স্যাটেলাইট কি? || What is Satellite?
স্যাটেলাইট শব্দের অর্থ হলো উপগ্রহ। চাঁদ হলো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ; আর মানুষ তৈরি করেছে কৃত্রিম উপগ্রহ; যেগুলো চাঁদের মতোই পৃথিবীকে প্রদক্ষিণ করে। স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ হলো মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত কৃত্রিম উপগ্রহ। পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করানোর জন্য আধুনিক স্যাটেলাইট বা কৃত্রিম ভূ উপগ্রহগুলোকে বায়ুমণ্ডলের বাইরে একটি নির্দিষ্ট কক্ষপথে বিশেষ ধরনের তারবিহীন রিসিভার ট্রান্সমিটার সংযুক্ত করে স্থাপন করা হয়ে থাকে। স্যাটেলাইটকে রকেট বা স্পেস শাটলের কার্গো বে - এর মাধ্যমে কক্ষপথে পাঠানো হয়।
স্যাটেলাইটের ব্যবহার (Application of Satellite)
১. পৃথিবীর জলবায়ু ও আবহাওয়া পর্যবেক্ষণ করার কাজে।
২. টেলিভিশন সম্প্রচার কাজে।
৩. অপেশাদার রেডিও যোগাযোগের ক্ষেত্রে।
৪. প্রতিরক্ষা কাজে।
৫. ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে।
৬. বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে।
৭. দূরের গ্রহ গ্যালাক্সি ও মহাশূন্যের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ কাজে।
৮. গ্লোবাল পজিশনিং সিস্টেম (Global Positioning System - GPS) এর মতো বিভিন্ন অবস্থান নির্ণয় কাজে।
স্যাটেলাইটের সাধারণ গঠন: স্যাটেলাইটের শরীর ধাতু সংকরের ফ্রেম দিয়ে তৈরি যা সাধারণভাবে বাস নামে পরিচিত। স্যাটেলাইটের সকল বিশেষায়িত যন্ত্রপাতি এর অভ্যন্তরে স্থাপিত থাকে। প্রত্যেক স্যাটেলাইটে শক্তি সংরক্ষণের জন্য ব্যাটারি ও সোলার সেল থাকে। এর পাওয়ার সিস্টেম প্রসেসকে পৃথিবী থেকে সর্বদা মনিটর করা হয়। স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ এবং এর বিভিন্ন সিস্টেমকে মনিটর করার জন্য এতে একটি অন বোর্ড কমপিউটার সংযুক্ত থাকে। স্যাটেলাইটের অন্য একটি মৌলিক বৈশিষ্ট্য হলো এর রেডিও সিস্টেম ও অ্যান্টেনা।