অনার্স ৩য় বর্ষ বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য সাজেশন || Anarsa 3rd year bangla ramya O bhramaṇ sahitya sajesan
বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. কমলাকান্ত কত সালে প্রকাশিত হয়?
উত্তর: কমলাকান্ত ১৮৭৫ সালে প্রকাশিত হয়।
২. কমলাকান্তের পেশা কী?
উত্তর: কমলাকান্তের পেশা কেরানিগিরি।
৩. কমলাকান্ত আর কী থাকলে অন্য সুখ চান না?
উত্তর: মানুষ জাতির ওপর তার প্রীতি থাকলে কমলাকান্ত আর অন্য সুখ চান না।
৪. কমলাকান্ত ‘নারিকেলের জলের’ সঙ্গে কীসের সাদৃশ্য দেখেন?
উত্তর: কমলাকান্ত ‘নারিকেলের জলের’ সঙ্গে স্ত্রীলোকের স্নেহের সাদৃশ্য দেখেন।
৫. শ্রী ভীষ্মদেব খোশনবীসে’র ছেলের মতে “ইউটিলিটি” শব্দের অর্থ কী?
উত্তর: শ্রী ভীষ্মদেব খোশনবীসে’র ছেলের মতে “ইউটিলিটি” শব্দের অর্থ উদর দর্শন।
৬. প্রসন্ন গোয়ালিনীর গাভীর নাম কী?
উত্তর: প্রসন্ন গোয়ালিনীর গাভীর নাম ‘মঙ্গলা’।
৭. কারা রূপের গৌরবে পা মাটিতে দেন না?
উত্তর: রমনীকুল রূপের গৌরবে পা মাটিতে দেন না।
৮. বিড়ালের মতে ধর্ম কী?
উত্তর: বিড়ালের মতে পরোপকারই ধর্ম।
৯. ‘বঙ্গদর্শন’ পত্রিকা কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘বঙ্গদর্শন’ পত্রিকা ১৮৭২ সালে প্রকাশিত হয়।
১০. প্রসন্ন গোয়ালিনীর গাভীর নাম কী?
উত্তর: প্রসন্ন গোয়ালিনীর পাতীর নাম মঙ্গলা।
১১. আবুল মনসুর আহমদ কোন পত্রিকায় সাংবাদিকতা করতেন?
উত্তর: সাংবাদিকতায় তার ২০ বছরের পেশাগত জীবনে ছোলতান, মোহম্মদী, দি মুসলমান, খাদেম, দৈনিক কৃষক, দৈনিক নবযুগ ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় কাজ করেছেন।
১২. ‘আয়না’ গল্পগ্রন্থের প্রকাশকাল কত?
উত্তর: ‘আয়না’ গল্পগ্রন্থের প্রকাশকাল ১৯৩৫ সাল।
১৩. ‘আয়না’ গল্পগ্রন্থে কতটি গল্প আছে?
উত্তর: ‘আয়না’ গল্পগ্রন্থে সাতটি গল্প আছে।
১৪. কলেজে এমদাদের কী বিষয়ে অনার্স ছিল?
উত্তর: কলেজে এমদাদের দর্শন বিষয়ে অনার্স ছিল।
১৫. এমদাদের একমাত্র অভিভাবক কে ছিলেন?
উত্তর: এমদাদের একমাত্র অভিভাবক ছিলেন বৃদ্ধা ফুপু।
১৬. হযরত পয়গম্বর কত বছর বয়সে নবম বার বিবাহ করেছিলেন?
উত্তর: হযরত পয়গম্বর ৬০ বছর বয়সে নবম বার বিয়ে করেছিলেন।
১৭. জযবাকে মুরিদগণ কী বলত?
অথবা, ওয়াজ করার সময় পীর সাহেবের জযবাকে কী বলা হতো?
উত্তর: ওয়াজ করার সময় পীর সাহেবের জযবাকে “ফানা ফিল্লাহ” বলা হতো।
১৮. ‘আহলে-হাদিস-পুর্য’ পত্রিকার নতুন সম্পাদক কে হলেন?
উত্তর: ‘আহলে-হাদিস-পূর্য’ পত্রিকার নতুন সম্পাদক হলেন মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব।
১৯. ‘বাহাস’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘বাহাস’ শব্দের অর্থ ধর্মসংক্রান্ত তাত্ত্বিক তর্কবিতহর্ক।
২০. বিদ্রোহী সংঘের কাছে ইংরেজের চেয়ে বড় শত্রু কে?
উত্তর: বিদ্রোহী সংঘের কাছে ইংরেজের চেয়ে বড় শত্রু সমস্ত কুসংস্কারপূর্ণ বিধিনিষেধ।
২১. রবীন্দ্রনাথের ঘুরোপ প্রবাসীর পত্র কত সালে প্রকাশিত হয়?
উত্তর: রবীন্দ্রনাথের য়ুরোপ প্রবাসীর পত্র ১২৮৮ বঙ্গাব্দে বা ১৮৮১ সালে প্রকাশিত হয়।
২২. চাণক্য থাকলে লেখককে কী পরামর্শ দিতেন?
উত্তর: চাণক্য থাকলে লেখককে লেডিদের কাছ থেকে দশ হাজার হাত দূরে থাকতে পরামর্শ দিতেন।
২৩. ইটালিতে লেখক কীসে করে শহর দেখতে বের হন?
উত্তর: ইটালিতে লেখক ঘোড়ার গাড়ি করে শহর দেখতে বের হন।
২৪. লেখক প্যারিস থেকে কোথায় গেলেন?
উত্তর: লেখক প্যারিস থেকে লন্ডনে গেলেন।
২৫. ইঙ্গবঙ্গ কারা?
উত্তর: কিছুদিন ভারতে বসবাস করার পর যে বাংলা ভাষাভাষী লোক ইংল্যান্ডে গিয়ে স্থায়ীভাবে বসবাস করে তাদেরকে ইঙ্গবঙ্গ বলা হয়।
২৬. কাপ্তেন বন্ড কে?
উত্তর: কাপ্তেন বন্ড- মিস্টার জ-এর পিতৃব্য বোন অস্ট্রেলিয়া প্রবাসী মিস ই-এর নববর।
২৭. ‘সমস্ত লন্ডনময়’ কোন যানটি দেখা যায়?
উত্তর: সমস্ত লন্ডনময় ট্রেন যানটি দেখা যায়।
২৮. লন্ডনে কীসের দোকান বেশি?
উত্তর: লন্ডনে মদের দোকান বেশি।
২৯. সৈয়দ মুজতবা আলী কার নিষ্ঠাবান অনুরাগী ছিলেন?
উত্তর: সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথ ঠাকুরের নিষ্ঠাবান অনুরাগী ছিলেন।
৩০. জালালাবাদ হতে কাবুল যেতে পথে লেখক রাত কাটান কোথায়?
উত্তর: জালালাবাদ হতে কাবুল যেতে পথে লেখক রাত কাটান নিমলার বাগানে।
৩১. ইয়াকুব বিন লয়েস কখন কাবুল দখল করেন?
উত্তর: ইয়াকুব বিন লয়েস ৮৭১ খ্রিস্টাব্দে কাবুল দখল করেন।
৩২. কাবুলি চায়ের বৈশিষ্ট্য কী?
উত্তর: কাবুলি চা সবুজ, কাপে ঢালতেই ফিকে হলদে দেখায়।
৩৩. মুইন-উস-সুলতান কে?
উত্তর: মুইন-উস-সুলতান হলেন আমির হাবিবুল্লাহর পুত্র।
৩৪. “যে বিদেশে যায়নি, সে স্বদেশের স্বরূপ চিনতে পারেনি।” -উক্তিটি কার?
উত্তর: “যে বিদেশে যায়নি, সে স্বদেশের স্বরূপ চিনতে পারেনি।” -উক্তিটি জার্মান কবি গ্যেট এর।
৩৫. ‘মরবার হলে এদেশে স্বামীর সঙ্গেই মরবেন।’-উক্তিটি কার?
উত্তর: ‘মরবার হলে এদেশে স্বামীর সঙ্গেই মরবেন।’ উক্তিটি মৌলানা জিয়াউদ্দিনের স্ত্রীর।
৩৬. পাঠানদের কাছে মোক্ষম লড়াই কী?
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. কমলাকান্ত চরিত্র সৃষ্টির উদ্দেশ্য ব্যাখ্যা কর।
অথবা, কমলাকান্ত চরিত্র সৃষ্টির পিছনে বঙ্কিমচন্দ্রের উদ্দেশ্য কী?
২. কমলাকান্তের মতে, মনুষ্যজন্ম কেন বৃথা হয়?
৩. ‘বসন্তের কোকিল’ প্রবন্ধ অনুসরণে সুবিধাবাদী মানুষের বৈশিষ্ট্য উল্লেখ কর।
৪. ‘স্ত্রীলোকের রূপ’ প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কোন যুক্তিতে নারী অপেক্ষা পুরুষের রূপকে শ্রেষ্ঠ বলেছেন?
৫. কমলাকান্তের দৃষ্টিতে বিদ্যার বাজারের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও।
৬. “অনাহারে মরিয়া যাইবার জন্য পৃথিবীতে কেহ আসে নাই”-আলোচনা কর।
৭. “দেখিলাম এ সংসার কেবল ঢেঁকিশালা”- ব্যাখ্যা কর।
৮. আদালত থেকে বের হয়ে এসে কমলাকান্ত প্রসন্নকে কী বলেছিল? কেন?
৯. ‘কলিযুগেও দুনিয়ায় ধর্ম আছে।’-কথাটির তাৎপর্য ব্যাখ্যা কর।
১০. পীর সাহেব তার মুরিদদের কীভাবে বোকা বানায়?
১১. ‘গো-দেওতা-কা দেশ’ গল্পে কার জাত যায়? কীভাবে যায়?
১২. ‘নায়েবে নবী’ গল্পে দুই মৌলবির দ্বন্দ্ব সংক্ষেপে বিবৃত কর।
অথবা, ‘নায়েবে নবী’ গল্পে দুই মৌলবির স্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, ‘নায়েবে নবী’ গল্পে দুই মৌলবির দ্বন্দ্বের স্বরূপ আলোচনা কর।
১৩. ‘নেতার অভাবে আবার বাঙলা অন্ধকার হইল’- ব্যাখ্যা কর।
১৪. ‘মুজাহেদীন’ গল্পে বর্ণিত জনতার বাহাসের বর্ণনা দাও।
১৫. রবীন্দ্র-মানসে পরাধীনতার গ্লানি ‘য়ুরোপ প্রবাসীর পত্রে’ কীভাবে প্রতিফলিত হয়েছে?
১৬. লেখকের ইটালি শহর দেখার অভিজ্ঞতা বর্ণনা কর।
১৭. ‘য়ুরোপ প্রবাসীর পত্র’ অনুসরণে ইংল্যান্ডের নৃত্য-সংস্কৃতির পরিচয় দাও।
১৮. সংক্ষেপে রবীন্দ্রনাথের দেখা ব্রিটিশ পার্লামেন্টের বর্ণনা দাও।
১৯. গ্ল্যাডস্টোন কে ছিলেন? তার বক্তৃতার বিশেষত্ব তুলে ধর।
অথবা, হাউজ অব কমন্সে গ্ল্যাডস্টোনের বক্তৃতার বিশেষত্ব তুলে ধর।
২০. ‘য়ুরোপ প্রবাসীর পত্র’-এ বর্ণিত সুয়েজ শহরের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
২১. পাঠানদের খাদ্য গ্রহণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, পাঠানদের খাদ্যগ্রহণ পদ্ধতি সংক্ষেপে তুলে ধর।
২২. “আপনার মুখে ফুলচন্দন পড়ুক।” -লেখক কাকে, কেন এ কথা বলেন?
২৩. আফগান সরাইয়ের সাম্যবাদী চালচিত্র তুলে ধর।
২৪. বলশফ কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ‘কমলাকান্দ্রের জবানবন্দী’ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের ব্যঙ্গরস সৃষ্টির দক্ষতা বিশ্লেষণ কর।
অথবা, ‘কমলাকান্তের দপ্তর’ গ্রন্থ অবলম্বনে বঙ্কিমচন্দ্র যে সৃদ্ধ রসবোধের পরিচয় দিয়েছেন তা ব্যাখ্যা কর।
অথবা, ‘কমলাকান্তের দপ্তর’ গ্রন্থে বঙ্কিমচন্দ্র যে সূক্ষ্ম রসবোধের পরিচয় দিয়েছেন তা ব্যাখ্যা কর।
২. “কমলাকান্ত বঙ্কিমচন্দ্রের আত্মদর্শনের প্রতিরূপ” বিশ্লেষণ কর।
৩. বাংলা রম্য রচনার পথিকৃৎ হিসেবে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা কর।
৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কমলাকান্ত দপ্তর’র ‘মনুষ্য ফল’ প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা কর।
অথবা, ‘মনুষ্য ফল’ প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা কর।
৫. বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের ‘বিড়াল’ প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা কর।
অথবা, বঙ্কিমচন্দ্রের ‘কমলাকান্তের দপ্তর’ গ্রন্থের অন্তর্গত ‘বিড়াল’ প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা কর।
৬. ‘মনুষ্য ফল’ প্রবন্ধে ‘সিভিল সার্ভিস’ ‘অধ্যাপক’ ও ‘লেখক’দের সম্পর্কে কমলাকান্তের মনোভাব তুলে ধর।
৭. আবুল মনসুর আহমদের ‘হুজুর কেবলা’ গল্প অবলম্বনে পীর সাহেব চরিত্রটি বিশ্লেষণ কর। [
অথবা, ‘হুযুর কেবলা’ গল্প অবলম্বনে পীর সাহেব চরিত্রটির পরিচয় দাও।
অথবা, ‘হুযুর কেবলা’ গল্প অবলম্বনে পীর সাহেব চরিত্রটি বিশ্লেষণ কর।
৮. ‘হুযুর কেবলা’ গল্পের শিল্পমূল্য বিচার কর।
৯. আবুল মনসুর আহমদের ‘আয়না’ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা কর।
১০. ‘মুজাহেদিন’ গল্পের মূল বক্তব্য আলোচনা কর।
১১. ‘বিদ্রোহী সংঘ’ গল্পের মূল বক্তব্য আলোচনা কর।
১২. ‘ধর্ম-রাজ্য’ গল্পের বিষয়বস্তু আলোচনা কর।
১৩. ‘য়ুরোপ প্রবাসীর পত্র’ অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের সৌন্দর্য চেতনার পরিচয় দাও।
১৪. রবীন্দ্রনাথ ইউরোপ ভ্রমণ করে যে বিচিত্র মানুষের সংস্পর্শে এসেছেন তাদের চরিত্র চিত্রণ কর।
১৫. ‘য়ুরোপ-প্রবাসীর পত্রে’ ইংরেজরা রবীন্দ্রনাথকে যে দৃষ্টিতে দেখেছে তা মূল্যায়ন কর।
১৬. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘য়ুরোপ প্রবাসী পত্র’ অবলম্বনে ইউরোপের নারীদের দৃষ্টিভঙ্গি মূল্যায়ন কর।
অথবা, ‘য়ুরোপ প্রবাসীর পত্রে’ বিধৃত ইংল্যান্ডের নারীদের সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি মূল্যায়ন কর।
১৭. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘য়ুরোপ প্রবাসীর পত্র’ ভ্রমণ কাহিনি অনুসারে ইঙ্গ-বঙ্গদের মানসিকতা তুলে ধর।
অথবা, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘য়ুরোপ প্রবাসীর পত্র’ ভ্রমণ কাহিনি অনুসারে ইঙ্গ-বঙ্গদের মনোভঙ্গি বিশ্লেষণ কর।
অথবা, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘য়ুরোপ প্রবাসীর পত্র’ অনুসারে ইঙ্গ-বঙ্গদের মানসিকতা তুলে ধর।
১৮. সৈয়দ মুজতবা আলী ‘দেশে-বিদেশে’ গ্রন্থে হাস্যরস সৃষ্টিতে যে পারঙ্গমতার পরিচয় দিয়েছেন, তা আলোচনা কর।
অথবা, সৈয়দ মুজতবা আলীর ‘দেশে-বিদেশে’ গ্রন্থে হাস্যরস সৃষ্টিতে লেখকের পারঙ্গমতা আলোচনা কর।
১৯. ‘দেশে-বিদেশে’ গ্রন্থে সৈয়দ মুজতবা আলীর চরিত্র চিত্রণ দক্ষতার পরিচয় দাও।
অথবা, ‘দেশে-বিদেশে’ গ্রন্থে সৈয়দ মুজতবা আলী চরিত্র চিত্রণে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। আলোচনা কর।
২০. ‘দেশে-বিদেশে’ গ্রন্থ অবলম্বনে আফগানিস্তানের সমাজচিত্র আলোচনা কর।
২১. ‘দেশে-বিদেশে’ অবলম্বনে আফগানিস্তানের প্রাকৃতিক বৈশিষ্ট্যের পরিচয় দাও।
২২. ‘দেশে-বিদেশে’ গ্রন্থ অবলম্বনে আফগানিস্তানের গ্রামবাসীর সঙ্গে শহরবাসীর সম্পর্কের ধরন আলোচনা কর।
২৩. সৈয়দ মুজতবা আলীর ‘দেশে-বিদেশে’ গ্রন্থের নামকরণের সার্থকতা বিচার কর।
২৪. সৈয়দ মুজতবা আলীর ‘দেশে-বিদেশে’ গ্রন্থের আলোকে আবদুর রহমানের চরিত্র বিশ্লেষণ কর।
অথবা, ‘দেশে-বিদেশে’ গ্রন্থের আলোকে আবদুর রহমানের পরিচয় দাও।
অথবা, আবদুর রহমানের চরিত্র বিশ্লেষণ কর।