অর্থনীতি ৩য় বর্ষ কৃষি ও গ্রামীণ অর্থনীতি সাজেশন || Arthaniti 3rd year krisi O gramina arthaniti sajesan
১. ‘দরিদ্র অথচ দক্ষ খামার তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ‘দরিদ্র অথচ দক্ষ খামার তত্ত্বের প্রবক্তা হলেন অধ্যাপক T. Schultz.
২. ব্যক্তিগত খামার বা চাষ ব্যবস্থা কাকে বলে?
উত্তর: খামার মালিক তথা কৃষক নিজেই উপকরণ সংগ্রহ, শ্রম নিয়োগ, ফসল বাজারজাতকরণ ইত্যাদি কাজ পরিচ করলে তাকে ব্যক্তিগত চাষ ব্যবস্থা বা ব্যক্তিগত খামার বলে।
৩. সমবায় সমিতিগুলোর মূলমন্ত্র লেখ।
উত্তর: অবিভক্ত ভারতে সমবায় আন্দোলনের সূত্রপাত করেন স্যার ফ্রেডারিক নিকলসন।
৫. সমবায়ের কুমিল্লা মডেল কী?
উত্তর: বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির অনেক সমস্যার সমাধান করে গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের উদ্দেশ্যে কুমিল্ল উন্নয়ন একাডেমি ১৯৬০ সালে প্রথম গ্রামভিত্তিক কৃষি সমবায় সমিতি প্রবর্তন করে। এটি সমবায়ের কুমিল্লা মডেল নামে পরিচিত।
৬. মিশ্র খামার বলতে কী বুঝায়?
উত্তর: জীবন নির্বাহী ও বাণিজ্যিক খামারের গুণাবলিকে নিয়ে মধ্যবর্তী এক শ্রেণির খামারকে মিশ্র খামার বলে।
৭. সমবায় খামার এবং যৌথ খামারের মূল পার্থক্য কী?
উত্তর: সমবায় খামার এবং যৌথ খামারের মূল পার্থক্য হলো সমবায় খামারে জমি ব্যক্তিমালিকানায় ও যৌথ খামারে জমিন।
৮. “বর্গা চাষ অদক্ষ কৃষি ব্যবস্থা।” —উক্তিটি কার?
উত্তর: “বর্গা চাষ অদক্ষ কৃষি ব্যবস্থা” —উক্তিটি অধ্যাপক মার্শালের।
৯. বাংলাদেশের জন্য জমি-জনসংখ্যা অনুপাত কোনটি প্রযোজ্য?
উত্তর: বাংলাদেশে কৃষির ওপর অত্যধিক নির্ভরশীলতার জন্য নিম্ন জমি- জনসংখ্যা অনুপাত প্রযোজ্য।
১০. বাংলাদেশে কোন ধরনের খামার ব্যবস্থার দক্ষতা বেশি?
উত্তর: বাংলাদেশে ক্ষুদ্রায়তন খামার ব্যবস্থার দক্ষতা অনেক বেশি।
১১. ভূমি কী?
উত্তর: মার্শালের মতে, “ভূমি বলতে সেসক সম্পদকে বুঝায় যা প্রকৃতি জল, স্থল, বায়ু ও উত্তাপের মাধ্যমে মানুষকে উপহার দিয়েছে।”
১২. কৃষিক্ষেত্রে কোন মাত্রাগত উৎপাদন বিধি বিরাজ করে?
উত্তর: কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি বিরাজ করে।
১৩. সমউৎপাদন রেখার আকৃতি কেমন হয়?
উত্তর: সমউৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল হয়।
১৪. সমখরচ রেখা কী?
উত্তর: যে রেখার প্রতিটি বিন্দু একই পরিমাণ অর্থের সাহায্যে দুটি উপাদানের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে তাকে সময়ট রেখা বলে।
১৫. সমউৎপাদন এবং সমখরচ রেখার ঢাল কেমন হয়?
উত্তর: সমউৎপাদন এবং সমখরচ রেখা নিম্নগামী বিধায় এদের ঢাল ঋণাত্মত্মক হয়।
১৬. স্বল্পকালীন উৎপাদন সম্প্রসারণ পথের আকৃতি কেমন হয়?
উত্তর: স্বল্পকালীন উৎপাদন সম্প্রসারণ পথের আকৃতি ভূমি অক্ষের সমান্তরাল হয়।
১৭. রিজ লাইনের ভিতরের অঞ্চল কী নামে অবহিত করা হয়?
উত্তর: রিজ লাইনের ভিতরের অঞ্চলকে উৎপাদন সম্ভাবনা অঞ্চল নামে অবহিত করা হয়।
১৮. রিজ লাইন কখন সরলরৈখিক হয়?
উত্তর: উৎপাদনের অপেক্ষক একমাত্রার সমজাতীয় হলে রিজ লাইন দুটি সরলাকৃতির বা সরলরৈখিক হয়।
১৯. শস্য বিমা কী?
উত্তর: কৃষিতে সর্বদাই বন্যা, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, খরা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা থাকে। এসব ঝুঁকির বিপরীতে ক্ষতিপূরণ পাওয়ার জন্য তৈরিকৃত বিমা ব্যবস্থাকে শস্য বিমা বলে।
২০. বাংলাদেশের প্রেক্ষাপটে উপযুক্ত কৃষি প্রযুক্তি কী হতে পারে?
উত্তর: বাংলাদেশের প্রেক্ষাপটে ছোট যন্ত্রপাতি, সেচ সম্প্রসারণ, উন্নতমানের সার ও বীজ প্রয়োগ এবং নিবিড় চাষ পদ্ধতি। প্রভৃতি উপযুক্ত কৃষি প্রযুক্তি হতে পারে।
২১. অবিরাম চাষ পদ্ধতি (relay cropping) বলতে কী বুঝায়?
উত্তর: অবিরাম চাষ পদ্ধতি বলতে একটি ফসল জমি থেকে ওঠার সাথে সাথে আরেকটি ফসলের চাষ শুরু করাকে বুঝায়।
২২. কৃষির যান্ত্রিকীকরণ কাকে বলে?
উত্তর: সনাতন পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক উপায়ে জমি চাষাবাদ করাকে কৃষির যান্ত্রিকীকরণ বলে।
২৩. কৃষিতে ঝুঁকি বলতে কী বুঝ?
উত্তর: কৃষিতে সর্বদায় বন্যা, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, খরা ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উৎপন্ন ফসল নষ্ট হওয়ার সম্ভাবনাকে কৃষিতে ঝুঁকি বুঝায়।
২৪. কৃষির যান্ত্রিকীকরণ এবং আধুনিকীকরণের মধ্যে পার্থক্য বা অমিল কী?
উত্তর: কৃষির যান্ত্রিকীকরণ মূলত কৃষির চাষ পদ্ধতির উন্নয়নের দিকনির্দেশ করে। অন্যদিকে, কৃষির আধুনিকরণ কৃষি খাতের সামগ্রিক উন্নয়নের দিকনির্দেশ করে।
২৫. বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণের দুটি প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখ।
উত্তর: বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণের দুটি প্রয়োজনীয়তা বা গুরুত্ব হলো— ১. উৎপাদন বৃদ্ধি এবং ২. দ্রুত অর্থনৈতিক উন্নয়ন।
২৬. বর্তমানে বাংলাদেশে কোন ধরনের যান্ত্রিকীকরণ বেশি উপযোগী?
উত্তর: বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্রায়তন যান্ত্রিকীকরণ বেশি উপযোগী।
২৭. ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে সম্পর্ক কী?
উত্তর: ঝুঁকি ও অনিশ্চয়তা মধ্যে সম্পর্ক হলো অনিশ্চয়তা যেখানে বেশি, ঝুঁকিও সেখানে বেশি। আবার অনিশ্চয়তা যেখানে কম ঝুঁকিও সেখানে কম। অর্থাৎ এদের মধ্যে প্রত্যক্ষ বা সরাসরি সম্পর্ক বিদ্যমান।
২৮. প্রযুক্তি কাকে বলে?
উত্তর: প্রযুক্তি হলো কোনো কাজ সহজে উন্নত যন্ত্রপাতির মাধ্যমে সম্পন্ন করা এবং তার দ্বারা মানুষের জীবনব্যবস্থাকে সরলীকরণ করা।
২৯. কৃষি প্রযুক্তি কাকে বলে?
উত্তর: কৃষিপণ্য উৎপাদন, ব্যবহার ও সংরক্ষণের জন্য আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি ও যন্ত্রপাতি ব্যবহার করাকে কৃষি প্রযুক্তি বলে।
৩০. উফশী প্রযুক্তির দুটি ক্ষতিকর দিকের নাম লেখ।
অথবা, কৃষি অর্থনীতি কাকে বলে?
২. কৃষিপণ্যের বাজারজাতকরণের সাথে জড়িত উপাদানগুলো লেখ।
৩. আধুনিক কৃষির মূল বৈশিষ্ট্যগুলো লেখ।
৪. কৃষি খামার ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য কী?
অথবা, কৃষি ও শিল্পের বৈশিষ্ট্যসমূহের মধ্যে পার্থক্য কী?
৫. কৃষি অর্থনীতি ও গ্রামীণ অর্থনীতির মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।
অথবা, কৃষি অর্থনীতি ও গ্রামীণ অর্থনীতির মধ্যে পার্থক্য বর্ণনা কর।
৬. জাতীয় আয় ও অর্থনৈতিক উন্নয়নে কৃষির অবদান আলোচনা কর।
অথবা, জাতীয় আয় ও অর্থনৈতিক উন্নয়নে কৃষির অবদান বর্ণনা কর।
৭. উন্নয়নশীল দেশে কৃষির ওপর শিল্পের নির্ভরশীলতা দেখাও।
৮. তুমি কী মনে কর, বাংলাদেশে শিল্প খাতের চেয়ে কৃষি খাতকেই অধিক গুরুত্ব দেওয়া উচিত? তোমার মতামত ব্যাখ্যা কর।
৯. পল্লি উন্নয়ন ও কৃষি উন্নয়নের মধ্যে পার্থক্য কী?
১০. “কৃষি বিপ্লব শিল্পবিপ্লবের পূর্বশর্ত।”— আলোচনা কর।
অথবা, “কৃষি বিপুব শিল্পবিপ্লবের পূর্বশর্ত।”— বর্ণনা কর।
১১. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির অবদান ব্যাখ্যা কর।
১২. দ্বৈত অর্থনীতি কী?
১৩. ক্লাসিক্যাল এবং নয়া ক্লাসিক্যাল মডেলের মধ্যে মিল দেখাও।
১৪. দ্বৈত অর্থনৈতিক মডেল কী?
১৫. ছদ্মবেশী বেকারত্ব বলতে কী বুঝ?
১৬. দ্বৈত অর্থনৈতিক মডেলের বৈশিষ্ট্যসমূহ লেখ।
১৭. সনাতনী কৃষি বলতে কী বুঝ?
১৮. কৃষিতে ঝুঁকির ধারণা ব্যাখ্যা কর।
অথবা, কৃষিতে ঝুঁকি বলতে কী বুঝ?
১৯. কৃষিতে অনিশ্চয়তার ধারণা” ব্যাখ্যা কর। ২০. সনাতনী কৃষির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
২. লুইসের দ্বৈত অর্থনৈতিক মডেলের সমালোচনাগুলো লেখ।
৩. চিত্রের সাহায্যে উদ্বৃত্ত শ্রম ধারণাটি ব্যাখ্যা কর।
৪. অনুন্নত/উন্নয়নশীল দেশে ফি-রেনিস মডেল কতটুকু প্রযোজ্য?
৫. জর্গেনসনের নয়া ক্লাসিক্যাল মডেলটি ব্যাখ্যা কর।
৬. দ্বৈত অর্থনীতি সংক্রান্ত ফি-রেনিস মডেল ব্যাখ্যা কর।
৭. ফি-রেনিস মডেলের সমালোচনা ব্যাখ্যা কর।
৮. বাংলাদেশে কী শিল্পের তুলনায় কৃষিকে অগ্রাধিকার দেওয়া উচিত?
৯. বাংলাদেশে কৃষি ও শিল্পের আপেক্ষিক গুরুত্ব আলোচনা কর।
অথবা, বাংলাদেশে কৃষি ও শিল্পের আপেক্ষিক গুরুত্ব বর্ণনা কর।
১০. কৃষকের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সরকারের ভূমিকা আলোচনা কর।
অথবা, কৃষকের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সরকারের ভূমিকা বর্ণন কর।
১১. অর্থনৈতিক উন্নয়নে কৃষির দ্রব্য অবদান ও বাজার অবদান আলোচনা কর।
অথবা, অর্থনৈতিক উন্নয়নে কৃষির দ্রব্য অবদান ও বাজার অবদান বর্ণনা কর।
১২. উন্নয়নশীল দেশে কৃষি ও শিল্পের পারস্পরিক নির্ভরশীলতা ব্যাখ্যা কর।
অথবা, উন্নয়নশীল দেশে কৃষি ও শিল্পের পারস্পরিক নির্ভরশীলতা বর্ণনা কর।
১৩. সনাতন কৃষি কী? সনাতন কৃষিকে আধুনিক কৃষিতে রূপান্তরের জন্য তোমার সুপারিশমালা পেশ কর।
১৪. কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকারের গৃহীত পদক্ষেপের মূল্যায়ন কর।
১৫. উন্নয়নশীল দেশের কৃষির স্বল্প উৎপাদন ক্ষমতার কারণসমূহ আলোচনা কর।
১৬. ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে সম্পর্ক দেখাও।
১৭. বাংলাদেশের কৃষি আধুনিকীকরণের অন্তরায়সমূহ আলোচনা কর।
১৮. কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর জন্য সরকারের গৃহীত ব্যবস্থাসমূহ আলোচনা কর।
১৯. গ্রামীণ অর্থনীতির গুরুত্ব আলোচনা কর।
২০. কৃষি অর্থনীতি কাকে বলে? কৃষি ও গ্রামীণ অর্থনীতির পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আলোচনা কর।
অথবা, কৃষি অর্থনীতির সংজ্ঞা দাও। কৃষি ও গ্রামীণ অর্থনীতির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।