রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষ আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি সাজেশন || Raṣṭrabiggan 3rd year antarjatik rajanitir mulaniti sajesan

আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি

ক – বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

১. ‘চূড়ান্ত লক্ষ্য যাই হোক না কেন ক্ষমতাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির একান্ত লক্ষ্য।’ উক্তিটি কার?
উত্তর: ‘চূড়ান্ত লক্ষ্য যাই হোক না কেন ক্ষমতাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির একান্ত লক্ষ্য।’ উক্তিটি Hans J. Morgenthau এর।

২. আন্তর্জাতিক রাজনীতির মূল উদ্দেশ্য বা ভিত্তি কি?
উত্তর: আন্তর্জাতিক রাজনীতির মূল উদ্দেশ্য হলো পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি।

৩. International Relation গ্রন্থটির লেখক কে?
উত্তর: International Relation গ্রন্থটির লেখক C.F Alger.

৪. আন্তর্জাতিক আইন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: আন্তর্জাতিক আইন শব্দটি প্রথম জেরেমি বেন্থাম ব্যবহার করেন।

৫. Politics Among Nations গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: Politics Among Nations গ্রন্থটি Hans J. Morgenthau রচনা করেন।

৬. জাতিসংঘের কোন দেশগুলো ভেটো ক্ষমতার অধিকারী?
অথবা, ভেটো ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রের সংখ্যা কয়টি?
উত্তর: জাতিসংঘের পাঁচটি দেশ যথা: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ও ফ্রান্স ভেটো ক্ষমতা অধিকারী।

৭. ‘National power is in the final analysis military power.’ উক্তিটি কার?
উত্তর: ‘National power is in the final analysis military power.’ উক্তিটি পামার এবং পারকিনসন এর।

৮. পঞ্চশক্তি বলা হয় কোন রাষ্ট্রগুলোকে?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনকে বৃহৎ পঞ্চশক্তি বলা হয়।

৯. Introduction to the International Politics গ্রন্থের লেখক কে?
উত্তর: Introduction to the International Politics গ্রন্থের লেখকডব্লিউ ডি. কপলিন।

১০. গোপন কূটনীতি কি?
উত্তর: যে কূটনৈতিক ব্যবস্থায় পারস্পারিক আলাপ-আলোচনা ও ফলাফলকে গোপন রাখা হয় তাই গোপন কূটনীতি।

১১. হটলাইন কি?
উত্তর: হট লাইন হল সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সর্বোচ্চ যোগাযোগ ব্যবস্থা।

১২. স্নায়ুযুদ্ধের অবসান হয় কোন সালে?
উত্তর: স্নায়ুযুদ্ধের অবসান হাজার ১৯৯১ সালে।

১৩. ‘Diplomacy’.শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর: ‘Diplomacy’.শব্দটি ‘Diplomatie’ শব্দ থেকে উৎপত্তি হয়েছে।

১৪. পদমর্যাদার ভিত্তিতে কূটনীতিকদের কত ভাগে ভাগ করা যায়?
উত্তর: পদমর্যাদার ভিত্তিতে কূটনীতিকদের ৪ ভাগে ভাগ করা যায়।

১৫. ‘পুঁজিবাদ সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর।’ উক্তিটি কার?
উত্তর: ‘পুঁজিবাদ সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর।’ উক্তিটি কার্ল মার্কসের।

১৬. ASEAN এর পূর্ণরূপ কি?
উত্তর: ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.

১৭. NWO এর পূর্ণরূপ কি?
উত্তর: NWO এর পূর্ণরূপ New World Order.

১৮. UNESCO এর পূর্ণরূপ কি?
উত্তর: UNESCO এর পূর্ণরূপ United Nations Educational, Scientific and Cultural Organization.

১৫. IMF কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৪ সালের জুলাই মাসে IMF প্রতিষ্ঠিত হয়।

১৬. IBRD এর সদর দপ্তর কোথায়?
উত্তর: IBRD এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।

১৭. ওআইসির সদর দপ্তর কোথায়?
উত্তর: ওআইসির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়।

১৮. কত সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে জন্মলাভ করে?
উত্তর: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে জন্ম লাভ করেন।

১৯. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত।
উত্তর: নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা ১০টি।

২০. UNCTAD এর সদর দপ্তর কোথায়?
উত্তর: UNCTAD এর সদর দপ্তর নিউইয়র্কে।

২১. আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত?
উত্তর আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা ১৫টি।

খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. আন্তর্জাতিক রাজনীতির সংজ্ঞা দাও?
২. জাতীয় শক্তি কি?
৩. রাজনীতি বলতে কী বোঝো?
৪. ত্রাসের ধারণাটি ব্যাখ্যা করো।
৫. নিরস্ত্রীকরণ বলতে কী বোঝো?
৬. কূটনীতির সংজ্ঞা দাও।
৭. গোপন কূটনীতির সংজ্ঞা দাও।
৮. অর্থনৈতিক কূটনীতির সংজ্ঞা দাও।
৯. স্নায়ুযুদ্ধ বলতে কী বোঝায়?
১০. একমেরু ব্যবস্থা বলতে কি বোঝ?
১১. বহুমেরু কেন্দ্রিকতা বলতে কী বোঝো।
১২. মার্শাল পরিকল্পনা কি?
১৩. বাফার টেস্ট কি?
১৪. জোট নিরপেক্ষ আন্দোলন কি?
১৫. জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্য লেখ?
১৬. ওআইসি সম্পর্কে সংক্ষেপে লেখ।
১৭. উপনিবেশবাদ বলতে কী বোঝো?
১৮. সাম্রাজ্যবাদ কি?
১৯. আন্তর্জাতিকতাবাদ বলতে কি বুঝ?
২০. আন্তর্জাতিক অর্থব্যবস্থা কি?
গ – বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি ও পরিধি আলোচনা করো।
২. আন্তর্জাতিক রাজনীতি পাঠের প্রয়োজনীয়তা বর্ণনা করো।
৩. আন্তর্জাতিক রাজনীতির নিয়ন্ত্রণকারী শক্তিসমূহ সম্পর্কে আলোচনা করো।
৪. আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা করো।
৫. ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার উপায়সমূহ বর্ণনা করো।
৬. আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসায় জাতিসংঘের ভূমিকা আলোচনা করো।
৭. উগ্র জাতীয়তাবাদ কি আন্তর্জাতিকতার প্রতি হুমকি স্বরূপ? আলোচনা করো।
৮. শক্তির ভারসাম্য রক্ষার কৌশলসমূহ আলোচনা করো।
৯. নিরস্ত্রীকরণ সফলতার পথে অন্তরায়সমূহ বর্ণনা করো।
১০. পররাষ্ট্র নীতি বলতে কী বোঝায়? পররাষ্ট্র নীতির উপাদানসমূহ আলোচনা করো।
১১. পররাষ্ট্র নীতির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বর্ণনা করো।
১২. বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বর্ণনা করো।
১৩. একজন কূটনীতিবিদ কি কি সুবিধা ভোগ করেন? আলোচনা করো।
১৪. স্নায়ুযুদ্ধোত্তর আন্তর্জাতিক রাজনীতিতে একক পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আলোচনা করো।
১৫. বর্তমান আন্তর্জাতিক রাজনীতির গতিধারা কি বহুমেরুকরণের দিকে ঝুঁকছে?আলোচনা করো।
১৬. সার্কের গঠন ও কার্যক্রম আলোচনা করো।
১৭. সদস্য দেশসমূহের আর্থসামাজিক উন্নয়নে সার্কের ভূমিকা মূল্যায়ন করো।
১৮. বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের মূল্যায়ন করো।
১৯. বিশ্বায়ন কি? উন্নয়নশীল দেশসমূহে বিশ্বায়নের প্রভাব বর্ণনা করো।
২০. তৃতীয় বিশ্বের নব্য ঔপনিবেশিক শাসনের বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা করো।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url