অর্থনীতি ৩য় বর্ষ নগর অর্থনীতি সাজেশন || Arthaniti 3rd year nagar arthaniti sajesan
১. শিল্পের পুঞ্জিভবন বলতে কী বুঝ?
উত্তর: শিল্প স্থাপনের সহায়ক নিয়ামক পরিবহণ ও শ্রমিক থাকলে সেখানে শিল্পের প্রসার ঘটে এবং কিছুদিনের মধ্যে সেখানে অনেক কারখানা স্থাপিত হয়। একেই শিল্পের পুঞ্জিভবন বলে।
২. কেন্দ্রীয় স্থান তত্ত্বটি কী?
উত্তর: পল্লী, গ্রাম, শহর, নগর, মহানগর প্রভৃতি ছোট বড় বসতির পাশাপাশি অবস্থান, বিভিন্ন বসতির আকর্ষণ শক্তির প্রতিযোগীতামূলক ক্রমবিকাশের ফলে কেন্দ্রীয় স্থান গড়ে উঠাকেই কেন্দ্রীয় স্থান তত্ত্ব বলা হয়।
৩. উপশহর কী?
৪. কোনো ফার্মের বাজার এলাকা কী?
উত্তর: কোনো ফার্মকে কেন্দ্র করে যখন বাজার এলাকা গড়ে ওঠে তাই ফার্মের বাজার এলাকা।
৫. কেন্দ্রীয় স্থান তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: কেন্দ্রীয় স্থান তত্ত্বের প্রবক্তা হলেন খ্রিস্টলার।
৬. বাজার শক্তি বলতে কী বুঝ?
উত্তর: যে সকল বিষয়গুলো নগর উন্নয়ন ও সকল কাজে ভারসাম্য আনয়নে কাজ করে তাদেরকে বাজার শক্তি বলে।
৭. নগর পিণ্ড কী?
উত্তর: মূল নগরের সাথে নগরের বলয়ের বসতির সমন্বয়ে সীমানাবিহীন নগর গড়ে উঠলে তাকে নগর পিণ্ড বা পিণ্ডিভবন অর্থনীতি বলে।
৮. নগর বিক্ষেপণ কী?
উত্তর: নগর বিক্ষেপণ হলো অপরিকল্পিত ও বিক্ষিপ্ত সম্প্রসারণ প্রক্রিয়া।
৯. খুচরা গুচ্ছবদ্ধকরণ কী?
উত্তর: ক্রেতা কম সময়ে এবং কম ব্যয়ে খুচরা পণ্য এককভাবে ক্রয় করতে পারে। অসংখ্য পণ্য একত্রে ক্রয় করার এমন ব্যবস্থাকে খুচরা গুচ্ছবদ্ধকরণ বলা হয়।
১০. উপ নগরায়ণ কী?
উত্তর: সাধারণত শহর/ নগরগুলোর সমন্বিত পরিবৃদ্ধিকে উপ নগরায়ণ বলে।
১১. নগর শ্রমিকের যোগানের উৎস লেখ?
উত্তর: নগর শ্রমিকের যোগানের বড় অংশ আসে গ্রামীণ এলাকা থেকে। ফলে নগর শ্রমিকের যোগানের উৎস পল্লী গ্রাম।
১২. নগর প্রভাব বলয় কী?
উত্তর: নগরের প্রভাব বলয় বলতে আমরা বুঝি একটা দ্বিমাত্রিক উপাদান। এর কোন নির্দিষ্ট পরিসর নেই। কারণ নগরের বলয় প্রভাব কে বিভিন্নভাবে পরিমাপ করা যায়।
১৩. অর্থনৈতিক প্রবৃদ্ধি কী?
উত্তর: অর্থনৈতিক শক্তিসমূহের পারস্পরিক প্রভাব দ্বারা মোট জাতীয় আয়-বৃদ্ধি পেলে তাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে।
১৪. নগর শ্রমিকের অদক্ষতা কী?
উত্তর: নগরে যেসব শ্রমিক কাজ করে এদের বেশির ভাগ শ্রমিক অদক্ষ, মুক্ত হস্ত এবং প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই বা ন্যূনতম অক্ষর জ্ঞান আছে। আবার কাজের ক্ষেত্রে নৈপুণ্যতা নেই ফলে এদেরকে নগর শ্রমবাজারের অদক্ষতা বা নগর শ্রমিকের অদক্ষতা বলে।
১৫. নগর শ্রমিকের চাহিদার উৎসমূহ কী কী?
উত্তর: নগর শ্রমিকের চাহিদার উৎসগুলো হলো: i. অফিস আদালত ii. শিল্প প্রতিষ্ঠান iii. ব্যাংক iv. বিমা v. হাসপাতাল. vi. পুলিশ vii. সেনাবাহিনী।
১৬. একটি নগরে বিবেচ্য এলাকাগুলোর নাম লেখ।
উত্তর : একটি নগরে বিবেচ্য এলাকাগুলোর নাম হলো- i. কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা, ii. আবাসিক এলাকা, iii. শিল্প শ্রমিক এলাকা, iv. ব্যবসা কেন্দ্র, v. পরিবহণ এলাকা, vi. জন উপযোগিতা, vii. সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ভূমি ব্যবহার, viii. সড়ক ও রাজপথে ভূমি ব্যবহার, ix. শিল্পাঞ্চলের জন্য ভূমি ব্যবহার, x. নৌয়ান ও বিমান বন্দরের জন্য ভূমি ব্যবহার।
১৭. নগর সংরক্ষণ কী?
উত্তর: নগরের আবাসিক বাণিজ্যের বাহ্যিকতা দূরীকরণের পদক্ষেপগুলোর সমন্বিত রূপকে নগর সংরক্ষণ বলে।
১৮. প্রবৃদ্ধি উন্নয়নের কী?
উত্তর: প্রবৃদ্ধি উন্নয়নের একটি অংশ।
১৯. নগর শ্রমিক কাকে বলে?
উত্তর: নগর জনসংখ্যার যে অংশ সমগ্র নগর শ্রমের সাথে নিয়োজিত থাকে তাদেরকে নগর শ্রমিক বলে।
২০. নগর শ্রমবাজারের চাহিদা কী?
উত্তর: নগর শ্রমবাজারের চাহিদা বলতে বুঝায় নগরের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মজুরিতে যেসব শ্রমিকের প্রয়োজন হয়।
২১. নিয়োগ গুণক কী?
উত্তর: নিয়োগ বৃদ্ধির ফলে জাতীয় আয়ের যে পরিবর্তন হয় তার অনুপাতকে নিয়োগ গুণক বলে।
২২. নগর অঞ্চল বিভাজন কী?
উত্তর: নগরকে বিভিন্ন অংশে ভাগ করার প্রক্রিয়াকে নগর অঞ্চল বিভাজন বলে।
২৩. নগর শ্রমবাজারের ভারসাম্য কী?
উত্তর: নগর শ্রমের মোট চাহিদা ও মোট যোগানের সমতা দ্বারা নগর শ্রমিকের সামগ্রিক ভারসাম্য প্রতিষ্ঠিত হয়।
২৪. ভূমি ব্যবহার নিয়ন্ত্রণের তিনটি কারণ উল্লেখ কর।
উত্তর: ভূমি ব্যবহার নিয়ন্ত্রণের তিনটি কারণ হলো— ১. নগরের ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও উন্নয়ন, ২. নগরে ভবিষ্যতে কী পরিমাণ অবকাঠামোর কাজ হবে তার পরিমাণ, ৩. ভবিষ্যতে নাগরিকের সুবিধার কথা চিন্তা।
২৫. ভূমির খাজনা ধারণার প্রবর্তক কে?
উত্তর: ডেভিড রিকার্ডো, ১৮২১ সালে ভূমির খাজনা ধারণার প্রবর্তন করেন।
২৬. নগর ভূমি খাজনা কীভাবে নির্ধারিত হয়?
উত্তর: ভূমির উপযোগিতার উপর ভিত্তি করে নির্ধারিত হয় নগর ভূমি খাজনার পরিমাণ।
২৭. নগর ভূমি ব্যবহার কী?
উত্তর: নগর ভূমি ব্যবহার বলতে বুঝায় নগরের ভূমি থেকে বিভিন্নভাবে উপযোগ লাভ করাকে।
২৮. পল্লী অঞ্চলের দারিদ্র্যের হার কত?
উত্তর: পল্লী অঞ্চলের দারিদ্র্যের হার ২৬.৪%.
২৯. বাংলাদেশের জাতীয় দারিদ্র্যের হার কত?
উত্তর: বাংলাদেশের জাতীয় দারিদ্র্যের হার ২৪.৩%.
৩০. বিশ্বের রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৭ম স্থান।
২. নগর শ্রম বাজারের অদক্ষতাসমূহ উল্লেখ কর।
৩. অর্থনৈতিক ভিত্তি তত্ত্বের সীমাবদ্ধতা লেখ।
৪. ভিত্তি তত্ত্বের সংজ্ঞা দাও।
৫. নগর শ্রমবাজার ধারণা বলতে কী বুঝ?
৬. স্থানীয়করণ অর্থনীতি কী?
৭. নগর একত্রীকরণ অর্থনীতি কাকে বলে?
৮. কেন শহর উন্নয়ন ঘটে?
৯. তুলনামূলক ব্যয় সুবিধা বলতে কী বুঝ?
১০. নগর অর্থনীতির সংজ্ঞা দাও।
১১. নগর এলাকার সংজ্ঞা এবং সংজ্ঞার মতভেদ উল্লেখ কর।
১২. প্রধান শহর ও মেট্রোপলিটন শহরের মধ্যে পার্থক্য লেখ।
১৩. নগরের বৈশিষ্ট্যসমূহ কী?
১৪. ম্যাকেঞ্জির নগর শ্রেণিবিভাগ আলোচনা কর।
১৫. বাজার শক্তি বলতে কী বুঝ?
১৬. প্রধান শহর কাকে বলে?
১৭. নগরায়ণ ও নগরীয়তা কী?
১৮. অফিস ফার্মের নিলাম খাজনার কার্যকারিতা উল্লেখ কর।
১৯. নগর ভূমি ব্যবহারের বৈচিত্র্য বলতে কী বুঝ?
২০. মনোসেন্ট্রিক সিটি বলতে কী বুঝ?
অথবা, মনোসেন্ট্রিক সিটি কী?
২. নগর উন্নয়নে বাজার শক্তির ভূমিকা উল্লেখ কর।
৩. প্রধান শহর গড়ে ওঠার কারণগুলো আলোচনা কর।
৪. নগর অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৫. কীভাবে নগর উন্নয়ন হয়-আলোচনা কর।
৬. শহর উন্নয়নে ক. স্থানান্তরভিত্তিক ফার্ম: খ. বাজারভিত্তিক ফার্মের অবদান বিশ্লেষণ কর।
৭. কেন শহর টিকে থাকে? ব্যাখ্যা কর।
৮. স্থানীয় অর্থনীতি এবং নগরায়ণ অর্থনীতির ব্যবধান উল্লেখ কর। ।
৯. স্থানীয়করণজনিত ব্যয় সংক্ষেপের প্রভাবে কীভাবে নগর গড়ে ওঠে?
১০. কেন্দ্ৰীয় স্থান তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা কর।
১১. নগর বলতে কী বুঝায়?
১২. নগর উন্নয়নে উৎপাদন ক্ষেত্রে অভ্যন্তরীণ মাত্রাগত সুবিধার ভূমিকা আলোচনা কর।
১৩. নগর শ্রমিকের চাহিদা ও যোগানের উৎস আলোচনা কর।
১৪. নগর শ্রমিকের চাহিদা ও যোগানের মাধ্যমে ভারসাম্য অবস্থা নির্ণয় করে গুণক প্রক্রিয়ার সাহায্যে অর্থনৈতিক উন্নয়ন ব্যাখ্যা কর।
১৫. উপকরণ উৎপন্ন বিশ্লেষণের প্রধান বৈশিষ্ট্যসমূহ কী?
১৬. নগর উন্নয়ন পরিমাপের ক্ষেত্রে উপাদান-উৎপাদন বিশ্লেষণের গুরুত্ব আলোচনা কর।
১৭. সীমাবদ্ধতাসহ নগর প্রবৃদ্ধির ক্ষেত্রে অর্থনৈতিক ভিত্তি তত্ত্বটি আলোচনা কর।
১৮. উপাদান-উৎপন্ন মডেলের তাত্ত্বিক বিশ্লেষণ ব্যাখ্যা কর।
১৯. বিভিন্ন প্রকার জোনিং এর ব্যবহার আলোচনা কর।
২০. শ্রমের চাহিদা বৃদ্ধির মাধ্যমে কীভাবে নগরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে?