকে তার দাদাও স্বর্ণ জয় করেছিল। এবার তার পাশাপাশি তার সহযোগীও সাফল্যের ধারা রক্ষা করেছে। গবেষণা ফলাফলে দেখা যায় যে, তাদের সাফল্যের পিছনে খাদ্যাভ্যাস, জলবায়ু, দক্ষতা ও অনুশীলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
৪৫. উদ্দীপকে মি. ‘ক’-এর সাফল্যের পেছনে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের প্রভাব বেশি?
● ভৌগোলিক উপাদানের খ. দক্ষ শ্রমিকের
গ. জলবায়ুর ঘ. অর্থনৈতিক উপাদানের
৪৬. উদ্দীপকে গবেষণা ফলাফল যে উপাদানের প্রভাবকে নির্দেশ করেছে তা হলো-
i. ভৌগোলিক
ii. জৈবিক
iii. সাংস্কৃতিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
৪৭. প্রকৃতিকে কাজে লাগাতে গিয়ে মানুষ প্রথমে কীসের উদ্ভাবন করেছে?
● হাতিয়ার খ. চাকা
গ. বাষ্প ইঞ্জিন ঘ. নৌকা
৪৮. চর এলাকায় অপরাধ বেশি হওয়ার কারণ কী?
ক. বংশ সূত্রে এরা অপরাধী
খ. বিদ্যমান সামাজিক পরিবেশ
● বিদ্যমান ভৌগোলিক পরিবেশ
ঘ. দারিদ্র্যের কারণ
৪৯. কোন ধরনের জলবায়ু স্বৈরাচারী শাসনের অনুকূলে?
ক. সমভাবাপন্ন জলবায়ু খ. শীতল জলবায়ু
● উষ্ণ জলবায়ু ঘ. আর্দ্র জলবায়ু
৫০. নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ কোন কাপড় বেশী ব্যবহার করে?
ক. পশমি কাপড় খ. মোটা কাপড়
● হালকা সুতি কাপড় ঘ. লিনেন কাপড়
৭ম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন:
১. সামাজিক জীব হিসেবে পরিচিত হওয়ার জন্য মানুষকে কী করতে হয়?
ক. উঁচু বংশে জন্মগ্রহণ ● নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ
গ. সংঘের সদস্য হওয়া ঘ. সম্প্রদায়ের সদস্য হওয়া
২. ‘Sociology: A Synopsis of Principles’ গ্রন্থের রচয়িতা কে?
ক. ম্যাকাইভার খ. নিমকফ
গ. অগবার্ন ● জন এফ. কিউবার
৩. সামাজিকীকরণ হলো—
ক. অস্থায়ী প্রক্রিয়া ● আজীবনের প্রক্রিয়া
গ. কয়েকদিনের প্রক্রিয়া ঘ. আনুষ্ঠানিক প্রক্রিয়া
৪. ব্যক্তিকে সামাজিক ভূমিকা ও মনোভাব শিক্ষা দেয় কোনটি?
ক. সংঘ খ. প্ৰথা
● সামাজিকীকরণ ঘ. লোকাচার
৫. ‘সামাজিকীকরণ বলতে ঐ প্রক্রিয়াকে বোঝায় যার মধ্য দিয়ে ব্যক্তি সামাজিক মনোভাব ও আচরণের বিষয়াদি অর্জন করে’ উক্তিটি কার?
● অ্যালমন্ড ও পাওয়েলের খ. ম্যাকাইভার ও পেজের
গ. অগবান ও নিমকফের ঘ. জিসবার্ট ও কুলির
৬. ‘বিশ্বায়নের’ ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক. Global World খ. Global Policy
● Globalization ঘ. Global Village
৭. “সমাজের দিক থেকে সংস্কৃতি সঞ্চারিত করার এবং ব্যক্তির সংগঠিত জীবন গঠনের উপায় হলো সামাজিকীকরণ”— সংজ্ঞাটি কার?
ক. ম্যাকাইভারের খ. নিমকফের
গ. অগবার্ন এর ● সেজনিকের
৮. সামাজিকীকরণ ব্যক্তির মধ্যে কী সৃষ্টি করে?
● আকাঙ্ক্ষা খ. মনোভাব
গ. কাজের স্পৃহা ঘ. আগ্রহ
৯. ব্যক্তির সংগঠিত জীবন গঠনের উপায় কোনটি?
ক. সংঘ খ. প্ৰথা
● সামাজিকীকরণ ঘ. লোকাচার
১০. কোনটি ব্যতীত ব্যক্তি বা সমাজ কেউই স্বাধীন তথা স্বতন্ত্রভাবে টিকে থাকতে পারবে না?
ক. সংঘ খ. প্ৰথা
● সামাজিকীকরণ ঘ. লোকাচার
১১. কোনটি ছাড়া সমাজস্থ মানুষের পরিপূর্ণভাবে ব্যক্তিত্বের বিকাশ সাধন সম্ভব নয়?
ক. সংঘ খ. প্ৰথা
● সামাজিকীকরণ ঘ. লোকাচার
১২. কোনটি ছাড়া ব্যক্তির পক্ষে সমাজে টিকে থাকা সম্ভব নয়?
ক. ধর্মীয় শিক্ষা ● গোষ্ঠীজীবন
গ. রাজনৈতিক শিক্ষা ঘ. প্রাতিষ্ঠানিক শিক্ষা
১৩. ‘জন্মের সময় নবজাতকের মধ্যে মানুষে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে মাত্র’– উক্তিটি কার?
ক. ম্যাকাইভারের খ. নিমকফের
গ. অগবার্ন এর ● কোয়েনিগের
১৪. সামাজিকীকরণের মধ্যে কয়টি প্রক্রিয়া লক্ষ করা যায়?
ক. দুইটি খ. চারটি
● তিনটি ঘ. পাঁচটি
১৫. সামাজিকীকরণে মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে বলা যায়—
i. এর মাধ্যমে ব্যক্তি সমাজের প্রচলিত রীতিনীতি দ্বারা অন্যকে প্রভাবিত করে
ii. এর মাধ্যমে ব্যক্তি সমাজে প্রচলিত রীতিনীতি গ্রহণ করে
iii. এর মাধ্যমে ব্যক্তি সমাজের প্রচলিত রীতিনীতি নিজের মধ্যে প্রতিফলিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
১৬. সামাজিকীকরণ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো-
i. ব্যক্তিকে সামাজিক জগতে অনুপ্রবেশ করায়
ii. সমাজের আদর্শ ও মূল্যবোধ গ্রহণে ব্যক্তিকে সহায়তা করে
iii. সমাজের প্রচলিত রীতিনীতি দ্বারা অন্যকে প্রভাবিত করে
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. পুরোপুরি সামাজিকীকৃত ব্যক্তি —
i. ব্যক্তি স্বার্থের উর্ধ্বে সমাজের স্বার্থকে স্থান দেয়
ii. সমাজের গুরুত্ব ভালোভাবে বুঝতে শেখে
iii. সমাজস্থ মানুষের সাথে যোগাযোগ রাখতে নিরুৎসাহিত হয়
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. সামাজিকীকরণ প্রক্রিয়া অপরিহার্য –
i. সমাজের জন্যে
ii. ব্যক্তির জন্য
iii. দেশের জন্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
১৯. সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?
● জন্মের পর থেকে খ. শৈশবে
গ. কৈশোরে ঘ. যৌবনে
২০. Socialization কথাটির অর্থ কী?
ক. সামাজিক বিভাজন ● সামাজিক প্রক্রিয়া
গ. সামাজিক পরিবর্তন ঘ. সামাজিক বিবর্তন
২১. সামাজিকীকরণ বলতে বোঝায়—
ক. পরিবারে বসবাস করার রীতিনীতি আয়ত্ত করার শিক্ষা
খ. বিদ্যালয়ের রীতিনীতি আয়ত্ত করার শিক্ষা
গ. একজন সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া
● সমাজের কাঙ্ক্ষিত সদস্য হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়াফ্যামিলি ট্যুর প্যাকেজ
২২. মানব জীবনে কোন প্রক্রিয়াটি অবিরাম চলতে থাকে?
ক. সংঘ খ. প্ৰথা
● সামাজিকীকরণ ঘ. লোকাচার
২৩. ব্যক্তিজীবনের সাথে গোষ্ঠীজীবনের সামঞ্জস্য সাধন হয় কীসের মাধ্যমে?
ক. সংঘ খ. প্ৰথা
● সামাজিকীকরণ ঘ. লোকাচার
২৪. শিশুর সুস্থ ব্যক্তিত্ব গঠনের পথে প্রধান অন্তরায় কোনটি?
ক. সঙ্গদোষ খ. অসুখী পরিবার
গ. ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় ● সুখী পরিবার
২৫. শিশুর সামাজিকীকরণের দর্পণ হিসেবে কাজ করে-
● ধর্মীয় আদর্শ খ. সঙ্গীদল
গ. শিক্ষা প্রতিষ্ঠান ঘ. সাংস্কৃতিক দীক্ষাফ্যামিলি ট্যুর প্যাকেজ
২৬. নিচের কোনটি ব্যক্তিকে দলের অন্য সদস্যদের সাথে মিলেমিশে থাকার ক্ষেত্রে সক্ষম করে তোলে?
ক. আচার-আচরণ ● সামাজিকীকরণ প্রক্রিয়া
গ. ধর্মীয় রীতিনীতি ঘ. সামাজিক জ্ঞান
২৭. তথ্য আদান-প্রদানের কৃৎকৌশলকে কী বলা হয়?
ক. তথ্য যোগাযোগ ● তথ্য প্রযুক্তি
গ. যোগাযোগ প্রযুক্তি ঘ. তথ্য বিনিময়
২৮. শিশুর মধ্যে নেতৃত্ব গুণটির বিকাশে অগ্রগণ্য সামাজিক উপাদান হিসেবে কোনটি বিবেচ্য?
ক. পরিবার ● খেলার মাঠ
গ. ধর্মীয় প্রতিষ্ঠান ঘ. বিদ্যালয়
২৯. আট বছরের রাইন কোনো কিছু করলে তা তার বাবা-মা অপছন্দ এবং নিরুৎসাহিত করেন। ভবিষ্যতে রাইনের ব্যক্তিত্ব কেমন হতে পারে?
ক. বাধ্য খ. ঈর্ষাকাতর
গ. অপরাধপ্রবণ ● ভীত
৩০. শিশু কোথায় তার চিন্তা, আবেগ ও কর্মের অভ্যাস গঠন করে?
ক. সমাজে খ. বিদ্যালয়ে
● পরিবারে ঘ. মহল্লায়
৩১. শিশুরা সাধারণত কার আদর্শ ও সংস্কৃতিতে বিশ্বাসী হয়?
ক. শিক্ষক ● মা-বাবা
গ. প্রতিবেশী ঘ. সঙ্গীদল
৩২. কোন শ্রেণির সামাজিকীকরণের উপায়গুলোর ক্ষেত্রে সম্পর্কের প্রকৃতি কর্তৃত্বমূলক ও বাধ্যবাধকতার?
● প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. চতুর্থ
৩৩. শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা কয় ভাগে ভাগ করা যায়?
● ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৩৪. পরিবারের সুখ কীসের ওপর নির্ভর করে?
ক. ভাই-বোনের সম্পর্ক খ. দাদা-দাদির সম্পর্ক
● পিতা-মাতার সম্পর্ক ঘ. আয় উপার্জন
৩৫. কোনটি সমাজস্থ মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ করে?
ক. সামাজিক প্রতিষ্ঠান ● রাষ্ট্র
গ. পরিবার ঘ. পেশাগত সংস্থা
৩৬. হেভিঘার্স্টের মতে, শিশুর সঙ্গীদল তার ব্যক্তিত্বকে কয়ভাবে প্রভাবিত করে?
ক. ২ খ. ৩
● ৪ ঘ. ৫
৩৭. একটি শিশুকে অপরাধমূলক কাজে লিপ্ত করতে শক্তিশালী ভূমিকা পালন করে কে?
ক. সৎ মা খ. ছেলে ধরা
● খেলার সাথি ঘ. প্রতিবেশী
৩৮. ব্যক্তির মনে দায়িত্ববোধ ও সামাজিক চেতনা সৃষ্টি করে কে?
● শিক্ষা প্রতিষ্ঠান খ. পিতামাতা
গ. ধর্ম ঘ. আত্মা
৩৯. শিশুর সামাজিকীকরণের গৌণ মাধ্যম কোনটি?
ক. সৎ মা খ. ছেলে ধরা
● গণমাধ্যম ঘ. প্রতিবেশী
৪০. অপুর বয়স ৮ বছর। সে পড়ালেখা এবং খেলাধুলা দুটোতেই সমান পারদর্শী। প্রতিদিন বিকালে সে তার বন্ধুদের সাথে খেলাধুলা করে। তার বন্ধুরাও পড়ালেখায় ভালো। অপুর মধ্যে কোন লক্ষণ দেখা যায়?
ক. বদরাগী ও বখাটের লক্ষণ পরিস্ফুট হচ্ছে
● নেতা ও আত্মনির্ভরশীল গুণের প্রকাশ ঘটছে
গ. বাবা-মার অবাধ্য হচ্ছে
ঘ. সামাজিক নিয়ম লঙ্ঘনকারী হচ্ছে
৪১. সমবয়সী সঙ্গীদলের সদস্যদের আচার-আচরণ কেমন হয়?
ক. বিভিন্ন ধরনের ● প্রায় একই ধরনের
গ. একই রকম ঘ. বৈচিত্র্যপূর্ণ
৪২. দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে সংবাদ প্রকাশ করে কোনটি?
ক. সরকার খ. সাংস্কৃতিক দল
গ. রাজনৈতিক দল ● সংবাদপত্র
৪৩. ব্যক্তির সুখ-দুঃখের প্রথম অংশীদার হয় কে?
● প্রতিবেশী খ. সহকর্মীরা
গ. বন্ধু-বান্ধব ঘ. আত্মীয়স্বজন
৪৪. সম্প্রদায়ের সঙ্গে ব্যক্তির কোনটি থাকে না?
ক. সম্পর্ক খ. লেনদেন
গ. সুসম্পর্ক ● চুক্তি
৪৫. রাজনৈতিক দল, শ্রমিক সংঘ, সাংস্কৃতিক ক্লাব ইত্যাদি কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. ধর্মীয় প্রতিষ্ঠান খ. শিক্ষা প্রতিষ্ঠান
● সামাজিক গোষ্ঠী ঘ. অর্থনৈতিক প্রতিষ্ঠান
৪৬. শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকাকে বিশ্লেষণ করে পাওয়া যায়-
i. পিতা-মাতার মধ্যে সম্পর্ক
ii. পিতা-মাতা এবং শিশুর মধ্যে সম্পর্ক
iii. পরিবারের শিশুদের মধ্যে সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
৪৭. বিশ্বসমাজ ও অঞ্চলভিত্তিক সমাজের মধ্যে সম্পর্ক কীরূপ?
ক. কোনো সম্পর্ক নেই খ. একে অন্যের পরিপূরক
গ. আর্থিক সম্পর্ক বিদ্যমান ● দ্বান্দ্বিক
৪৮. ‘যেসব প্রক্রিয়ার মাধ্যমে সামাজিক জীবনের মধ্যে আসল প্রকৃতি গড়ে ওঠে তাকে সামাজিকীকরণ বলে’– উক্তিটি কার?
ক. নিমকফের খ. কোয়েনিগের
গ. জিসবার্টের ● কিউবারের
৪৯. পরিবার ও শিশুর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে তা শিশুর মধ্যে কী ধরনের প্রভাব ফেলে?
ক. জ্ঞান বৃদ্ধি পায় খ. দ্রুত বিকশিত হয়
● শিশু আত্মবিশ্বাসী হয়ে ওঠে ঘ. সামাজিক চেতনার বিকাশ ঘটে
৫০. শিশুর মূল্যবোধ বিকাশে সহায়ক —
i. রাজনীতিবিদদের আদর্শ
ii. শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রম
iii. শিক্ষকদের ব্যক্তিত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
● ii ও iii ঘ. i, ii ও iii
৮ম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন:
১. ‘সামাজিক স্তরবিন্যাস বলতে মর্যাদা অনুযায়ী স্তরবিভাগকে বোঝায়’ — উক্তিটি কার?
● ম্যাকাইভার ও পেজের খ. মেরিলের
গ. পিতিরিম এ. সরোকিনের ঘ. ডেভিস ও মুরের
২. সামাজিক স্তরবিন্যাসের প্রধান কারণ কোনটি?
ক. সামাজিক উপাদান খ. রাজনৈতিক উপাদান
● অর্থনৈতিক উপাদান ঘ. মানসিক উপাদান
৩. মার্কসের মতে কীসের ভিত্তিতে সামাজিক স্তরবিন্যাস হয়?
● উৎপাদন উপকরণের মালিকানা খ. অর্থনৈতিক অবস্থা
গ. ধর্মীয় মর্যাদা ঘ. রাজনৈতিক অবস্থা
৪. ক্ষমতা ও খ্যাতির লোভের জন্য কোনটি দায়ী?
ক. নগরায়ণ ● সামাজিক স্তরবিন্যাস
গ. শিল্পায়ন ঘ. শিক্ষা
৫. “সামাজিক স্তরবিন্যাস বলতে সুযোগের অসম বণ্টন ব্যবস্থাকে বোঝায় যার অর্থ সমাজের যা কিছু ভালো, সমাজের সুযোগ সুবিধা, ক্ষমতা ইত্যাদি কতিপয় গোষ্ঠী অন্যদের তুলনায় বেশি মাত্রায় ভোগ করে।” সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. সরোকিন খ. নিমকফ
গ. অগবার্ন ● মেরিল
৬. অপবার্ন এবং নিমকক্ষ সামাজিক স্তরবিন্যাসকে কী বলে আখ্যা নিয়েছেন?
● নিয়ন্ত্রিত অসাম্য খ. কাল্পনিক অসাম্য
গ. অনিয়ন্ত্রিত অসাম্য ঘ. যৌক্তিক অসাম্য
৭. ‘Society and Culture’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. সরোকিন খ. নিমকফ
গ. অগবার্ন ● মেরিল
৮. মেরিলের মতে, ঐতিহ্যশীল কোনো সমাজ সামাজিক স্তরবিন্যাস চাপিয়ে দেয়-
i. অধিকাংশ সদস্যের সম্মতি সাপেক্ষে
ii. অধিকাংশ সদস্যের ইচ্ছা ছাড়াই
iii. অধিকাংশ সদস্যের অজান্তেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
● ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও:
শ্যামপুর গ্রামের চৌধুরী সাহেব বিশাল ভূ-সম্পত্তির মালিক। গ্রামের প্রায় সকলেই তার জমি চাষ করে। সমাজের সবাই তার নির্দেশ অনুযায়ী চলে।
৯. শ্যামপুর গ্রামের সমাজব্যবস্থায় কী লক্ষ করা যায়?
ক. দাস প্রথার খ. জাতিবর্ণ প্রথার
● সামাজিক স্তরবিন্যাসের ঘ. শ্রেণি ও মর্যাদা প্রথার
১০. আধুনিক শিল্পায়িত সমাজে চৌধুরী সাহেবের স্থলে অবস্থান করেছেন কারা?
ক. আমলা শ্রেণি ● পুঁজিপতি শ্রেণি
গ. দাস মালিক ঘ. সামন্ত প্রভু
নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও:
আঃ রহিম মিঞা বাজিতপুর গ্রামের বাসিন্দা। তাদের গ্রামে বিভিন্ন পেশার মানুষ বাস করে। কেউ চাকুরীজীবী, কেউ কৃষিজীবী, কেউ আবার মৎস্যজীবী।
১১. আঃ রহিম মিঞার গ্রামের সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
ক. দাস প্রথার খ. জাতিবর্ণ প্রথার
● সামাজিক স্তরবিন্যাসের ঘ. শ্রেণি ও মর্যাদা প্রথার
১২. উক্ত বিষয়ের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায়-
i. মাত্রায় অভিন্ন
ii. সর্বজনীন
iii. সামাজিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
● ii ও iii ঘ. i, ii ও iii
১৩. মার্কস সর্বহারাদের কয়টি পর্যায়ে বিভক্ত করেন?
● দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
১৪. মার্কসের মতে, সমাজে কোন শ্রেণিটি বিপ্লবের জন্যে তৈরি হবে?
ক. শাসক শ্রেণি খ. বণিক শ্রেণি
গ. ভূমিদাস শ্রেণি ● শ্রমিক শ্রেণি
১৫. দাসপ্রথার আদর্শ নমুনা কোন সমাজে পাওয়া যায়?
ক. ভারতীয় সমাজে ● গ্রিক সমাজে
গ. রোমান সমাজে ঘ. মিশরীয় সমাজে
১৬. কোন সমাজে দাসদের উচ্চপদ লাভের উদাহরণ পাওয়া যায়?
● ভারতীয় সমাজে খ. গ্রিক সমাজে
গ. রোমান সমাজে ঘ. মিশরীয় সমাজে
১৭. সমাজবিজ্ঞানীরা সামাজিক স্তরবিন্যাসকে কয় ভাগে করেছেন?
ক. দুই খ. তিন
গ. পাঁচ ● চার
১৮. সামাজিক স্তরবিন্যাসের প্রথম ধরন কোনটি?
● দাস প্রথা খ. এস্টেট
গ. জাতিবর্ণ প্রথা ঘ. সামাজিক পদ মর্যাদা
১৯. দাসপ্রথা নির্ভর সমাজে দাসদের সামাজিক অবস্থা সম্পর্কে বর্ণনা দিয়েছেন কে?
ক. হব হাউস ● নিবয়ের
গ. নিমকফ ঘ. অগবান
২০. সামন্ত যুগের ফ্রীম্যানদের তুলনায় দাসদের অবস্থা কীরূপ ছিল?
ক. ফ্রীম্যানদের তুলনায় অনেক ওপরে ছিল
● ফ্রীম্যানদের তুলনায় অনেক নিচে ছিল
গ. ফ্রীম্যানদের সমপর্যায়ের ছিল
ঘ. ফ্রীম্যানদের তুলনায় সামান্য খারাপ ছিল
২১. দাসরা কোন অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিল?
ক. অর্থনৈতিক অধিকার খ. সামাজিক অধিকার
গ. ধর্মীয় অধিকার ● রাজনৈতিক অধিকার
২২. দাসদের উৎপাদনের জীবন্ত বা মানবরূপী হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছেন কে?
ক. সক্রেটিস ● এরিস্টটল
গ. প্লেটো ঘ. আলেকজান্ডার
২৩. কে যুদ্ধে পরাজিত শত্রুকে দাসে রূপান্তরিত করার পক্ষে যুক্তি দিয়েছেন?
ক. সক্রেটিস ● এরিস্টটল
গ. প্লেটো ঘ. আলেকজান্ডার
২৪. অনেকের যুক্তিতে দাসপ্রথার পতন ঘটার কারণ কী?
● শ্রমের অদক্ষতা
খ. দাসদের বংশবৃদ্ধি না হওয়া
গ. দাস প্রথা লাভজনক না হওয়া
ঘ. সরকার কর্তৃক নিষিদ্ধ করা
২৫. কোথাকার দার্শনিকরা দাসপ্রথা তুলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন?
ক. গ্রিসের ● রোমের
গ. ভারতের ঘ. আমেরিকার
২৬. কোন সমাজে গৃহদাস প্রথা প্রচলিত ছিল?
● ভারতীয় সমাজে খ. গ্রিক সমাজে
গ. রোমান সমাজে ঘ. মিশরীয় সমাজে
২৭. মধ্যযুগে কোথায় ব্যক্তির মর্যাদা জন্ম থেকেই নির্ধারিত ছিল?
● ইউরোপে খ. আফ্রিকায়
গ. আমেরিকায় ঘ. এশিয়ায়
২৮. মধ্যযুগে ইউরোপে ক্ষমতা ও মর্যাদার উৎস ছিল কোনটি?
ক. রাজনীতি খ. শিক্ষা
● ভূমি ঘ. শিল্পকারখানা
২৯. কোন শতাব্দীতে ভূমিদাস প্রথা বিস্তার লাভ করতে থাকে?
ক. দশম খ. একাদশ
● দ্বাদশ ঘ. ত্রয়োদশ
৩০. এস্টেটগুলোর মধ্যে পার্থক্যের অন্যতম ভিত্তি কী ছিল?
ক. উৎপাদন কৌশলের ভিন্নতা
খ. কৃষি বা বাণিজ্যনীতির ভিন্নতা
● ভূমিদাসদের অত্যাচার ও শান্তির ভিন্নতা
ঘ. রাষ্ট্রীয় আইন কানুনের ভিন্নতা
৩১. এস্টেটগুলো কীরূপ গোষ্ঠী ছিল?
ক. ধর্মীয় খ. সাংস্কৃতিক
গ. সামাজিক ● রাজনৈতিক
৩২. সনাতনী সামন্তবাদে কয়টি শ্রেণি বা এস্টেট লক্ষ করা যায়?
● দুই খ. তিন
গ. পাঁচ ঘ. চার
৩৩. সামন্ত সমাজে প্রথম শ্রেণির এস্টেট কারা?
ক. অভিজাত শ্রেণি ● যাজক শ্রেণি
গ. কৃষক শ্রেণি ঘ. সাধারণ শ্রেণি
৩৪. সামন্ত সমাজে দ্বিতীয় শ্রেণির এস্টেট কারা?
● অভিজাত শ্রেণি খ. যাজক শ্রেণি
গ. কৃষক শ্রেণি ঘ. সাধারণ শ্রেণি
৩৫. সামন্ত সমাজে তৃতীয় শ্রেণির এস্টেট কারা?
ক. অভিজাত শ্রেণি খ. যাজক শ্রেণি
গ. কৃষক শ্রেণি ● সাধারণ শ্রেণি
৩৬. সামন্ত সমাজে কারা বিচারের জন্য কোনো ধরনের অভিযোগ করতে পারত না?
ক. অভিজাত শ্রেণি ● ভূমিদাস শ্রেণি
গ. কৃষক শ্রেণি ঘ. সাধারণ শ্রেণি
৩৭. প্রতিটি এস্টেটের স্তরভুক্ত ব্যক্তিদের অধিকার কী দ্বারা নির্ধারিত ছিল?
ক. অর্থ খ. শারীরিক সামর্থ্য
গ. মেধা ● আইন
৩৮. কোন শতাব্দীতে ইউরোপে সামন্ত প্রথার বিলুপ্তি ঘটে?
ক. একাদশ শতাব্দীতে ● দ্বাদশ শতাব্দীতে
গ. ত্রয়োদশ শতাব্দীতে ঘ. চতুর্দশ শতাব্দীতে
৩৯. মার্কস কোনটির ভিত্তিতে সমাজের স্তরবিন্যাস সম্পর্কে ধারণা দিয়েছেন?
ক. শ্রেণি সংগ্রামের খ. শ্রেণি বৈষম্যের
গ. বর্ণ বৈষম্যের ● শ্রেণি বিন্যাসের
৪০. মার্কস কোন সমাজের শ্রেণি সম্পর্কিত আলোচনার ওপর বেশি মনোযোগ দেন?
ক. সমাজতন্ত্রী ● ধনতন্ত্রী
গ. গণতন্ত্রী ঘ. সামন্ততন্ত্রী
৪১. কার তত্ত্বানুযায়ী শ্রেণির প্রকৃতি উৎপাদন পদ্ধতির ওপর নির্ভরশীল?
ক. এমিল ডুর্খেইম ● কার্ল মার্কসের
গ. রাফ ডারেনডর্ফ ঘ. ম্যাক্স ওয়েবারের
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪২ ও ৪৩নং প্রশ্নের উত্তর দাও:
মধ্যযুগে ইউরোপের সমাজে ব্যাপক শ্রমবিভাগ সৃষ্টি হয়। এই শ্রমবিভাগ তিনটি ভাগে বিভক্ত ছিল। অভিজাত শ্রেণির কাজ ছিল সবাইকে রক্ষা, ধর্মীয় প্রবক্তাদের কাজ ছিল সবার জন্যে প্রার্থনা করা এবং জনসাধারণের কাজ ছিল সবার খাদ্যের যোগান নিশ্চিত করা।
৪২. উদ্দীপকে উল্লেখিত শ্রমবিভাগটি সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনকে ইঙ্গিত করছে?
ক. দাসপ্রথা খ. জাতিবর্ণ প্রথা
● এস্টেট প্রথা ঘ. সামাজিক শ্রেণি ও পদমর্যাদা
৪৩. উক্ত প্রথার বৈশিষ্ট্য হলো—
i. ভূমিদাসরা ছিল আধা স্বাধীন শ্রেণি
ii. এস্টেট ছিল এক একটা রাজনৈতিক গোষ্ঠী
iii. ভূমিদাসদের রাজনৈতিক ক্ষমতা ছিল
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. ভূমিদাস সামাজিক স্তরবিন্যাসের কোন প্রকরণের অন্তর্ভুক্ত?
ক. দাসপ্রথা খ. জাতিবর্ণ প্রথা
● এস্টেট ঘ. সামাজিক শ্রেণি ও পদমর্যাদা
৪৫. অষ্টাদশ শতাব্দীতে কোথায় শিল্প বিপ্লব ঘটে?
ক. ফ্রান্সে খ. ইটালিতে
গ. জার্মানিতে ● ইংল্যান্ডে
৪৬. প্রতিটি দাস কার অধীন ছিল?
● মনিবের খ. সরকারের
গ. পিতা-মাতার ঘ. সামাজিক সংগঠনের
৪৭. দাসদের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হচ্ছে—
i. দাসরা মনিবের অধীন
ii. জন্মগতভাবে পেশা নির্ধারিত
iii. রাজনৈতিক অধিকার ছিলনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. এস্টেট প্রথা কোন সমাজের প্রতীক?
ক. এশীয় খ. ভারত
গ. গ্রীক ও রোম ● ইউরোপীয়
৪৯. ‘Serf’ শব্দের অর্থ কী?
ক. দাস খ. মুনিব
● ভূমিদাস ঘ. যোদ্ধা
নিচের উদ্দীপকটি পড় এবং ৫০ ও ৫১নং প্রশ্নের উত্তর দাও:
সাদিয়াদের বাড়িতে একটি কাজের লোক আছে তাকে সারাদিন বাড়িতে কাজে ব্যস্ত রাখা হয়। সারাদিন কাজের পর তার প্রাপ্যটুকুও সে পায় না।
৫০. উদ্দীপকের সাথে প্রাচীন সমাজের কোন প্রথার মিল পাওয়া যায়?
● দাস প্রথা খ. এস্টেট প্রথা
গ. জাতিবৰ্ণ ঘ. সামাজিক শ্রেণির পদমর্যাদা
৯ম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন:
১. অর্থনৈতিক কাঠামো নিচের কোনটির ওপর নির্ভরশীল?
ক. বংশগতির ধারা খ. সম্প্রদায়ের গঠন
● ভৌগোলিক পরিবেশ ঘ. সামাজিক পরিবর্তন
২. প্রতিটি অর্থনৈতিক কাঠামোর পিছনে ক্রিয়াশীল থাকে কী?
ক. জনমতের প্রতিচ্ছবি ● রাজনৈতিক দর্শন
গ. সামাজিক নিরাপত্তা ঘ. সামাজিক ন্যায়বিচার
৩. কোন যুগে উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসে?
ক. আদিম যুগে খ. পশুপালন যুগে
গ. কৃষি যুগে ● শিল্প যুগে
৪. ক্রেতা ও ভোক্তার পূর্ণ স্বাধীনতা বজায় থাকে—
● পুঁজিবাদী অর্থব্যবস্থায় খ. সমাজতন্ত্রে
গ. স্বৈরতন্ত্রে ঘ. সেনাতন্ত্রে
৫. কোন অর্থব্যবস্থায় শ্রেণিশোষণ দেখা যায়?
ক. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ● পুঁজিবাদী অর্থব্যবস্থায়
গ. মিশ্র অর্থব্যবস্থায় ঘ. ইসলামি অর্থব্যবস্থায়
৬. সমাজতন্ত্রে উৎপাদনের উপকরণের ওপর কোন ধরনের মালিকানা প্রতিষ্ঠিত হয়?
ক. ব্যক্তিগত মালিকানা ● রাষ্ট্রীয় মালিকানা
গ. দ্বৈত মালিকানা ঘ. পারিবারিক মালিকানা
৭. সমাজতন্ত্রের লক্ষ্য কোনটি?
● সকলের কল্যাণ খ. দরিদ্রদের কল্যাণ
গ. সম্পদশালীদের কল্যাণ ঘ. নিরক্ষরদের কল্যাণ
৮ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি?
● ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ খ. ব্যক্তিগত উদ্যোগ
গ. রাষ্ট্রীয় উদ্যোগ ঘ. ব্যক্তিগত ও সরকারি উভয় উদ্যোগের সমন্বয়হীনত
৯. বৈধ উপায়ে সম্পত্তি অর্জন, রক্ষণাবেক্ষণ, ভোগ ইত্যাদি ব্যক্তির কোন অধিকারের মধ্যে পড়ে?
ক. সাংবিধানিক অধিকার ● মৌলিক অধিকার
গ. সামাজিক অধিকার ঘ. রাজনৈতিক অধিকার
১০. ‘বস্তু বা সামগ্রীর ওপর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচ্ছত্র আধিপত্যকেই সম্পত্তি বলে’— উক্তিটি কার?
ক. ম্যাকাইভারের ● গিন্সবার্গের
গ. ম্যাক্স ওয়েবারের ঘ. কার্ল মার্কসের
১১. ‘সম্পত্তি হচ্ছে সমাজ স্বীকৃত অধিকার ও সুযোগ সুবিধা এবং দায়িত্বের সমাহার যা ব্যক্তি বা গোষ্ঠী সামাজিক অনুমোদনের মাধ্যমে লাভ করে।’ সম্পত্তির এ সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. হবহাউস খ. পোপেনো
গ. রবার্টসন ● উইলিয়াম পি স্কট
১২. কোনো দ্রব্য ভোগদখল ও নিয়ন্ত্রণ করার সমাজ স্বীকৃত অধিকারকে কী বলে?
ক. অর্থ ব্যবস্থা খ. মিশ্র অর্থনীতি
● সম্পত্তি ঘ. যৌথ সম্পত্তি
১৩. অনাবিষ্কৃত সম্পদসমূহ আবিষ্কারের পর ব্যবহার উপযোগী হলে কার সম্পদ বলে বিবেচিত হবে?
ক. যে আবিষ্কার করবে তার সম্পত্তি
খ. যে ব্যবহার উপযোগী করবে তার সম্পত্তি
গ. যে এলাকায় আবিষ্কৃত হবে সে এলাকার সম্পত্তি
● রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পত্তি
১৪. সম্পত্তির বিনিময় মূল্য থাকার কারণ কোনটি?
● সম্পত্তির উপযোগিতা থাকা খ. সম্পত্তির চাহিদা থাকা
গ. সম্পত্তির মূল্য থাকা ঘ. সম্পত্তির হস্তান্তরযোগ্যতা থাকা
১৫. সম্পত্তি প্রত্যয়টির সঙ্গে কোন প্রশ্নটি ওতপ্রোতভাবে জড়িত?
ক. উত্তরাধিকারের প্রশ্ন ● মালিকানার প্রশ্ন
গ. দখলদারিত্বের প্রশ্ন ঘ. সমাজকর্তৃক স্বীকৃতির প্রশ্ন
১৬. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত কোন মতবাদটি গণতান্ত্রিক নিয়ম নীতির পরিপন্থি?
ক. বিবর্তনবাদী মতবাদ খ. সামাজিক চুক্তি মতবাদ
● ঈশ্বরের সৃষ্টি মতবাদ ঘ. শক্তি প্রয়োগ মতবাদ
১৭. লক কয় ধরনের সামাজিক চুক্তির কথা উল্লেখ করেছেন?
● দুই খ. তিন
গ. পাঁচ ঘ. চার
১৮. দার্শনিক লকের মতানুযায়ী, প্রকৃতির রাজ্যের সমস্যা তৈরি হওয়ার কারণ কোনটি ছিল?
ক. ধর্মীয় সমস্যা ● রাজনৈতিক সমস্যা
গ. জনসংখ্যা বৃদ্ধি ঘ. অশিক্ষা
১৯. প্রকৃতির রাজ্যে সাধারণ ইচ্ছা (General will) বলতে কোনটিকে বুঝাতো?
● মানব কল্যাণে কার্যকর যেকোনো ইচ্ছাকে
খ. সাধারণ জনগণের ইচ্ছাকে
গ. রাজা বা শাসকের ইচ্ছাকে
ঘ. ঈশ্বরের ইচ্ছাকে
২০. হবস, লক ও রুশোর ধারণা অনুযায়ী কীভাবে আদিম সমাজে রাষ্ট্রের উদ্ভব ঘটেছে?
● লিখিত চুক্তির মাধ্যমে খ. অলিখিত চুক্তির মাধ্যমে
গ. যুদ্ধে জয়-পরাজয়ের মাধ্যমে ঘ. সন্ধির কারণে
২১. Two Treatises on Civil Government নামক গ্রন্থে সামাজিক চুক্তি মতবাদ প্রদান করেছেন কে?
● জন লক খ. টমাস হবস
গ. হেনরি মেইন ঘ. ম্যাকিয়াভেলি
২২. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত কোন মতবাদে অনুমানের আশ্রয় নেওয়া হয়েছে?
ক. ঈশ্বরের সৃষ্টি মতবাদ ● সামাজিক চুক্তি মতবাদ
গ. শক্তি প্রয়োগ মতবাদ ঘ. বিবর্তনবাদী মতবাদ
২৩. রাষ্ট্রের অস্তিত্ব ও কাঠামো ব্যাখ্যায় সরকার ও জনগণের সম্পর্ক নির্ণয়ের সূত্র নির্ণয় করতে গিয়ে দার্শনিকগণ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কীরূপ কাহিনী বর্ণনা করেছেন?
● কাল্পনিক কাহিনী খ. ধর্মীয় কাহিনী
গ. বাস্তব কাহিনী ঘ. পৌরাণিক কাহিনী
২৪. দার্শনিক জন লক রাষ্ট্রের উৎপত্তির ব্যাখ্যা দিতে গিয়ে কোন মতবাদের কথা উল্লেখ করেন?
ক. ঈশ্বরের সৃষ্টি মতবাদ ● সামাজিক চুক্তি মতবাদ
গ. শক্তি প্রয়োগ মতবাদ ঘ. বিবর্তনবাদী মতবাদ
২৫. প্রকৃতির রাজ্যে মানুষের কোন অধিকার সংরক্ষণে রাষ্ট্রের পক্ষে সরকার কাজ করবে বলে তারা ঐকমত্যে আসে?
ক. সামাজিক অধিকার রক্ষায়
● মৌলিক অধিকার রক্ষায়
গ. রাজনৈতিক অধিকার রক্ষায়
ঘ. নাগরিক অধিকার রক্ষায়
২৬. সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাদের অন্তর্ভুক্ত নিচের কোন মনীষী?
ক. ম্যাকাইভার খ. পোপেনো
গ. গেটেল ● রুশো
২৭. “রাষ্ট্র ও শাসকের সকল শক্তির উৎস জনগণ”- এ দর্শনটি রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদ থেকে প্রতিষ্ঠিত হয়েছে?
ক. ঈশ্বরের সৃষ্টি মতবাদ ● সামাজিক চুক্তি মতবাদ
গ. শক্তি প্রয়োগ মতবাদ ঘ. বিবর্তনবাদী মতবাদ
২৮. ‘ক’ এমন একটি অঞ্চল যেখানে কোনো শাসক নেই, আইনশৃঙ্খলা বাহিনী নেই, ব্যক্তি স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে না। যেন স্বর্গীয় অবস্থা বিরাজমান। ‘ক’ অঞ্চলটি কীসের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. হবসের প্রকৃতির রাজ্য খ. লকের প্রকৃতির রাজ্য
● রুশো-এর প্রকৃতির রাজ্য ঘ. হেনরি মেইনের প্রকৃতির রাজ্য
২৯. পিতৃপ্রধান পরিবারে কার কর্তৃত্বে ‘নেতা’ নির্বাচিত হতো?
ক. কৌম প্রধানের ● পিতার
গ. মাতার ঘ. গোত্রের বিশিষ্টজনদের
৩০. কোনটির উৎপত্তির মূলে শক্তি ক্রিয়াশীল ছিল?
ক. পরিবার ● রাষ্ট্র
গ. সমাজ ঘ. সরকার
৩১. সামন্তবাদী উৎপাদন ব্যবস্থা ভেঙে প্রতিষ্ঠিত হয়—
ক. সমাজতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা খ. সাম্যবাদী উৎপাদন ব্যবস্থা
গ. মিশ্র উৎপাদন ব্যবস্থা ● পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা
৩২. কোনটি সম্পত্তি?
ক. বায়ু ● গ্রন্থসত্ত্ব
গ. সমুদ্রের পানি ঘ. শ্রমিকের মজুরি
৩৩. সমাজ ও সভ্যতার বিকাশ ত্বরান্বিত হওয়ার মূল কারণ কী?
ক. শিক্ষার মান বৃদ্ধি পাওয়া খ. তথ্যপ্রযুক্তির ব্যবহার
● উৎপাদন কৌশলে পরিবর্তন আসা ঘ. বৈজ্ঞানিক আবিষ্কার
৩৪. “প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং তার প্রয়োজন অনুসারে বণ্টন ব্যবস্থায় অংশ নেবে” – কোন সমাজের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. পশুপালন সমাজ ● সাম্যবাদী সমাজ
গ. শিল্পসমাজ ঘ. কৃষিযুগের সমাজ
৩৫. মধ্যযুগে ইউরোপীয় সমাজ কয়টি শ্রেণি এস্টেটে বিভক্ত ছিল?
ক. দুই ● তিন
গ. পাঁচ ঘ. চার
৩৬. পুঁজিবাদী সমাজে উৎপাদন যন্ত্রের মালিক কারা?
ক. শ্রমিক খ. সর্বহারা
● বুর্জোয়া ঘ. কৃষক
৩৭. পুঁজিবাদী সমাজে কয়টি শ্রেণি দেখা যায়?
● দুই খ. তিন
গ. পাঁচ ঘ. চার
৩৮. হবহাউস-এর মতে, সম্পত্তির ওপর মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতা হবে—
i. সমাজ কর্তৃক স্বীকৃত
ii. চূড়ান্ত
iii. অস্থায়ী
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ৩৯নং প্রশ্নের উত্তর দাও :
নির্জন ও অর্জন মিরপুর জাতীয় স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে গিয়ে একজন বিদেশি বন্ধুর সাথে পরিচয় হয়। যার দেশের যাবতীয় সম্পদ এবং উৎপাদনের উপকরণের ওপর সামাজিক মালিকানা স্বীকৃত।
৩৯. নির্জন ও অর্জনের বিদেশি বন্ধুর দেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান?
ক. পুঁজিবাদী খ. ইসলামি
● সমাজতান্ত্রিক ঘ. মিশ্র
৪০. সম্পত্তির ধরন নির্ধারণে কয়টি বিষয় বিবেচিত হয়?
ক. দুই ● তিন
গ. পাঁচ ঘ. চার
৪১. প্রকৃতি অনুযায়ী সম্পত্তি কয় প্রকার?
ক. দুই ● তিন
গ. পাঁচ ঘ. চার
৪২. যে নির্দিষ্ট সম্পত্তি জনগণের ব্যবহারের জন্যে উৎসর্গীকৃত তাকে কীরূপ সম্পত্তি বলে?
ক. সরকারি সম্পত্তি ● জনসাধারণের সম্পত্তি
গ. সমষ্টিগত সম্পত্তি ঘ. ব্যক্তিগত সম্পত্তি
৪৩. কোন প্রতিষ্ঠান সমষ্টিগত মালিকানার অন্তর্ভুক্ত?
ক. ধর্মীয় প্রতিষ্ঠান ● শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান
গ. অর্থনৈতিক প্রতিষ্ঠান ঘ. রাজনৈতিক প্রতিষ্ঠান
৪৪. মালিকের স্বত্ব বা অধিকারের প্রকৃতি অনুযায়ী সম্পত্তির মালিকানা কত প্রকার?
● দুই খ. তিন
গ. পাঁচ ঘ. চার
৪৫. কীরূপ সম্পত্তির মালিকানা ও অধিকার জনগণের হাতে ন্যস্ত থাকে?
ক. সরকারি সম্পত্তি ● সাধারণ সম্পত্তি
গ. সমষ্টিগত সম্পত্তি ঘ. ব্যক্তিগত সম্পত্তি
৪৬. সম্পত্তির যৌথ মালিকানাকে কয় ভাগে ভাগ করা হয়?
● দুই খ. তিন
গ. পাঁচ ঘ. চার
৪৭. পরিবারের সব সদস্যই কোন সম্পত্তির মালিক?
ক. সরকারি সম্পত্তির ● যৌথ পারিবারিক সম্পত্তির
গ. সমষ্টিগত সম্পত্তির ঘ. ব্যক্তিগত সম্পত্তির
৪৮. ব্যক্তি বা গোষ্ঠীর মালিকানাধীন সম্পত্তি, যা ব্যক্তি বা গোষ্ঠীর নিজস্ব স্বার্থে ব্যবহৃত হয় তাকে কীরূপ সম্পত্তি বলা হয়?
ক. সরকারি সম্পত্তি খ. সাধারণ সম্পত্তি
গ. সমষ্টিগত সম্পত্তি ● ব্যক্তিগত সম্পত্তি
৪৯. যে সম্পত্তি সরকারি অর্থে নির্মিত বা অধিগৃহীত এবং সরকারি নিয়ন্ত্রণাধীনে সরকারি প্রয়োজনে ব্যবহৃত হয় তাকে কীরূপ সম্পত্তি বলা হয়?
● সরকারি সম্পত্তি খ. সাধারণ সম্পত্তি
গ. সমষ্টিগত সম্পত্তি ঘ. ব্যক্তিগত সম্পত্তি
৫০. অবিভাজ্য নিরংকুশ ক্ষমতা বলতে কোনটিকে বোঝায়?
ক. জনসংখ্যা খ. সরকার
গ. ভূখণ্ড ● সার্বভৌমত্ব
১০ম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন:
১. বিচ্যুত আচরণের বীজ নিহিত থাকে কোথায়?
ক. সম্প্রদায়ের মধ্যে খ. সংঘের নীতিতে
● সমাজের ভিতর ঘ. পরিবারের ভিতর
২. লেবেলিং তত্ত্বের আলোকে বিচ্যুতিকে কয়ভাগে ভাগ করা হয়?
● দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৩. বিচ্যুত আচরণ কী ধরনের বিষয়?
● আপেক্ষিক খ. বাহ্যিক
গ. অভ্যন্তরীণ ঘ. স্বাভাবিক
৪. সামাজিক মূল্যবোধের পরিপন্থি কাজ বা আচরণকে কী বলে?
ক. সামাজিক বিশৃঙ্খলা খ. সামাজিক অবক্ষয়
গ. সামাজিক বিপর্যয় ● সামাজিক বিচ্যুতি
৫. বিচ্যুতিমূলক আচরণ কোনটির জন্ম দেয়?
ক. প্রথা ● অপরাধ
গ. লোকাচার ঘ. লোকরীতি
৬. ‘বিচ্যুতি হচ্ছে এমন এক আচরণ যা কোন গোষ্ঠী বা সমাজের আশা আকাঙ্ক্ষা বা আচরণ মানকে ভঙ্গ করে।’—বিচ্যুতির এ সংজ্ঞাটি কার?
ক. Robertson খ. Popenoe
● R. T. Schaefer ঘ. J. M. Shepard
৭. কোনটির জন্য বিচ্যুতিমূলক আচরণ হুমকি স্বরূপ?
● সামাজিক সংহতি খ. সামাজিক নীতি
গ. সামাজিক সংগঠন ঘ. সামাজিক লোকাচার
৮. কোনটিকে অপরাধের পূর্ববর্তী স্তর বলা যেতে পারে?
ক. নারী নির্যাতনকে ● বিচ্যুতিমূলক আচরণকে
গ. রাষ্ট্রদ্রোহিতাকে ঘ. হত্যা করাকে
৯. সমাজ ব্যক্তির কাছ থেকে যে ধরনের আচার-আচরণ প্রত্যাশা করে তাকে কোন ধরনের আচরণ বলে?
● কাঙ্ক্ষিত আচরণ খ. অনাকাঙ্ক্ষিত আচরণ
গ. অশুভ আচরণ ঘ. বিচ্যুতিমূলক আচরণ
১০. বিচ্যুতিমূলক আচরণের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
ক. প্রত্যাশিত ও স্বাভাবিক আচরণ
খ. সমাজ কাঠামোর সাথে সম্পৃক্ত নয়
গ. অপরাধের পরবর্তী স্তর
● সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে দমন করা যায়
১১. বিচ্যুতিমূলক আচরণ প্রত্যয়টি যেগুলোকে সমর্থন করে-
i. অস্বাভাবিক
ii. অপ্রত্যাশিত আচরণ
iii. নৈতিক মূল্যবোধ
নিচের কোনটি সঠিক ?
● i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:
রনি বড়দের সম্মান করে না। সে দরিদ্রদের নানাভাবে উপহাস করে। ছোটদের প্রতিও সে সহনশীল নয়। অকারণেই তাদের বকাঝকা করে।
১২. রনির আচরণ কীরূপ আচরণের অন্তর্ভুক্ত?
ক. কাঙ্ক্ষিত আচরণ খ. অনাকাঙ্ক্ষিত আচরণ
গ. অশুভ আচরণ ● বিচ্যুত আচরণ
১৩. উক্ত আচরণের ক্ষেত্রে প্রযোজ্য তথ্যসমূহ হলো-
i. এটি আপেক্ষিক বিষয়
ii. এটি সামাজিকভাবে নিন্দনীয় বিষয়
iii. এটি সামাজিক কাঠামোর সাথে সম্পৃক্ত
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
১৪. বড়দের অসম্মান করা হলো—
ক. অপরাধ খ. বিশৃঙ্খলা
● বিচ্যুতি ঘ. নৈরাজ্য
১৫. ‘Deviance’ শব্দের অর্থ কী?
● মূল্যবোধ বিরোধী কার্যক্রম খ. প্রবেশন
গ. আচরণ ঘ. অপরাধ
১৬. মাদকাসক্তি, পতিতাবৃত্তি, জুয়া খেলা এ জাতীয় অপরাধের বিরুদ্ধে সাধারণত অন্যরা কোনো অভিযোগ আনেন না কেন?
ক. ‘অপরাধীদের ভয়ে খ. অভিযোগ করে ফল না পাওয়ায়
● প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত না হওয়ায় ঘ. আইন দ্বারা নিষিদ্ধ নয় বলে
১৭. বিচ্যুতি হলো—
ক. অন্যের অধিকার হরণ করা
খ. প্রতিষ্ঠানের কর্তৃত্ব খর্ব করা
গ. অন্যের সমালোচনা করা
● সমাজ স্বীকৃত নিয়ম-কানুন অমান্য করা
১৮. বিচ্যুতি হলো—
i. ঐতিহ্য পরিপন্থি আচরণ
ii. আইন বিরোধী আচরণ
iii. মূল্যবোধ পরিপন্থি আচরণ
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii ● i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. ‘Social Deviance’ এর বাংলা প্রতিশব্দ কোনটি?
ক. সামাজিক অপরাধ ● সামাজিক বিচ্যুতি
গ. সামাজিক নৈরাজ্য ঘ. সামাজিক মূল্যবোধের অবক্ষয়
২০. সোহেল কলেজে বড় ভাইদের যথাযথ সম্মান প্রদর্শন করে না। তার আচরণ হলো-
ক. অপরাধ খ. বিশৃঙ্খলা
● বিচ্যুতি ঘ. নৈরাজ্য
২১. “বিচ্যুত আচরণ হলো সেই আচরণ, যা সামাজিক আশা আকাঙ্ক্ষা সমর্থন করে না” – সংজ্ঞাটি কার?
ক. Mills ● Ross
গ. Gerth ঘ. Giddens
২২. বিচ্যুতিমূলক আচরণের যথার্থ বৈশিষ্ট্য হলো—
i. বিধি বহির্ভূত
ii. আইন দ্বারা নিষিদ্ধ
iii. সংহতির হন্তারক
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii ● i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৩নং প্রশ্নের উত্তর দাও:
করিম সাহেব বৃদ্ধ পিতামাতার একমাত্র সন্তান। অনেক যত্নে তাকে তার বাবা-মা বড় করেছেন। এখন তিনি নিজের স্ত্রী সন্তান নিয়ে এতই ব্যস্ত যে বৃদ্ধ পিতা-মাতা কেমন আছেন সে খবরও রাখেন না। সমাজের মানুষ তার নিন্দা করে।
২৩. বৃদ্ধ পিতা মাতার প্রতি করিম সাহেবের মনোভাব সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়ের সাথে সংশ্লিষ্ট?
ক. অপরাধ খ. বিশৃঙ্খলা
● বিচ্যুতি ঘ. নৈরাজ্য
২৪. বিচ্যুত আচরণের উপাদানগুলো কয় ভাগে বিভক্ত?
● দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
২৫. সমাজে প্রচলিত বিধিসম্মত প্রক্রিয়ার ভিতর কয়টি বিষয় নিহিত থাকে?
ক. দুই খ. তিন
● চার ঘ. পাঁচ
২৬. সমাজবিজ্ঞানীদের মতে, বিচ্যুত আচরণের কতটি কারণ বিদ্যমান?
ক. দুই ● তিন
গ. চার ঘ. পাঁচ
২৭. সমাজের কাঙ্ক্ষিত বিষয়গুলো অর্জন করতে হলে কীভাবে অগ্রসর হতে হয়?
ক. বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে খ. জটিল প্রক্রিয়ার মাধ্যমে
● বিধিসম্মত প্রক্রিয়ার মাধ্যমে ঘ. সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে
২৮. জৈবিক তাড়নার সাথে কোনটির সংঘাত সৃষ্টি হয়?
ক. অর্থ খ. চাকরি
● শৃঙ্খলা ঘ. ব্যবসা
২৯. নিচের কোনটি বিচ্যুতিমূলক আচরণের জন্ম দেয়?
ক. সামাজিক গতিশীলতা
খ. সংঘের নীতি
গ. সম্প্রদায়ের ধরন
● সামাজিক পরিবর্তন
৩০. সামন্ত সমাজে অর্জনের আকাঙ্ক্ষা ছিল কোনটির?
● ভূমি খ. টাকা
গ. মূলধন ঘ. ব্যবসা
৩১. কোনটি আমাদের পরিবার প্রথার ওপর আঘাত হেনেছে?
ক. বিদ্যুতায়ন খ. যোগাযোগ ব্যবস্থা
গ. রীতিনীতি ● শিল্পায়ন
৩২. সামাজিক বিচ্যুতির প্রধান কারণ হলো
i. শিল্পবিপ্লব
ii. নগরায়ণ
iii. শহরায়ন
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
৩৩. কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়ায় জাভেদ চুরি করা শুরু করেছে। জাভেদের এ ধরনের আচরণের কারণ-
i. বেকারত্ব
ii. হতাশা
iii. মানসিক অসন্তোষ
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ● i, ii ও iii
৩৪. সামাজিক বিচ্যুতির জন্যে দায়ী-
i. অনুকূল সামাজিক পরিবেশ
ii. সুষ্ঠু সামাজিকীকরণের অভাব
iii. শারীরিক বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii
● ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. সমাজবিজ্ঞানীরা বিচ্যুত আচরণের কারণকে বিশ্লেষণ করেন কয়ভাবে?
ক. দুই ● তিন
গ. চার ঘ. পাঁচ
৩৬. বিচ্যুত আচরণ বিশ্লেষণে জৈবিক তত্ত্বের প্রথম প্রয়োগ করেন কে?
ক. আর. কে. মার্টন ● সিজার লমব্রোসো
গ. এমিল ডুর্খেইম ঘ. পারফিল্ড
৩৭. এনমিক তত্ত্বের প্রবক্তা কে?
ক. আর. কে. মার্টন খ. সিজার লমব্রোসো
● এমিল ডুর্খেইম ঘ. পারফিল্ড
৩৮. ‘The Suicide’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. আর. কে. মার্টন খ. সিজার লমব্রোসো
● ডুর্খেইম ঘ. পারফিল্ড
৩৯. ডুর্খেইম কয় ধরনের নৈরাজ্যের কথা বলেছেন?
● দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৪০. Social Structure and Anomie’ গ্রন্থের লেখক কে?
ক. আর. কে. মার্টন খ. সিজার লমব্রোসো
● মার্টন ঘ. পারফিল্ড
৪১. মার্টন কোন সমস্যাকে সমাজকাঠামোর প্রেক্ষিতে বিশ্লেষণ করেছেন?
● সামাজিক সমস্যাকে খ. রাজনৈতিক সমস্যাকে
গ. আন্তর্জাতিক সমস্যাকে ঘ. অর্থনৈতিক সমস্যাকে
৪২. কে ডুর্খেইমের নৈরাজ্য সংক্রান্ত ধারণাটির আরও বিস্তৃতি ঘটান?
ক. আর. কে. মার্টন খ. সিজার লমব্রোসো
● মার্টন ঘ. পারফিল্ড
৪৩. ব্যক্তির ওপর সমাজের কোনো নিয়ন্ত্রণ না থাকলে কোনটি ঘটে?
● অস্বাভাবিক আচরণ খ. প্রত্যাশিত আচরণ
গ. স্বাভাবিক আচরণ ঘ. কাঙ্ক্ষিত আচরণ
৪৪. মার্টন কয় ধরনের নৈরাজ্যের কথা বলেছেন?
● দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৪৫. সমাজে নৈরাজ্য সৃষ্টি হয় মূলত-
i. আইন-কানুন ভেঙে পড়ায়
ii. ব্যক্তির ওপর সমাজের নিয়ন্ত্রণ থাকায়
iii. বিশ্বাস ভেঙে পড়ায়
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii ● i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম সামাজিক বিচ্যুতিমূলক আচরণের যে তত্ত্ব দেন সেটি কী নামে পরিচিত?
ক. সামাজিক বিশৃঙ্খলামূলক তত্ত্ব
● সামাজিক নৈরাজ্যমূলক তত্ত্ব
গ. বিভিন্নমুখী মেলামেশা তত্ত্ব
ঘ. আচরণ বিশ্লেষণমূলক তত্ত্ব
৪৭. অপরাধের সংজ্ঞা নির্ধারণে সামাজিক সম্মতির ওপর গুরত্ব দিয়েছেন কে?
ক. আর. কে. মার্টন খ. সিজার লমব্রোসো
● এমিল ডুর্খেইম ঘ. পারফিল্ড
৪৮. ‘আইন ভঙ্গমূলক কাজই অপরাধ’ কে বলেছেন?
ক. আর. কে. মার্টন খ. সিজার লমব্রোসো
● শেফার্ড ঘ. পারফিল্ড
৪৯. অপরাধের কয়টি স্তর থাকে?
ক. দুই ● তিন
গ. চার ঘ. পাঁচ
৫০. সামাজিক মূল্যবোধ পরিপন্থি বা রাষ্ট্রীয় আইন পরিপন্থি কাজকে কী বলে?
ক. অপরাধ খ. বিশৃঙ্খলা
● অপরাধ ঘ. নৈরাজ্য