বাংলা অনার্স ৩য় বর্ষ বাংলা ছোটগল্প-১ সাজেশন || Bangla Anars 3rd year bangla chotagalpa-1 sajesan

বাংলা ছোটগল্প-১

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন

১. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোটগল্পের নাম কী?
২. ‘একরাত্রি’ গল্পের নায়কের কী হওয়ার ইচ্ছা ছিল?
৩. ‘একরাত্রি’ গল্পে কী বারে ঝড় হয়েছিল?
৪. নিবারণ শৈলবালাকে কী সম্বোধন করতো?
৫. ‘শাস্তি’ গল্পে চন্দরার উচ্চারিত শেষ শব্দটি কী?
৬. চন্দরা জজের কাছে কী আবেদন জানায়?
৭. ‘সমাপ্তি’ গল্পে বর্গি কাকে বলা হয়েছে?
৮. শশীর আসল নাম কী?
৯. জমিদার মতিবাবু শশীকে কার সাথে বিয়ে দেয়?
১০. ‘তফাত যাও তফাত যাও’ বলে কে চিৎকার করতো?
১১. স্ত্রীর পত্র গল্পটি কী আকারে রচিত?
১২. “মেয়ে মানুষের পক্ষে এ এক বালাই।”- ‘স্ত্রীর পত্র’ গল্পে এখানে কোন বালাইয়ের কথা বলা হয়েছে?
১৩. বিন্দুর বিয়েতে মৃণাল বিন্দুকে কী দিয়ে সাজিয়েছিল?
১৪. মৃণালের শ্বশুরবাড়ি কোথায়?
১৫. অছিমদ্দি কী কী বন্ধক রেখে বাজার করেন?
১৬. ‘রসকলি’ গল্পটি কত সালে প্রকাশিত হয়?
১৭. রসকলি চিহ্নের তাৎপর্য কী?
১৮. তারিণী মাঝির ডোঙা কীসের?
অথবা, তারিণী মাঝির ডোঙা কী দিয়ে তৈরি?
১৯. তারিণী মাঝি ময়ূরাক্ষী নদীর কোন ঘাটে খেয়া বায়?
২০. তারিণী মাঝির নৌকার সহকারীর নাম কী?
২১. “আর লয় গো ঠাকুরুণরা, আর লয়।”-উক্তিটি কার?
২২. অগ্রদানী শব্দের অর্থ কী?
২৩. ‘ডাইনী’ গল্পে বর্ণিত মাঠের নাম কী?
২৪. ‘মানুষের মন’ গল্পে বৈজ্ঞানিক কে?
২৫. পল্টু কোন রোগে মারা যায়?
২৬. নিম গাছটার শেষ দশা কী হয়?
২৭. ‘গণেশ জননী’ গল্পে গল্পকারের পেশা কী?
অথবা, ‘গণেশ জননী’ গল্পের কথকের পেশা কী ছিল?
২৮. ‘গণেশ জননী’ গল্পের কথক কীসের চিকিৎসক?
২৯. “ঐ গণেশই আমাদের সব”- এখানে গণেশ কে?
অথবা, গৃহস্থের গিন্নি হাতির বাচ্চাটিকে কী নামে ডাকে?
৩০. অর্জুন মন্ডলের গুরু কে?
৩১. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পে কোন সময়ের কথা বলা হয়েছে?
অথবা, ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পে কোন সময়ের উল্লেখ আছে?
৩২. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত।
৩৩. মুসলমান কিশোরটির মৃত্যুর কারণ কী ছিল?
৩৪. সম্মেলনে গিয়ে আরেফের পাশের মানুষের গা থেকে সে কীসের গন্ধ পায়?
৩৫. ‘শকুন’ গল্পে শকুন কীসের প্রতীক?
৩৬. ‘বিধবাদের কথা’ গল্পের পটভূমি কোন গ্রামের?
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. ‘শকুন’ গল্পের মূলভাব সংক্ষেপে লেখ।
২. দলে দলে লোক মেলায় যায় কেন দেশটিতে দুর্ভিক্ষ দেখা দেওয়ার সত্যেও? 
৩. কীভাবে মৃন্ময়ীর মানসিক পরিবর্তন ঘটে সংক্ষেপে লেখ।
৪. অতিপ্রাকৃত গল্প হিসেবে ‘ক্ষুধিত পাষাণ’ গল্পের মূল্যায়ন কর।
৫. মৃণাল চরিত্রটির অনন্যতা সম্পর্কে লেখ।
৬. অছিমদ্দিকে জমিদার বিপিন পুলিশে দেয় কেন?
৭. ‘রসকলি’ গল্পে মঞ্জরীর পরিণতি আলোচনা কর।
৮. ‘জলসাঘর’ গল্পে তুফানের পরিচয় দাও।।
৯. রায়বাড়ির জলসা ঘরের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা কর।
১০. দু’বছর পর প্রাসাদের দ্বিতল থেকে জমিদার বিশ্বস্তর রায় নিচে নেমে কী দেখেন?
১১. জবরের মৃত্যুকাহিনি সংক্ষেপে লেখ।
১২. তারিণী মাঝির নিজ গ্রাম ত্যাগের কারণ ব্যাখ্যা কর।
অথবা, ‘তারিণীও গ্রাম ছাড়িল।’- কেন? আলোচনা কর।
অথবা, তারিণী গ্রাম ছাড়ল কেন ব্যাখ্যা কর।
১৩. ‘পদ্মবউ’ গল্প অবলম্বনে চন্দ্র মশাইয়ের পাঠশালার পরিচয় দাও।
অথবা, ‘পদ্মবউ’ গল্প অবলম্বনে চন্দ্রমশায়ের পাঠশালার বর্ণনা দাও।
১৪. ডাইনী বুড়ির দৈনন্দিন কাজের বিবরণ দাও।
১৫. ‘তাজমহল’ গল্পে ফকির শাহজাহানের বেদনাময় কাহিনির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
অথবা, ‘তাজমহল’ গল্প অবলম্বনে ফকির শাজাহানের বেদনাবিদীর্ণ কাহিনি তুলে ধর।
১৬. অর্জুন মন্ডল কীভাবে পাঠ্যাভ্যাস করতো?
১৭. কীভাবে পাঠকের মৃত্যু হলো, ‘পাঠকের মৃত্যু’ গল্পের আলোকে সংক্ষেপে লেখ।
অথবা, ‘পাঠকের মৃত্যু’ গল্পে কীভাবে পাঠকের মৃত্যু হলো- আলোচনা কর।
১৮. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের বৃদ্ধের মর্মযন্ত্রণার স্বরূপ তুলে ধর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ‘গল্পগুচ্ছ’ অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি চেতনার স্বরূপ বিশ্লেষণ কর।
২. “নিম্নমধ্যবিত্ত মানুষেরা শত সংকটের মধ্যেও কুসংস্কারাচ্ছন্ন উত্তরাধিকারের খাঁচা ভাঙতে চায় না।”- ‘খাঁচা’ গল্প অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ কর।
৩. ‘মধ্যবর্তিনী’ গল্পের নামকরণের সাফল্যতা আলোচনা কর।
৪. সংকটের উৎস ক্ষুধা ও পুরুষতান্ত্রিক মানসিকতা।”— মন্তব্যটির ব্যাখ্যা কর।
৫. “সমাপ্তি’ গল্পে মৃন্ময়ী ও প্রকৃতি কীভাবে সমান্তরাল হয়ে ওঠেছে” -আলোচনা কর।
অথবা, ‘সমাপ্তি’ গল্প অবলম্বনে ‘মৃন্ময়ী’ চরিত্র চিত্রণ কর।
৬. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সমাপ্তি’ ছোটগল্পের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক শিল্প-সফলতা বিচার কর।
৭. ‘কঙ্কাল’ কে কি অতিপ্রাকৃত গল্প বলা যায়? আলোচনা কর।
অথবা, রবীন্দ্রনাথের ‘অতিপ্রাকৃত’ গল্পের বৈশিষ্ট্য নির্দেশ করে ‘ক্ষুধিত পাষাণ’ গল্পের শিল্পমূল্য আলোচনা কর।
৮. ‘স্ত্রীর পত্র’ গল্পের শিল্পমূল্য বিচার কর।
৯. ‘জলসা ঘর’ গল্পে ক্ষয়িষ্ণু জমিদারতন্ত্রের যে চিত্র ফুটে উঠেছে তা বর্ণনা কর।
অথবা, ‘জলসাঘর’ গল্পে ক্ষয়িষ্ণু জমিদারতন্ত্রের যে চিত্র ফুটে উঠেছে তা তুলে ধর।
১০. ‘আদিম জীবন পিপাসার সাথে প্রতিদ্বন্দ্বিতায় দাম্পত্য প্রেম পরাজিত’ উক্তিটি ‘তারিণী মাঝি’ গল্প অবলম্বনে আলোচনা কর।
১১. ‘তারিণী মাঝি’ গল্পের শিল্পমূল্য নিরূপণ কর।
১২. ‘ডাইনী’ গল্পে বিধৃত ডাইনী চরিত্রের ট্র্যাজেডির স্বরূপ তুলে ধর।
অথবা, ‘ডাইনী’ গল্পে বিধৃত ডাইনী চরিত্রের ট্র্যাজেডির স্বরূপ বিশ্লেষণ কর।
১৩. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘ডাইনী’ গল্পে ডাইনীসংক্রান্ত যে লোকবিশ্বাস বা কুসংস্কার চিত্রিত হয়েছে তার স্বরূপ তুলে ধর।
১৪. ‘মাটি’ গল্পের বিষয় ও শিল্পরূপ মূল্যায়ন কর।
১৫. হাসান আজিজুল হকের ‘জীবন ঘষে আগুন’ গল্পের উপজীব্য বিষয়ের উপর আলোচনা কর।
১৬. ‘মাটি’ গল্পের নামকরণের সার্থকতা বিচার কর।
১৭. বাংলা ছোটগল্পে বনফুলের স্বাতন্ত্র্য ব্যাখ্যা কর।
অথবা, ছোটগল্প রচনায় বনফুলের সার্থকতা বিচার কর।
১৮.  ফকির শা-জাহানের প্রেমের সৌন্দর্য আলোচনা কর ‘তাজমহল’ গল্প অবলম্বনে।
১৯. পশুর প্রতি মানুষের অপত্য স্নেহের যে গভীরতা তা ‘গণেশ জননী’ গল্প অবলম্বনে আলোচনা কর।
২০. হাসান আজিজুল হকের ‘জীবন ঘষে আগুন’ গল্পের পটভূমি যে রাঢ় অঞ্চল তার স্বরূপ তুলে ধর।
২১. “বিধবাদের কথা’ গল্প সমগ্র মুক্তিযুদ্ধকে ধারণ করে”- আলোচনা কর।
অথবা, ‘বিধবাদের কথা’ গল্পে মুক্তিযুদ্ধের যে অনুষঙ্গ রয়েছে তার স্বরূপ তুলে ধর।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url